ETV Bharat / state

জট কাটল বারাসত মেট্রোর, নিউ ব্যারাকপুর পর্যন্ত রেল চলবে মাটির তলায় - Problems dissolved in Barasat Metro, metro will run underneath till New Barrackpore

আজ মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে সবকটি মেট্রো প্রকল্প নিয়ে কথা হয় ৷ বৈঠকের পর নবান্নের তরফে জানানো হয়, বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের জমি নিয়ে কোনও সমস্যা হবে না ৷

জট কাটল বারাসত মেট্রোর, নিউ ব্যারাকপুর পর্যন্ত রেল চলবে মাটির তলায়
author img

By

Published : Jul 19, 2019, 6:21 PM IST

কলকাতা, 19 জুলাই : নবান্নে বৈঠকের পর পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের জট কাটল ৷ বৈঠকের পর নবান্নের তরফে জানানো হয়, বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের জমি নিয়ে কোনও সমস্যা হবে না ৷ তবে রাস্তা চওড়া হওয়ার কারণে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চলবে মাটির তলা দিয়ে ৷

আজ মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে সবকটি মেট্রো প্রকল্প নিয়ে কথা হয় ৷ বিমানবন্দর - গড়িয়া, জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্প রীতিমতো চ্যালেঞ্জের ৷ অপরিসর রাস্তা ছাড়াও জমি সংক্রান্ত সমস্যাও রয়েছে ৷ মাটির উপর দিয়ে মেট্রো চললেও প্রকল্পের কাজ চলার জন্য রাস্তা বন্ধ হবে ৷ একারণেই মাটির তলা দিয়ে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নিউ ব্যারাকপুরের পর থেকে জমির কোনও অংশের কোনও ক্ষতি হবে না ৷ পাশাপাশি বিমানবন্দর থেকে গড়িয়া লাইনে চিংড়িহাটা এলাকায় পিলার বসানোর জন্যও রয়েছে কিছু জমি জটিলতা ৷ সেই জট কাটাতেও আলোচনা করা হয়েছে বৈঠকে ৷

নবান্ন সূত্রে খবর, বিমানবন্দর-গড়িয়া মেট্রো প্রকল্পের জট কাটাতে নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব সুব্রত গুপ্তের নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছেন মুখ্যসচিব । অন্যদিকে, জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্পে মাঝেরহাট পর্যন্ত অনুমোদন আগেই পাওয়া গিয়েছিল । পাশাপাশি পাওয়া গেছে জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত প্রকল্পের অনুমোদনও । এক্ষেত্রেও কিছু জমি জট রয়েছে । তবে, তা কাটাতে দায়িত্ব দেওয়া হয়েছে পৌর কমিশনার খলিল আহমেদকে ।

কলকাতা, 19 জুলাই : নবান্নে বৈঠকের পর পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের জট কাটল ৷ বৈঠকের পর নবান্নের তরফে জানানো হয়, বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের জমি নিয়ে কোনও সমস্যা হবে না ৷ তবে রাস্তা চওড়া হওয়ার কারণে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চলবে মাটির তলা দিয়ে ৷

আজ মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে সবকটি মেট্রো প্রকল্প নিয়ে কথা হয় ৷ বিমানবন্দর - গড়িয়া, জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্প রীতিমতো চ্যালেঞ্জের ৷ অপরিসর রাস্তা ছাড়াও জমি সংক্রান্ত সমস্যাও রয়েছে ৷ মাটির উপর দিয়ে মেট্রো চললেও প্রকল্পের কাজ চলার জন্য রাস্তা বন্ধ হবে ৷ একারণেই মাটির তলা দিয়ে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নিউ ব্যারাকপুরের পর থেকে জমির কোনও অংশের কোনও ক্ষতি হবে না ৷ পাশাপাশি বিমানবন্দর থেকে গড়িয়া লাইনে চিংড়িহাটা এলাকায় পিলার বসানোর জন্যও রয়েছে কিছু জমি জটিলতা ৷ সেই জট কাটাতেও আলোচনা করা হয়েছে বৈঠকে ৷

নবান্ন সূত্রে খবর, বিমানবন্দর-গড়িয়া মেট্রো প্রকল্পের জট কাটাতে নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব সুব্রত গুপ্তের নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছেন মুখ্যসচিব । অন্যদিকে, জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্পে মাঝেরহাট পর্যন্ত অনুমোদন আগেই পাওয়া গিয়েছিল । পাশাপাশি পাওয়া গেছে জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত প্রকল্পের অনুমোদনও । এক্ষেত্রেও কিছু জমি জট রয়েছে । তবে, তা কাটাতে দায়িত্ব দেওয়া হয়েছে পৌর কমিশনার খলিল আহমেদকে ।

Intro:কলকাতা, ১৯ জুলাই: মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক নবান্নের। তাতে কেটে গেলো বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের জট। নবান্নের তরফে জানিয়ে দেওয়া হলো,বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য জমি নিয়ে কোনও সমস্যা হবে না। তবে রাস্তা চওড়া না হওয়ার কারণে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো যেতে হবে মাটির তলা দিয়ে। পাশাপাশি বিমানবন্দর-গড়িয়া, জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের জটিলতাও কাটার পথে।
Body:আজ মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দে এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সবকটি মেট্রো প্রকল্পের জটিলতা নিয়ে কথা হয়। আসলে বারাসাত মেট্রো প্রকল্প রীতিমতো চ্যালেঞ্জের। অপরিসর রাস্তা ছাড়াও জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। মাটির উপর দিয়ে মেট্রো হলে, প্রকল্পের কাজ চলাকালীন রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হবে। আর তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিউ ব্যারাকপুর পর্যন্ত যাবে মাটির তলা দিয়ে। তার পরের অংশের জমি কোন সমস্যা হবে না বলে রাজ্য সরকার আজ মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দিল। পাশাপাশি বিমানবন্দর থেকে গড়িয়া লাইনে চিংড়িঘাটা এলাকায় পিলার বসানোর জন‍্য কিছু জমি জটিলতা রয়েছে। তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
Conclusion:নবান্ন সূত্রে খবর, বিমানবন্দর-গড়িয়া মেট্রো প্রকল্পের জট কাটাতে নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব সুব্রত গুপ্তের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ‍্যসচিব। অন্যদিকে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে মাঝেরহাট পর্যন্ত অনুমোদন আগেই পাওয়া গিয়েছিল। পাশাপাশি পাওয়া গেছে জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত প্রকল্পেরও অনুমোদন। এ ক্ষেত্রেও কিছু জমি জট রয়েছে। সেটা কাটাতে দায়িত্ব দেওয়া হয়েছে পৌর কমিশনার খলিল আহমেদকে। নবান্ন সূত্রে এমন খবরই পাওয়া গেছে।


For All Latest Updates

TAGGED:

Metro
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.