কলকাতা, 20 ফেব্রুয়ারি: মতুয়া সমাজকে অপমানের অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির পশ্চিমবঙ্গ তফসিলি মোর্চার ৷ আজ ধর্মতলা মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের সামনে একটি প্রতিবাদ সভা করে তারা ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির তফসিলি বিধায়করাও ৷ উল্লেখ্য, মলাদার গাজোলে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া সমাজের উপাস্য হরিচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করার অভিযোগ ওঠে (CM Mamata Banerjees Remark on Matua God) ৷ সেই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপির তফসিলি মোর্চার রাজ্য সংগঠন ৷
এদিন এই সংগঠনের রাজ্য সভাপতি সুদীপ দাসের নেতৃত্বে ধর্মতলা মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের সামনে প্রতিবাদ সভা করা হয় ৷ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়া এবং সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ করেন সুদীপ দাস ৷ তিনি অভিযোগ করেছেন, 2021 বিধানসভা নির্বাচনের পর সবচেয়ে বেশি ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে তফসিলি জাতি ও উপজাতির মানুষরা ৷ এমনকি 2019 লোকসভা নির্বাচনের পর রাজ্যে হওয়া অধিকাংশ রাজনৈতিক খুনে মৃতদের মধ্যে তফসিলি সমাজের সদস্যদের সংখ্যা বেশি ছিল ৷
এদিন বিজেপি তফসিলি মোর্চার রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিয়েছেন, মুখ্যমন্ত্রী ক্ষমা না-চাওয়া পর্যন্ত প্রতিবাদ সভা চলবে ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় তফসিলি মোর্চা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সভা চালিয়ে যাবে ৷ তাঁর অভিযোগ, সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থেই নাকি তিনি মতুয়া সমাজের উপাস্যের নাম ভুল উচ্চারণ করেছিলেন ৷ এদিনের প্রতিবাদ সভায় মতুয়া সমাজের লোকজনও অংশ নিয়েছিল ৷ তিনি অভিযোগ এমনকি সরকারি চাকরির বণ্টন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপির তফসিলি মোর্চার সভাপতি ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, মতুয়াদের দাবিতে উত্তাল উত্তর 24 পরগনা
তিনি অভিযোগ করেছেন, সরকারি চাকরির ক্ষেত্রে হান্ড্রেড পয়েন্ট রোস্টার নীতি মানা হলে দলিত এবং সাধারণ ক্যাটাগরির মানুষজন স্বচ্ছভাবে চাকরি পেতে পারে ৷ কিন্তু, ওবিসি তালিকায় ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বি বিভাগ করে দেওয়া হয়েছে ৷ আর তার পিছনে ভোট রাজনীতি মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন বিজেপি তফসিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস ৷