ETV Bharat / state

TET Agitation: টেট উত্তীর্ণদের উপর পুলিশের জুলুম ! প্রতিবাদে পথে নামছে সরকারপন্থী শিক্ষক সংগঠন

author img

By

Published : Oct 22, 2022, 6:29 PM IST

করুণাময়ী কাণ্ডের (Karunamoyee Incident) প্রতিবাদে সরব রাজ্যের সরকারপন্থী শিক্ষক সংগঠন (Pro Government Teachers Association) 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ' ৷ টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভে (TET Agitation) পুলিশের অভিযানের বিরুদ্ধে রবিবার মহামিছিলে হাঁটবেন মঞ্চের সদস্যরা ৷

Pro Government Teachers Association will march to support TET Agitation
TET Agitation: টেট উত্তীর্ণদের উপর পুলিশের জুলুম ! প্রতিবাদে পথে নামছে সরকারপন্থী শিক্ষক সংগঠন

কলকাতা, 22 অক্টোবর: করুণাময়ী কাণ্ডের (Karunamoyee Incident) প্রতিবাদে এবার পথে নামবে রাজ্যের সরকারপন্থী শিক্ষক সংগঠন (Pro Government Teachers Association) 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ' ৷ উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে 2014 সালের টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ (TET Agitation) জোর করে তুলে দেয় পুলিশ ৷ এরপর 2017 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভও তুলে দেওয়া হয় ৷ যা নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি ৷ এই প্রেক্ষাপটেই এবার মাঠে নামছে সরকারপন্থী শিক্ষক সংগঠন ৷ তাদের পক্ষ থেকে রবিবার (23 অক্টোবর, 2022) দুপুর 12টায় শিয়ালদা থেকে ধর্মতলা মোড় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ তাতে যোগ দেবেন সংগঠনের অন্তত 1 হাজার সদস্য ৷

সংগঠনের রাজ্য সভানেত্রী ছবি চাকি দাস হাজরা বলেন, "পুলিশের এই বর্বরোচিত আক্রমণের তীব্র বিরোধিতা করে আগামিকাল আমরা এই মহামিছিলের ডাক দিয়েছি ৷ এঁরা (টেট আন্দোলনকারীরা) অনেকেই আমাদের পরিচিত ৷ আমাদের মতোই শিক্ষক ৷ ন্যায্য দাবির কথা বললে এভাবে যদি পুলিশের মার খেতে হয়, তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই ৷ তাই আমরা এর প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার তীব্র নিন্দা করে মহামিছিলের ডাক দিয়েছি ৷ এই মিছিলে শুধু শিক্ষক-শিক্ষিকারাই নন, সাধারণ নাগরিকরাও অংশগ্রহণ করবেন ৷ এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমাদের অনুরোধ, তাঁরা যেন দ্রুত এই সমস্যার সমাধান করেন ৷ রাস্তায় বসে আন্দোলন করাটা তো কোনও দোষের কাজ নয় ৷ তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন করেই আজ এই জায়গায় পৌঁছেছেন ৷ তাঁদের অসুবিধাগুলি সরকারের কাছে পৌঁছে দিতে হবে ৷ তাই আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন ৷ সমস্যার কথা জানাতে গিয়ে যদি এভাবে পুলিশের অত্যাচার সহ্য করতে হয় এবং মারধর খেতে হয়, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না ৷"

আরও পড়ুন: 'পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে', করুণাময়ীকাণ্ডে অপর্ণা সেনদের প্রতিবাদ প্রসঙ্গে কটাক্ষ বিধানসভার স্পিকারের

পাশাপাশি ছবি আরও বলেন, "আমাদের সংগঠন সরকারপন্থী শিক্ষক সংগঠন ৷ তবে আমরা যে ন্যায্য কথা বলতে পারব না, আমাদের সতীর্থর পাশে দাঁড়াতে পারব না, তেমনটা নয় ৷ ন্যায্য কথা বলার অধিকার সকলের আছে ৷"

কলকাতা, 22 অক্টোবর: করুণাময়ী কাণ্ডের (Karunamoyee Incident) প্রতিবাদে এবার পথে নামবে রাজ্যের সরকারপন্থী শিক্ষক সংগঠন (Pro Government Teachers Association) 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ' ৷ উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে 2014 সালের টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ (TET Agitation) জোর করে তুলে দেয় পুলিশ ৷ এরপর 2017 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভও তুলে দেওয়া হয় ৷ যা নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি ৷ এই প্রেক্ষাপটেই এবার মাঠে নামছে সরকারপন্থী শিক্ষক সংগঠন ৷ তাদের পক্ষ থেকে রবিবার (23 অক্টোবর, 2022) দুপুর 12টায় শিয়ালদা থেকে ধর্মতলা মোড় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ তাতে যোগ দেবেন সংগঠনের অন্তত 1 হাজার সদস্য ৷

সংগঠনের রাজ্য সভানেত্রী ছবি চাকি দাস হাজরা বলেন, "পুলিশের এই বর্বরোচিত আক্রমণের তীব্র বিরোধিতা করে আগামিকাল আমরা এই মহামিছিলের ডাক দিয়েছি ৷ এঁরা (টেট আন্দোলনকারীরা) অনেকেই আমাদের পরিচিত ৷ আমাদের মতোই শিক্ষক ৷ ন্যায্য দাবির কথা বললে এভাবে যদি পুলিশের মার খেতে হয়, তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই ৷ তাই আমরা এর প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার তীব্র নিন্দা করে মহামিছিলের ডাক দিয়েছি ৷ এই মিছিলে শুধু শিক্ষক-শিক্ষিকারাই নন, সাধারণ নাগরিকরাও অংশগ্রহণ করবেন ৷ এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমাদের অনুরোধ, তাঁরা যেন দ্রুত এই সমস্যার সমাধান করেন ৷ রাস্তায় বসে আন্দোলন করাটা তো কোনও দোষের কাজ নয় ৷ তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন করেই আজ এই জায়গায় পৌঁছেছেন ৷ তাঁদের অসুবিধাগুলি সরকারের কাছে পৌঁছে দিতে হবে ৷ তাই আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন ৷ সমস্যার কথা জানাতে গিয়ে যদি এভাবে পুলিশের অত্যাচার সহ্য করতে হয় এবং মারধর খেতে হয়, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না ৷"

আরও পড়ুন: 'পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে', করুণাময়ীকাণ্ডে অপর্ণা সেনদের প্রতিবাদ প্রসঙ্গে কটাক্ষ বিধানসভার স্পিকারের

পাশাপাশি ছবি আরও বলেন, "আমাদের সংগঠন সরকারপন্থী শিক্ষক সংগঠন ৷ তবে আমরা যে ন্যায্য কথা বলতে পারব না, আমাদের সতীর্থর পাশে দাঁড়াতে পারব না, তেমনটা নয় ৷ ন্যায্য কথা বলার অধিকার সকলের আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.