ভাড়া বাড়েনি, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি - private bus owners organizations demanding fare hike
বেসরকারি বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি । অভিযোগ রাজ্যের বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনগুলির । তাই এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে তারা ।
কলকাতা, 20 জুলাই : লাগাতার আর্জি জানানোর পর বিদ্যাসাগর সেতুতে বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রে টোল নেওয়া বন্ধ থাকলেও ফের তা চালু হল । এছাড়াও বেসরকারি বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ । এর পাশাপাশি আরও কয়েকটি দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে বিভিন্ন বেসরকারি বাস সংগঠন ।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "29 মার্চ থেকে বিভিন্ন বিষয়ে আমরা কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারকেও লাগাতার চিঠি দিয়ে আসছি । এরপর কেন্দ্রীয় সরকার রাজ্যের পরিবহনমন্ত্রীকে ভাড়া বৃদ্ধি সহ সংগঠনের বাকি দাবিগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন । তাই কেন্দ্রীয় সরকারকে বাস সংগঠনগুলির তরফে আমরা ধন্যবাদ জানাই ।" তিনি আরও বলেন, "তবে কেন্দ্রীয় সরকারের হাতে যে বিষয়গুলি আছে সেগুলির দিকে নজর দিলে বাস মালিকরা সত্যি উপকৃত হবেন ।"
লকডাউন পরবর্তী পর্যায়ে বিস্তর টালবাহানার পর ফের রাস্তায় নেমেছে বেসরকারি বাস । একদিকে ভাড়া বাড়েনি আর অন্যদিকে যাত্রীর অভাব । এই দুইয়ের জেরে লোকসান হচ্ছে বাস মালিকদের । তার উপর দাম বেড়েছে পেট্রল ও ডিজ়েলের । এর ফলে বাস চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে বলে মত মালিকদের । তাই ভাড়াবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে সিদ্ধান্তে আসার আর্জি জানিয়েছে তারা ।