কলকাতা, 10 অগাস্ট : কলকাতায় গুলিবিদ্ধ এক প্রোমোটার । আক্রান্তের নাম সুশান্ত দাস ৷ বেলেঘাটার মিঞাবাগানের ঘটনা । গুরুতর আহত অবস্থায় ওই প্রোমোটার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । কিছুক্ষণের মধ্যেই তাঁর অস্ত্রোপচার করা হবে । ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার ৷ অভিযুক্ত এখনও পলাতক ৷
মধ্য মিঞাবাগানের 3/1/ 38 বেলেঘাটা মেনরোডে থাকেন পেশায় প্রোমোটার সুশান্ত দাস । স্থানীয়রা জানিয়েছেন, তিনি তৃণমূল ঘনিষ্ঠ । গতরাতে পাড়ায় আড্ডা দিচ্ছিলেন । গভীর রাত পর্যন্ত চলছিল আড্ডা । একে একে অন্যরা বাড়ি চলে যায় । শেষ পর্যন্ত ছিল সুশান্ত ও গুড্ডু শর্মা । সুশান্তের পরিবারের অভিযোগ, আড্ডা স্থান ফাঁকা হয়ে গেলে গুডু খুব কাছ থেকে সুশান্তকে গলায় গুলি করে । সুশান্ত তাঁর পরিবারের লোকজনকে তেমনই জানিয়েছেন ।
সুশান্তর দিদি সুমনা গিরি বলেন, "বাইরে কী হয়েছে বলতে পারব না । রাত 2 টোর কিছুক্ষণ পরে ভাই রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে । আমিও একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম । পারিবারিক এনগেজমেন্টের একটা অনুষ্ঠান ছিল । রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরেই অজ্ঞান হয়ে যায় ভাই । সঙ্গে সঙ্গে ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই । আজ সকালে ভাই বলেছে গুড্ডু গুলি করেছে । শ্বাসনালীর পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে । একটু পরেই অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা । " পুলিশ ইতিমধ্যেই গুড্ডুর খোঁজ শুরু করেছে । যদিও এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি । জানা যায়নি কেন গুড্ডু সুশান্তকে খুনের চেষ্টা করে ।