ETV Bharat / state

Public Holiday on Wednesday : হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে বুধবার রাজ্যে সরকারি ছুটি - public holiday

হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে আগামী 30 মার্চ অর্থাৎ বুধবার সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Public holiday on Wednesday for Harichand Thakur's Birthday) । অর্থবর্ষ শেষের ঠিক আগের দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর।

Nabanna
Nabanna
author img

By

Published : Mar 26, 2022, 3:01 PM IST

কলকাতা, 26 মার্চ : অর্থবর্ষের শেষের আগের দিনে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Public holiday on Wednesday for Harichand Thakur's Birthday)৷ অর্থবর্ষের শেষের আগের দিন স্বাভাবিকভাবেই চাপ থাকে সরকারি কর্মচারীদের ৷ সরকারি অফিসারদের আরও একটু কষ্ট বাড়িয়ে মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করলেন তিনি ।

আরও পড়ুন : Mamata Banerjee North Bengal Tour : উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

প্রসঙ্গত, তৃণমূল সরকার মতুয়াদের জন্য হরিচাঁদ গুরুচাঁদ কলেজ তৈরির কাজ শুরু করেছে । শুধু তাই নয়, যতদিন বড়মা বীণাপাণি দেবী বেঁচে ছিলেন তার চিকিৎসার ব্যবস্থাও করেছিল এই সরকার । পরেও ভোটের প্রচারে গিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (Harichand Thakur's Birthday) মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী পালিত হয় । আর সেই অনুযায়ী এবার জন্মদিবস পড়েছে 30 মার্চ অর্থাৎ অর্থবর্ষ শেষের ঠিক আগের দিন । সাধারণত অর্থবর্ষ শেষের আগের দিন কাজের চাপ থাকে প্রচুর । কিন্তু সরকারী ছুটি থাকার কারণে 30 মার্চের আগেই সব কাজ গুছিয়ে নিতে হবে । কাজেই ওই দিন ছুটি থাকায় অর্থ দফতরের ওপর বাড়তি চাপ পড়বে বলে জানাচ্ছেন সরকারি কর্মচারীরা ৷

কলকাতা, 26 মার্চ : অর্থবর্ষের শেষের আগের দিনে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Public holiday on Wednesday for Harichand Thakur's Birthday)৷ অর্থবর্ষের শেষের আগের দিন স্বাভাবিকভাবেই চাপ থাকে সরকারি কর্মচারীদের ৷ সরকারি অফিসারদের আরও একটু কষ্ট বাড়িয়ে মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করলেন তিনি ।

আরও পড়ুন : Mamata Banerjee North Bengal Tour : উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

প্রসঙ্গত, তৃণমূল সরকার মতুয়াদের জন্য হরিচাঁদ গুরুচাঁদ কলেজ তৈরির কাজ শুরু করেছে । শুধু তাই নয়, যতদিন বড়মা বীণাপাণি দেবী বেঁচে ছিলেন তার চিকিৎসার ব্যবস্থাও করেছিল এই সরকার । পরেও ভোটের প্রচারে গিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (Harichand Thakur's Birthday) মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী পালিত হয় । আর সেই অনুযায়ী এবার জন্মদিবস পড়েছে 30 মার্চ অর্থাৎ অর্থবর্ষ শেষের ঠিক আগের দিন । সাধারণত অর্থবর্ষ শেষের আগের দিন কাজের চাপ থাকে প্রচুর । কিন্তু সরকারী ছুটি থাকার কারণে 30 মার্চের আগেই সব কাজ গুছিয়ে নিতে হবে । কাজেই ওই দিন ছুটি থাকায় অর্থ দফতরের ওপর বাড়তি চাপ পড়বে বলে জানাচ্ছেন সরকারি কর্মচারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.