কলকাতা, 10 অক্টোবর : চূড়ান্ত বিশৃংখলার মধ্য দিয়ে শুরু হল কংগ্রেসের বিক্ষোভ মিছিল । কোরোনা সংক্রমণের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনওরকম শারীরিক দূরত্ব না রেখেই বিধান ভবন থেকে মিছিল এগিয়ে গেল ধর্মতলার দিকে । তাঁদের অভিযোগ, দিশাহীনভাবে সরকার চলছে দেশে এবং রাজ্যে । লাগামছাড়া মূল্যবৃদ্ধি, করোনা সংক্রমণের সময়ে রাজ্য ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে, লাগামহীনভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধির বিরুদ্ধে, ক্রমশ বেড়ে চলা বেকারত্বের কর্মসংস্থানের দাবিতে আজ পথে নামলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দ্বিতীয়বার সভাপতি হয়ে আসার পর আজকেই ছিল প্রথম তাঁর নেতৃত্বে কংগ্রেসের মহা মিছিল । অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিরোধীদলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী প্রমুখ ।
নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রীকে দাদাভাই এবং দিদিভাই সম্বোধন করে অধীর চৌধুরি বলেন," সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে দুই সরকার । সন্ত্রাস বেড়ে চলেছে গোটা দেশজুড়ে । একদিকে যখন দলিত মহিলাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তখনই উচ্চবর্ণের ব্রাহ্মণ খুন হচ্ছে এ দেশেরই কোথাও । বেকারের কর্মসংস্থান নেই । অত্যাবশ্যকীয় সামগ্রী সরকারের নিয়ন্ত্রণের বাইরে । মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে যেমন পালাবদল করবেন, তেমনই লোকসভা নির্বাচনে দেশের সরকারের পরিবর্তন হবে ।"
বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । BJP-র সঙ্গে তৃণমূল কংগ্রেসের অশুভ আতাঁতের অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব । দেশ চালাবার জন্য উপযুক্ত কংগ্রেস, দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কলকাতা এবং সন্নিহিত জেলাগুলি থেকে কংগ্রেস কর্মীরা আজ মিছিলে অংশগ্রহণ করেন । মিছিল শেষে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে যান অধীর চৌধুরি ।