কলকাতা, 10 নভেম্বর : বেসরকারি একটি হাসপাতালে সাড়ে নয় ঘণ্টার মতো ছিলেন এক রোগী । এর জন্য বিল করা হয় 95 হাজার 136 টাকা । এই ঘটনায় ওই বিল থেকে 45 হাজার 136 টাকা ছাড় দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন ।
বেসরকারি এই হাসপাতালটি নিউ আলিপুরে অবস্থিত । এই হাসপাতালে স্ত্রীকে ভরতি করিয়েছিলেন এক ব্যক্তি । সেখানে সাড়ে ন'ঘণ্টার মতো তাঁর স্ত্রী ছিলেন । এর জন্য ওই হাসপাতাল থেকে বিল করা হয় 95,136 টাকা । ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) জানিয়েছে, গত 18 অগাস্ট শেষ রাত 3টা 41 মিনিট নাগাদ এই রোগীকে ওই হাসপাতালে ভরতি করানো হয়েছিল । পরের দিন দুপুর একটা 20 মিনিট নাগাদ এই রোগীর মৃত্যু হয় ।
কমিশন জানিয়েছে, দেখা গিয়েছে, ওই 95,136 টাকার মধ্যে প্যাথলজিক্যাল টেস্টের জন্য 45,659 টাকা নেওয়া হয়েছে । ওষুধের জন্য 21,482 টাকা নেওয়া হয়েছে । কমিশন জানিয়েছে, এই বিল থেকে 50 হাজার টাকা হাসপাতালকে নিতে বলা হয়েছে । বাকি 45,136 টাকা এই রোগীর স্বামী অর্থাৎ অভিযোগকারীকে ফেরত দিতে বলা হয়েছে ।
এ দিকে, বেসরকারি হাসপাতালে অতিরিক্ত বিল সংক্রান্ত অন্য একটি অভিযোগের ঘটনায় 12,260 টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন । বেসরকারি এই হাসপাতালটি বেলেঘাটা অঞ্চলে অবস্থিত । কমিশন জানিয়েছে, এক রোগীর চিকিৎসার খরচ হিসাবে ওই হাসপাতালে বিল করা হয় 43,629 টাকা । এই বিল থেকে 12,260 টাকা বেসরকারি ওই হাসপাতালকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ।
কমিশনে দায়ের হওয়া অন্য আর একটি অভিযোগে দুর্গাপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে ভাষাগত সমস্যার কারণে অভিযোগ জানানো হয়েছে । কমিশন জানিয়েছে, এই অভিযোগে জানানো হয়েছে, রোগী হিন্দিভাষী ছিলেন । এই অভিযোগের শুনানিতে কমিশন জানিয়েছে, ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে । এর জন্য বেসরকারি ওই হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে । ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য বেসরকারি ওই হাসপাতালকে কমিশন সতর্ক করে দিয়েছে বলেও জানানো হয়েছে ।