কলকাতা, 27 এপ্রিল : বেসরকারি হাসপাতালগুলিতে 18 বছরের বেশি বয়সিদের কীভাবে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে, সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় । এই বিষয়ে সোমবার স্বাস্থ্য দফতরের সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির বৈঠক হয় ৷
এদিন বৈঠকের পর বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইণ্ডিয়া-র সভাপতি রূপক বড়ুয়া জানিয়েছেন, আগামী 1 মে থেকে 18 বছরের বেশি বয়সিদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে । স্বাস্থ্য দফতর জানিয়েছে, 18 বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে । তবে, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে স্বাস্থ্য দফতর । তবে এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি ৷
আরও পড়ুন : করোনার গুঁতোয় ভিড় দেখলেই পিছু হঠছেন নেতা
রূপক বড়ুয়া আরও বলেন, "এ দিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয় এখনও স্পষ্ট হয়নি । কীভাবে ভ্যাকসিন আসবে, ইতিমধ্যেই যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ তাঁদের কীভাবে দেওয়া হবে । এই সব বিভিন্ন বিষয় স্বাস্থ্য দফতরের কাছে আমরা জানতে চেয়েছি ।" কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জেনে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে এই সব বিষয়গুলি বেসরকারি হাসপাতালগুলিকে জানানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ।