ETV Bharat / state

ডিপোয় আটকে পড়া কর্মীদের সাহায্য বাস মালিকদের

author img

By

Published : Apr 4, 2020, 12:07 AM IST

কোরোনা সংক্রমণের সঙ্গে যুঝতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে । এতে বেসরকারি বাসের সঙ্গে যুক্ত অনেকেই কলকাতায় আটকে পড়েছে । তাদের সাহায্যে এগিয়ে এলেন বাস মালিকরা ।

ডিপোয় আটকে পড়া শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ালো বাস মালিকরা
ডিপোয় আটকে পড়া শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ালো বাস মালিকরা

কলকাতা, 3 এপ্রিল: কেউ ভিনরাজ্যের । কারও বাড়ি আবার শহরতলি বা গ্রামাঞ্চলে । লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারেননি বেসরকারি বাসের একাধিক কর্মী । আটকে পড়া সেইসব কর্মীদের পাশে দাঁড়ালেন বাস মালিকরা । আর্থিক সাহায্য ছাড়াও তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী ।

কোরোনা সংক্রমণের সঙ্গে যুঝতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে । এতে বেসরকারি বাসের সঙ্গে যুক্ত শহরতলি বা গ্রামাঞ্চলের অনেকেই কলকাতায় আটকে পড়েছে । অনেকে আবার ভিনরাজ্যের বাসিন্দা । বিভিন্ন বাস ডিপোতে আটকে রয়েছেন তাঁরা । বিপদে পড়া সেইসব কর্মীদের সাহায্যে এগিয়ে এলেন বাস মালিকরা । আজ বিভিন্ন ডিপোতে আটকে পড়া ওই শ্রমিকদের হাতে চাল-ডাল ও শাক-সবজি তুলে দেওয়া হয় । অনেকে আবার আর্থিক সাহায্যও করেছে ।

এই বিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহ সম্পাদক টিটু সাহা বলেন, "প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট আবার কবে চালু হবে তা নিয়ে আমরা নিশ্চিত নই । তাই এই অবস্থায় মালিকরা ব্যক্তিগতভাবে নিজেদের সাধ্যমতো শ্রমিকদের সাহায্য করার চেষ্টা করছেন । কোথাও আবার সিন্ডিকেটগুলিও শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছে । তাই আমাদের সংগঠনের তরফে সবকটি বাস রুটের মালিকদের সেই রুটের শ্রমিকদের সাহায্য করার আর্জি জানাচ্ছি ।"

তিনি আরও জানান যে, বেশ কয়েকটি বাস রুটের কর্মীদের হাতে অর্থ তুলে দেওয়া হয়েছে । এছাড়াও রেশন ও শাক-সবজিও দেওয়া হয়েছে ।

কলকাতা, 3 এপ্রিল: কেউ ভিনরাজ্যের । কারও বাড়ি আবার শহরতলি বা গ্রামাঞ্চলে । লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারেননি বেসরকারি বাসের একাধিক কর্মী । আটকে পড়া সেইসব কর্মীদের পাশে দাঁড়ালেন বাস মালিকরা । আর্থিক সাহায্য ছাড়াও তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী ।

কোরোনা সংক্রমণের সঙ্গে যুঝতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে । এতে বেসরকারি বাসের সঙ্গে যুক্ত শহরতলি বা গ্রামাঞ্চলের অনেকেই কলকাতায় আটকে পড়েছে । অনেকে আবার ভিনরাজ্যের বাসিন্দা । বিভিন্ন বাস ডিপোতে আটকে রয়েছেন তাঁরা । বিপদে পড়া সেইসব কর্মীদের সাহায্যে এগিয়ে এলেন বাস মালিকরা । আজ বিভিন্ন ডিপোতে আটকে পড়া ওই শ্রমিকদের হাতে চাল-ডাল ও শাক-সবজি তুলে দেওয়া হয় । অনেকে আবার আর্থিক সাহায্যও করেছে ।

এই বিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহ সম্পাদক টিটু সাহা বলেন, "প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট আবার কবে চালু হবে তা নিয়ে আমরা নিশ্চিত নই । তাই এই অবস্থায় মালিকরা ব্যক্তিগতভাবে নিজেদের সাধ্যমতো শ্রমিকদের সাহায্য করার চেষ্টা করছেন । কোথাও আবার সিন্ডিকেটগুলিও শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছে । তাই আমাদের সংগঠনের তরফে সবকটি বাস রুটের মালিকদের সেই রুটের শ্রমিকদের সাহায্য করার আর্জি জানাচ্ছি ।"

তিনি আরও জানান যে, বেশ কয়েকটি বাস রুটের কর্মীদের হাতে অর্থ তুলে দেওয়া হয়েছে । এছাড়াও রেশন ও শাক-সবজিও দেওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.