ETV Bharat / state

Protestors slam Anubrata: দিল্লির পথে অনুব্রত ! গরু চোর কটাক্ষে কলকাতা ছাড়লেন 'বীরভূমের বাঘ' - অনুব্রত মণ্ডল

রাজ্য ছাড়লেন অনুব্রত মণ্ডল । বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে গেল ইডি । কলকাতা ছাড়ার আগে গরু চোর কটাক্ষ শুনলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা (Protestors slam Anubrata in Hospital Premises in Kolkata) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 7, 2023, 6:07 PM IST

কলকাতা, 7 মার্চ: "বীরভূমের বাঘকে দেখতে এসেছি । কত বড় বাঘ রে বাবা ! আজ ছুঁচো হয়ে গিয়েছেন ।" বাংলা ছাড়ার আগেও প্রবল কটাক্ষের মুখে অনুব্রত মণ্ডল । দোলের দিনই বাংলা ছেড়ে দিল্লির পথে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । তার আগেই গরু চোর স্লোগানে কটাক্ষ শুনলেন শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা । জোকা ইএসআই হাসপাতাল থেকে দমদম বিমানবন্দরে রওনা দেওয়ার মুহূর্তে হাসপাতাল চত্বরে উঠল স্লোগান । বিক্ষোভ দেখানো হয় অনুব্রতকে ঘিরে (Protestors slam Anubrata in Hospital Premises) ।

বিক্ষোভকারীরা বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছিলেন । এর মাধ্যমে আশুতোষ মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে । কারণ, বাংলার বাঘ একজনই । তিনি স্যর আশুতোষ মুখোপাধ্যায় । অনুব্রত মণ্ডল বাঘ নন । তিনি গরু চোর, কয়লা চোর (Protestors slam Anubrata in Hospital Premises in Kolkata)।"

আজ সকালে আসানসোলের সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুব্রত মণ্ডলকে বের করা হয়। তাঁর পরনে ছিল হালকা সবুজ রঙের পাঞ্জাবি । চোখে-মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট । সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থমকে গেলেন তিনি । এদিন প্রায় আড়াই ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর ইএসআই হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত । তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়ার পর তাঁকে ইডি আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয় । তারপরেই বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কনভয় । 6:45 মিনিটের বিমান ধরবেন তাঁরা । সেটি রাত 9:10 নাগাদ দিল্লিতে পৌঁছবে ।

বিশেষ বিমানে দিল্লি পৌঁছে অনুব্রত মণ্ডলের আরও একবার স্বাস্থ্য পরীক্ষা হবে । এরপর সময় থাকলে আজই কোর্টে অথবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হতে পারে গরুপাচার মামলার অন্যতম মূল অভিযুক্তকে । দেরি হলে বুধবার তাঁকে আদালতে কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হবে । তবে জানা গিয়েছে, বুধবার রাউস এভিনিউ কোর্ট বন্ধ থাকছে । সেক্ষেত্রে বিশেষ আদালত কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে অনুব্রত মণ্ডলকে হাজির করে তাঁকে হেফাজতে নেবে ইডি ।

আরও পড়ুন: পাতে গরম কচুরি-ল্যাংচা! দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথনে কেষ্ট

কলকাতা, 7 মার্চ: "বীরভূমের বাঘকে দেখতে এসেছি । কত বড় বাঘ রে বাবা ! আজ ছুঁচো হয়ে গিয়েছেন ।" বাংলা ছাড়ার আগেও প্রবল কটাক্ষের মুখে অনুব্রত মণ্ডল । দোলের দিনই বাংলা ছেড়ে দিল্লির পথে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । তার আগেই গরু চোর স্লোগানে কটাক্ষ শুনলেন শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা । জোকা ইএসআই হাসপাতাল থেকে দমদম বিমানবন্দরে রওনা দেওয়ার মুহূর্তে হাসপাতাল চত্বরে উঠল স্লোগান । বিক্ষোভ দেখানো হয় অনুব্রতকে ঘিরে (Protestors slam Anubrata in Hospital Premises) ।

বিক্ষোভকারীরা বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছিলেন । এর মাধ্যমে আশুতোষ মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে । কারণ, বাংলার বাঘ একজনই । তিনি স্যর আশুতোষ মুখোপাধ্যায় । অনুব্রত মণ্ডল বাঘ নন । তিনি গরু চোর, কয়লা চোর (Protestors slam Anubrata in Hospital Premises in Kolkata)।"

আজ সকালে আসানসোলের সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুব্রত মণ্ডলকে বের করা হয়। তাঁর পরনে ছিল হালকা সবুজ রঙের পাঞ্জাবি । চোখে-মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট । সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থমকে গেলেন তিনি । এদিন প্রায় আড়াই ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর ইএসআই হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত । তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়ার পর তাঁকে ইডি আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয় । তারপরেই বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কনভয় । 6:45 মিনিটের বিমান ধরবেন তাঁরা । সেটি রাত 9:10 নাগাদ দিল্লিতে পৌঁছবে ।

বিশেষ বিমানে দিল্লি পৌঁছে অনুব্রত মণ্ডলের আরও একবার স্বাস্থ্য পরীক্ষা হবে । এরপর সময় থাকলে আজই কোর্টে অথবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হতে পারে গরুপাচার মামলার অন্যতম মূল অভিযুক্তকে । দেরি হলে বুধবার তাঁকে আদালতে কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হবে । তবে জানা গিয়েছে, বুধবার রাউস এভিনিউ কোর্ট বন্ধ থাকছে । সেক্ষেত্রে বিশেষ আদালত কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে অনুব্রত মণ্ডলকে হাজির করে তাঁকে হেফাজতে নেবে ইডি ।

আরও পড়ুন: পাতে গরম কচুরি-ল্যাংচা! দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথনে কেষ্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.