কলকাতা, 29 অগস্ট: বুস্টার ডোজ (COVID Booster Dose) নেওয়ার জন্য সকলকেই প্রায় জোর দেওয়া হচ্ছে। তবে যারা কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাকসিনের (Covaxin) দু'টি ডোজ নিয়েছেন তাঁদের বুস্টার ডোজ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। আর তাতে খুব একটা সমস্যাও দেখা যাচ্ছে না ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে যারা স্পুটনিক ভি নিয়েছে তাঁদের কীহবে ? তবে কি তাদের জন্য প্রয়োজন ক্রস ভ্যাকসিন ? সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্র সরকার।
এই নিয়ে বেকায়দায় পড়েছেন আমজনতা। সোনারপুরের এক বাসিন্দা শমীক ঘোষ বলেন, "গতবছর অগস্ট মাসে আমি একটি বেসরকারি হাসপাতাল থেকে স্পুটনিক ভি-এর দু'টো ডোজই নিয়েছিলাম। কিন্তু এখন বুস্টার ডোজের সময় হয়ে গিয়েছে। কিন্তু কোথাও সেই ভ্যাকসিন মিলছে না। ফলে সমস্যায় পড়েছি। এখন ক্রস ভ্যাকসিনের কথা শুনছি। কিন্তু সেটা যদি নিই তবে পরবর্তীকালে কোনও সমস্যা হবে কি না সেটা বুঝতে পারছি না।"
আরও পড়ুন: বিনামূল্যে বুস্টার ডোজের দেরির জন্যই ভ্যাকসিনের প্রতি অনীহা আমজনতার, মত চিকিৎসকদের
তবে বেশ কিছু সমীক্ষায় দেখা মিলছে ক্রস ভ্যাকসিনের সুবিধা। বরং ক্রস ভ্যাকসিন হলে দেখা যাচ্ছে মানব দেহে অতিরিক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এ বিষয়ে ভ্যাকসিন ট্রায়াল ফেসিলেটর স্নেহেন্দু কোনার জানান, স্পুটনিকের প্রথম ডোজটাই কিন্তু বুস্টার ডোজ হিসাবে দেওয়া হচ্ছিল। কিন্তু এখন তা বাজারে আর মিলছে না। কেন্দ্র সরকার এটা খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে যে তাঁদের ক্ষেত্রে ক্রস ভ্যাকসিন করানোর ভাবনা। আমরা দেখেছি বাইরের দেশে বেশ কিছু গবেষণা হয়েছে এই বিষয়ে। তাতে যথেষ্ঠ ভালো ফল। আমাদের ভারতেও এই পরীক্ষা হয়েছে। তবে আরও এই বিষয় পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন।"