ETV Bharat / state

অর্ণব দামের দেখানো পথে হেঁটেই ইতিহাস তৈরির মুখে দীপক - Saltlake

অর্ণব দামের দেখানো পথে এবার NET (National Eligibility Test)-এ বসতে চলেছেন দীপক কুমার । তিনি মাওবাদীদের অস্ত্র সরবরাহের ঘটনায় অভিযুক্ত । আগামীকাল সল্টলেকের গীতবিতানে তিনি NET পরীক্ষা দিলে তৈরি হবে আবার ইতিহাস । রাজ্যে এই প্রথম কোনও বন্দি বসবেন NET-এ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 24, 2019, 9:14 PM IST

কলকাতা, 24 জুন : বন্দুক ছেড়ে অর্ণব দাম তুলে নিয়েছিলেন কলম । জেলে বসেই তৈরি করেছিলেন ইতিহাস । SET (State Eligibility Test) পাশ করার পর অর্ণব এখন আদালতের নির্দেশে মুক্ত । হতে চান মানুষ গড়ার কারিগর । SET-এর পর তাঁর পরবর্তী পদক্ষেপ এখন গবেষণা । প্রস্তুতি নিচ্ছেন PhD-র । আর অর্ণবের দেখানো পথেই এবার NET (National Eligibility Test)-এ বসতে চলেছেন দীপক কুমার । তিনি মাওবাদীদের অস্ত্র সরবরাহের ঘটনায় অভিযুক্ত । আগামীকাল সল্টলেকের গীতবিতানে তাঁর NET পরীক্ষা দেওয়ার কথা । আর সেটা হলে তৈরি হবে আবার ইতিহাস । রাজ্যে এই প্রথম কোনও বন্দি বসবেন NET-এ ।

সেটাও ছিল এক মঙ্গলবার । ২০১৮ সাল । প্রথম বন্দী হিসেবে অর্ণবের বসার কথা ছিল NET পরীক্ষায় । অভিযোগ ওঠে, সকাল সাড়ে ন'টা থেকে পরীক্ষা শুরু হলেও, সেদিন অর্ণবকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মাত্র পাঁচ মিনিট আগে । তাই পরীক্ষায় সেদিন আর তাঁর বসা হয়নি । তৈরি হয়নি ইতিহাসও । ঘটনায়, প্রশাসনিক গাফিলতির অভিযোগ তোলেন অর্ণব । আলিপুর জেলেই শুরু করেন অনশন । এবার দীপকেরও পরীক্ষাকেন্দ্র গীতবিতান । APDR-এর রঞ্জিত সুরের আশা, এবার আর নিশ্চয়ই আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না । তিনি বলেন, "গতবার এই কেন্দ্রেই সিট পড়েছিল অর্ণব দামের । যদিও শেষপর্যন্ত অর্ণব NET পরীক্ষা দিতে পারেননি । পুলিশ দেরি করে কেন্দ্রে আনায় কর্তৃপক্ষ তাঁকে ঢুকতে দেয়নি । এবারও বহু টালবাহানার পর দীপক কুমার পরীক্ষার ফর্ম ভরতে পেরেছেন । তাই আশঙ্কা একটা থেকেই যাচ্ছে ।"

২০১২ সালে মাওবাদীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছিলেন দীপক । আদতে তিনি ছত্তিশগড়ের বাসিন্দা । বয়স 49 । একটা সময় চাকরি করতেন ভিলাই স্টিল প্ল্যান্টে । গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলই ঠিকানা তাঁর । একটা সময় ছিলেন প্রেসিডেন্সি জেলে । ২০১৫-র জুলাই মাসের শেষ দিকে অভিযোগ ওঠে, ডাকাতিতে অভিযুক্ত শামিম নামে এক বন্দীর সঙ্গে মিলে জেল থেকে পালানোর ছক কষছেন দীপক কুমার । কারারক্ষীদের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় শামিম । জেরার মুখে সে স্বীকার করে, তার সঙ্গে মাওবাদী সন্দেহে ধৃত দীপক কুমারেরও পালানোর কথা ছিল । তারপর থেকে আর কোনও অভিযোগ ওঠেনি তাঁর নামে । জানা যায়, দমদম জেলে স্থানান্তরিত করার পর থেকেই পড়াশোনায় মন দেন দীপক । ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে MA পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম শ্রেণিতে । এখন হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করছেন । এরই মাঝে চাইছেন অধ্যাপনা করতে । তাই এখন NET দেওয়া ।

কলকাতা, 24 জুন : বন্দুক ছেড়ে অর্ণব দাম তুলে নিয়েছিলেন কলম । জেলে বসেই তৈরি করেছিলেন ইতিহাস । SET (State Eligibility Test) পাশ করার পর অর্ণব এখন আদালতের নির্দেশে মুক্ত । হতে চান মানুষ গড়ার কারিগর । SET-এর পর তাঁর পরবর্তী পদক্ষেপ এখন গবেষণা । প্রস্তুতি নিচ্ছেন PhD-র । আর অর্ণবের দেখানো পথেই এবার NET (National Eligibility Test)-এ বসতে চলেছেন দীপক কুমার । তিনি মাওবাদীদের অস্ত্র সরবরাহের ঘটনায় অভিযুক্ত । আগামীকাল সল্টলেকের গীতবিতানে তাঁর NET পরীক্ষা দেওয়ার কথা । আর সেটা হলে তৈরি হবে আবার ইতিহাস । রাজ্যে এই প্রথম কোনও বন্দি বসবেন NET-এ ।

সেটাও ছিল এক মঙ্গলবার । ২০১৮ সাল । প্রথম বন্দী হিসেবে অর্ণবের বসার কথা ছিল NET পরীক্ষায় । অভিযোগ ওঠে, সকাল সাড়ে ন'টা থেকে পরীক্ষা শুরু হলেও, সেদিন অর্ণবকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মাত্র পাঁচ মিনিট আগে । তাই পরীক্ষায় সেদিন আর তাঁর বসা হয়নি । তৈরি হয়নি ইতিহাসও । ঘটনায়, প্রশাসনিক গাফিলতির অভিযোগ তোলেন অর্ণব । আলিপুর জেলেই শুরু করেন অনশন । এবার দীপকেরও পরীক্ষাকেন্দ্র গীতবিতান । APDR-এর রঞ্জিত সুরের আশা, এবার আর নিশ্চয়ই আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না । তিনি বলেন, "গতবার এই কেন্দ্রেই সিট পড়েছিল অর্ণব দামের । যদিও শেষপর্যন্ত অর্ণব NET পরীক্ষা দিতে পারেননি । পুলিশ দেরি করে কেন্দ্রে আনায় কর্তৃপক্ষ তাঁকে ঢুকতে দেয়নি । এবারও বহু টালবাহানার পর দীপক কুমার পরীক্ষার ফর্ম ভরতে পেরেছেন । তাই আশঙ্কা একটা থেকেই যাচ্ছে ।"

২০১২ সালে মাওবাদীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছিলেন দীপক । আদতে তিনি ছত্তিশগড়ের বাসিন্দা । বয়স 49 । একটা সময় চাকরি করতেন ভিলাই স্টিল প্ল্যান্টে । গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলই ঠিকানা তাঁর । একটা সময় ছিলেন প্রেসিডেন্সি জেলে । ২০১৫-র জুলাই মাসের শেষ দিকে অভিযোগ ওঠে, ডাকাতিতে অভিযুক্ত শামিম নামে এক বন্দীর সঙ্গে মিলে জেল থেকে পালানোর ছক কষছেন দীপক কুমার । কারারক্ষীদের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় শামিম । জেরার মুখে সে স্বীকার করে, তার সঙ্গে মাওবাদী সন্দেহে ধৃত দীপক কুমারেরও পালানোর কথা ছিল । তারপর থেকে আর কোনও অভিযোগ ওঠেনি তাঁর নামে । জানা যায়, দমদম জেলে স্থানান্তরিত করার পর থেকেই পড়াশোনায় মন দেন দীপক । ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে MA পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম শ্রেণিতে । এখন হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করছেন । এরই মাঝে চাইছেন অধ্যাপনা করতে । তাই এখন NET দেওয়া ।

Intro:কলকাতা, ২৪ জুন: বন্দুক ছেড়ে অর্ণব দাম তুলে নিয়েছিলেন কলম। জেলের অন্ধ কুঠুরিতে বসে তৈরি করেছিলেন ইতিহাস। SET পাশ করে অর্ণব এখন আদালতের নির্দেশে মুক্ত। তিনি এখন হয়ে উঠতে চাইছেন মানুষ গড়ার কারিগর। প্রস্তুতি নিচ্ছেন PhD র। অর্নবের দেখানো পথেই এবার NET এ বসতে চলেছেন মাওবাদীদের অস্ত্র সরবরাহের অভিযোগে অভিযুক্ত দীপক কুমার। আগামীকাল সল্টলেকের গীতবিতানে তার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা দেওয়ার কথা। আর সেটা হলে লেখা হবে নতুন ইতিহাস। এই প্রথম কোন বন্দি বসবেন NET এ।Body:সেটাও ছিল এক মঙ্গলবার। ২০১৮সাল। অর্ণব দামের ছিল দুচোখ ভরা স্বপ্ন। প্রথম বন্দী হিসেবে বসবেন NET পরীক্ষায়। অভিযোগ, সেদিন সকাল সাড়ে নটা থেকে পরীক্ষা শুরু হলেও, অর্ণবকে পরীক্ষাকেন্দ্রে আনা হয় মাত্র পাঁচ মিনিট আগে। পরীক্ষায় আর বসা হয়নি তাঁর ।ঘটনায়, প্রশাসনিক গাফিলতির অভিযোগ তোলেন ওই প্রাক্তন মাওবাদী নেতা। আলিপুর জেলেই শুরু করেন অনশন। এ বার দীপকেরও পরীক্ষাকেন্দ্র গীতবিতান। APDR এর রঞ্জিত সুরের আশা, এবার আর নিশ্চয়ই আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, “ গতবার এই কেন্দ্রেই সীট পড়েছিল বন্দি অর্নব দামের। যদিও শেষপর্যন্ত অর্ণব NET পরীক্ষা দিতে পারেননি। পুলিশ দেরি করে কেন্দ্রে আনায় কর্তৃপক্ষ তাঁকে ঢুকতে দেয়নি। এবারও বহু টালবাহানারপর দীপককুমার পরীক্ষার ফর্ম ভরতে পেরেছেন। তাই আশঙ্কা একটা থেকেই যাচ্ছে শেষ পর্যন্ত পারবে তো দীপক কুমার নেট দিতে? তৈরি হবে নতুন ইতিহাস?"
Conclusion:২০১২ সাল। মাওবাদীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছিলেন দীপক। আদতে তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। এখন বয়স ৪৯। একটা সময় চাকরি করতেন ভিলাই স্টিল প্ল্যান্টে। গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলই ঠিকানা তাঁর। একটা সময় ছিলেন প্রেসিডেন্সি জেলে।‌ সেটা ২০১৫। সে বছর জুলাই মাসের শেষ দিকে অভিযোগ ওঠে ডাকাতিতে অভিযুক্ত শামিম নামে এক বন্দীর সঙ্গে মিলে জেল পালানোর এক কষছেন দীপক কুমার। কারা রক্ষীদের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় শামিম। জেরার মুখে সে স্বীকার করে, তার সঙ্গে মাওবাদী সন্দেহে ধৃত দীপক কুমারেরও পালানোর কথা ছিল। তারপর থেকে আর কোন অভিযোগ ওঠেনি তাঁর নামে। সূত্র জানাচ্ছে, দমদম জেলে স্থানান্তরিত করার পর থেকেই পড়াশোনায় মন দেন দীপক। ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে MA পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এখন হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর স্তরে পড়ছেন। এরই মাঝে চাইছেন অধ্যাপনা করতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.