ETV Bharat / state

Prosenjit Chatterjee : অনলাইনে খাবার না পেয়ে টুইটারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ, নেটাগরিকদের ট্রোলের শিকার প্রসেনজিৎ - নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিনেতার অনুযোগ নেটাগরিকদের ট্রোল করার উপাদেয় হয়ে ওঠে ৷ ইন্ড্রাষ্টির বুম্বা দা'র টুইটের পরিপ্রেক্ষিতে নেটাগরিকরা তাঁকে ট্রল করার সুযোগ হাতছাড়া করেনি ৷

Prosenjit Chatterjee
অনলাইনে খাবার না পেয়ে টুইটারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ, নেটাগরিকদের ট্রলের শিকার প্রসেনজিত
author img

By

Published : Nov 6, 2021, 10:59 PM IST

কলকাতা, 6 নভেম্বর : উৎসবের মরসুম ৷ স্বভাবতই স্থানীয় মানুষ অনলাইল খাবার সরবরাহ সংস্থাগুলোর প্রতি বাড়তি নির্ভরশীল ৷ কালীপুজোর রাতে তেমনই দেশের প্রথমসারির এক অনলাইল খাবার সরবরাহ সংস্থায় নিজের পছন্দমতো খাবার অর্ডার করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ কিন্তু অভিনেতার সেই অভিজ্ঞতা সুখের হয়নি ৷

অনলাইল খাবার সরবরাহ সংস্থার তরফ থেকে খাবার অভিনেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে জানালেও আদপে সেই খাবার অভিনেতার কাছে পৌঁছয়ইনি ৷ ঘটনায় বিক্ষুব্ধ বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মাইক্রোব্লগিং সাইট টুইটারে দৃষ্টি আকর্ষণ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

টুইটারে গোটা ঘটনার কথা জানিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, "আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ এমনটা যে কোনও সময় যে কারও সঙ্গে ঘটতে পারে ৷ কেউ যদি বাড়িতে অতিথিদের জন্য খাবার অর্ডার করে সেই খাবার না পায় তখন কী হবে ৷ কেউ যদি এই অনলাইল খাবার সরবরাহ অ্য়াপসের উপর নির্ভরশীল থেকে থাকে ? সে কি তবে অভুক্তই থেকে যাবে ?

আরও পড়ুন : ফেবুতে কান্নায় ভেঙে পড়ে শ্রীলেখা জানালেন, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন?

তবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিনেতার এই অনুযোগ নেটাগরিকদের ট্রোলের উপাদেয় হয়ে ওঠে ৷ ইন্ড্রাষ্টির বুম্বা দা'র টুইটের পরিপ্রেক্ষিতে নেটাগরিকরা তাঁকে ট্রোল করার সুযোগ হাতছাড়া করেনি ৷ একজন মজার ছলে লেখেন, "প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা অভিনেতাকে ট্রোল করছেন তাদেরকে ধিক্কার ৷ এটা একটা আন্তর্জাতিক সমস্যা ৷ রাষ্ট্রসংঘের বিষয়টা দেখা উচিৎ ৷"

আরেকজন লেখেন, "ওনাদের এতটাও কাজের অভাব হয়নি ৷" তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিনেতার পাশেও দাঁড়িয়েছেন অনেকে ৷

কলকাতা, 6 নভেম্বর : উৎসবের মরসুম ৷ স্বভাবতই স্থানীয় মানুষ অনলাইল খাবার সরবরাহ সংস্থাগুলোর প্রতি বাড়তি নির্ভরশীল ৷ কালীপুজোর রাতে তেমনই দেশের প্রথমসারির এক অনলাইল খাবার সরবরাহ সংস্থায় নিজের পছন্দমতো খাবার অর্ডার করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ কিন্তু অভিনেতার সেই অভিজ্ঞতা সুখের হয়নি ৷

অনলাইল খাবার সরবরাহ সংস্থার তরফ থেকে খাবার অভিনেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে জানালেও আদপে সেই খাবার অভিনেতার কাছে পৌঁছয়ইনি ৷ ঘটনায় বিক্ষুব্ধ বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মাইক্রোব্লগিং সাইট টুইটারে দৃষ্টি আকর্ষণ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

টুইটারে গোটা ঘটনার কথা জানিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, "আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ এমনটা যে কোনও সময় যে কারও সঙ্গে ঘটতে পারে ৷ কেউ যদি বাড়িতে অতিথিদের জন্য খাবার অর্ডার করে সেই খাবার না পায় তখন কী হবে ৷ কেউ যদি এই অনলাইল খাবার সরবরাহ অ্য়াপসের উপর নির্ভরশীল থেকে থাকে ? সে কি তবে অভুক্তই থেকে যাবে ?

আরও পড়ুন : ফেবুতে কান্নায় ভেঙে পড়ে শ্রীলেখা জানালেন, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন?

তবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিনেতার এই অনুযোগ নেটাগরিকদের ট্রোলের উপাদেয় হয়ে ওঠে ৷ ইন্ড্রাষ্টির বুম্বা দা'র টুইটের পরিপ্রেক্ষিতে নেটাগরিকরা তাঁকে ট্রোল করার সুযোগ হাতছাড়া করেনি ৷ একজন মজার ছলে লেখেন, "প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা অভিনেতাকে ট্রোল করছেন তাদেরকে ধিক্কার ৷ এটা একটা আন্তর্জাতিক সমস্যা ৷ রাষ্ট্রসংঘের বিষয়টা দেখা উচিৎ ৷"

আরেকজন লেখেন, "ওনাদের এতটাও কাজের অভাব হয়নি ৷" তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিনেতার পাশেও দাঁড়িয়েছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.