কলকাতা , 24 জানুয়ারি : ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভে শামিল হতে চলেছে রাজ্যের একাধিক বাস সংগঠন । আগামী মাসে 3 দিন ধরে চলবে এই বিক্ষোভ কর্মসূচি । কেন্দ্রীয় সরকারের অনৈতিকভাবে ডিজ়েল ও পেট্রলের দাম বৃদ্ধি ও গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে থার্ড পার্টি বিমা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া বৃদ্ধি করার দাবিতেই বিক্ষোভে যোগ দেবে সংগঠনগুলি ৷
সিটি সুবার্বান বাস সিন্ডিকেটর সভাপতি টিটু সাহা বলেন, " মোটর ভেহিকেলসের অনৈতিকভাবে ফি বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে 5, 6 ও 7 ফেব্রুয়ারি ধর্মতলার ওয়াই চ্যানেলে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে বিক্ষোভ ।" রাজ্যের একাধিক বাস সংগঠন যেমন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ইনট্রা ও ইন্টার রিজিয়ান বাস ওনারস অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটরস অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপেইটর্স অ্যাসোসিয়েশন এই বিক্ষোভে শামিল হবে ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন, "2018 সালে শেষ বারের মতো বাসের ভাড়া 1 টাকা বেড়েছিল । তারপর কেন্দ্রীয় সরকার বারবার জ্বালানির দাম বাড়িয়েছে । তাই তারসঙ্গে সামঞ্জস্য রেখে যদি বাসের ভাড়া বাড়ানো না হয় , তাহলে বাস মালিকদের পক্ষে বাস চালানো অসম্ভব হয়ে পড়বে । "