ETV Bharat / state

ভাড়া বাড়ানোর দাবিতে পথে 6টি বাস শ্রমিক সংগঠন - কলকাতায় বাসের ভাড়া

দূরত্ব অনুযায়ী নতুন ভাড়াক্রম তৈরির দাবিও তুলেছে বাস শ্রমিক সংগঠগুলি ৷ সংগঠনগুলির দাবি, 0-4 কিলোমিটার পর্যন্ত 9 টাকা, 4-8 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 8-12 কিলোমিটার পর্যন্ত 11 টাকা ও 12- 16 কিলোমিটার পর্যন্ত 12 টাকা ধার্য করা হোক ।

bus
বাস
author img

By

Published : Feb 6, 2020, 5:47 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বাসের ভাড়া বৃদ্ধিসহ একাধিক দাবি নিয়ে পথে নামল ছয়টি বাস শ্রমিক সংগঠন ৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ছাড়াও আরও পাঁচটি সংগঠন পথে নামে ৷ বাস শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, পেট্রল, ডিজ়েলের দাম বেড়েছে ৷ বেড়েছে বাস চালানোর খরচও ৷ কিন্তু সেই হারে বাসের ভাড়া বাড়েনি ৷ ফলে বাস শ্রমিকরা বিপাকে পড়েছেন ৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহসম্পাদক টিটু সাহা বলেন, "কেন্দ্রীয় সরকার ডিজ়েলের উপর স্থায়ীভাবে সেস বৃদ্ধি করেছে ৷ দাম বেড়েছে যন্ত্রাংশেরও ৷ ফলে বাস চালানোর খরচ বেড়েছে ৷ অথচ ভাড়া বাড়ানো হয়নি ৷" দূরত্ব অনুযায়ী নতুন ভাড়াক্রম তৈরির দাবিও তুলেছে বাস শ্রমিক সংগঠগুলি ৷ সংগঠনগুলির দাবি, 0-4 কিলোমিটার পর্যন্ত 9 টাকা, 4-8 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 8-12 কিলোমিটার পর্যন্ত 11 টাকা ও 12- 16 কিলোমিটার পর্যন্ত 12 টাকা ধার্য করা হোক ।

Bus fare hike
ভাড়া বাড়ানোর দাবিতে বাস শ্রমিকদের মিছিল

টিটু সাহা জানান, ভাড়া বাড়ানোর দাবি তাঁরা রাজ্য পরিবহন দপ্তরের কাছে রেখেছেন ৷ পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন ও শ্রমিকদের সুবিধে-অসুবিধের দিকটিও মন্ত্রীর কাছে তুলে ধরবেন ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বাসের ভাড়া বৃদ্ধিসহ একাধিক দাবি নিয়ে পথে নামল ছয়টি বাস শ্রমিক সংগঠন ৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ছাড়াও আরও পাঁচটি সংগঠন পথে নামে ৷ বাস শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, পেট্রল, ডিজ়েলের দাম বেড়েছে ৷ বেড়েছে বাস চালানোর খরচও ৷ কিন্তু সেই হারে বাসের ভাড়া বাড়েনি ৷ ফলে বাস শ্রমিকরা বিপাকে পড়েছেন ৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহসম্পাদক টিটু সাহা বলেন, "কেন্দ্রীয় সরকার ডিজ়েলের উপর স্থায়ীভাবে সেস বৃদ্ধি করেছে ৷ দাম বেড়েছে যন্ত্রাংশেরও ৷ ফলে বাস চালানোর খরচ বেড়েছে ৷ অথচ ভাড়া বাড়ানো হয়নি ৷" দূরত্ব অনুযায়ী নতুন ভাড়াক্রম তৈরির দাবিও তুলেছে বাস শ্রমিক সংগঠগুলি ৷ সংগঠনগুলির দাবি, 0-4 কিলোমিটার পর্যন্ত 9 টাকা, 4-8 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 8-12 কিলোমিটার পর্যন্ত 11 টাকা ও 12- 16 কিলোমিটার পর্যন্ত 12 টাকা ধার্য করা হোক ।

Bus fare hike
ভাড়া বাড়ানোর দাবিতে বাস শ্রমিকদের মিছিল

টিটু সাহা জানান, ভাড়া বাড়ানোর দাবি তাঁরা রাজ্য পরিবহন দপ্তরের কাছে রেখেছেন ৷ পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন ও শ্রমিকদের সুবিধে-অসুবিধের দিকটিও মন্ত্রীর কাছে তুলে ধরবেন ৷

Intro:ভাড়া বৃদ্ধি, অনৈতিকভাবে ইন্সুরেনের প্রিমিয়াম বৃদ্ধি সহ একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ও আরও কয়েকটি বাস ইউনিয়ন পথে নামে। JCBS ছাড়াও আরও 5টি বাস সংগঠন অংশগ্রহণ করে এই মিছিলে। আজ প্রায় 330 জন এই মিছিলে অংশগ্রহণ করেন।


Body:জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের এসিস্টেন্ট সেক্রেটারি টিটু সাহা বলেন, "কেন্দ্রীয় সরকারের ডিজেলের ওপর স্থায়ীভাবে সেস বৃদ্ধি, যন্ত্রাংশের উপর অস্বাভাবিক বৃদ্ধি, IRDA এর একতরফা ইন্সুরেন্স প্রিমিয়াম বৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া বৃদ্ধির দাবিতে আজ কাউন্সিলর সিন্ডিকেট সহ আরও অন্যান্য ইউনিয়ন ইউনিয়ন গুলি একটি মিছিল করি।"

তিনি আরও বলেন যে আজ পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম আমাদের আশ্বস্ত করেন যে তিনি বিষয়টি নিয়ে পরিবহন মন্ত্রী সুভেন্দু অধকারীর সঙ্গে বৈঠক করবেন।

ভাড়া বৃদ্ধির দাবিতে বাস সংগঠনগুলি স্ল্যাব করার কথা বলেছেন। ভাড়া বৃদ্ধির বিষয় তাঁদের দাবি হল 0-4 কিমি পর্যন্ত 9 টাকা ভাড়া করা হোক, 4-8 কিমি 10 টাকা, 8-12 কিমি 11 টাকা ও 12- 16কিমি পর্যন্ত 12 টাকা।



Conclusion:বুধবার বেলা 1টার সময় লেনিন সরণিতে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অফিস থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত চলে বিক্ষোভ মিছিলটি। বাস মালিক, অন্যান্য পরিবহন কর্মী ও পণ্য পরিবহনের মালিকরা অংশগ্রহণ করেন এই মিছিলে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.