ETV Bharat / state

সুস্থ ভারতের প্রতি নার্সদের কর্তব্যবোধ দৃষ্টান্তমূলক, আন্তর্জাতিক নার্স দিবসে টুইট প্রধানমন্ত্রীর

author img

By

Published : May 12, 2021, 2:13 PM IST

নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন । তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে ।

নার্স দিবসে টুইট প্রধানমন্ত্রীর
নার্স দিবসে টুইট প্রধানমন্ত্রীর

কলকাতা, 12 মে :আজ 12 মে, আন্তর্জাতিক নার্স দিবস ৷ সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি পালন করে বিশ্ব । আজকের দিনে নার্সদের টুইট করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আন্তর্জাতিক নার্স দিবস এমন একটি দিন, যেদিন কঠিন পরিশ্রম করা নার্সদের শ্রদ্ধা জানানো হয় ৷ তাঁরাই এখন কোভিড -19 -এ প্যানডেমিকে সামনের সারির যোদ্ধা ৷ সুস্থ ভারতের প্রতি তাদের কর্তব্যবোধ, মমত্ববোধ এবং প্রতিশ্রুতি দৃষ্টান্তমূলক ।’’

  • International Nurses Day is a day to express gratitude to the hardworking nursing staff, who is at the forefront of fighting COVID-19. Their sense of duty, compassion and commitment towards a healthy India is exemplary.

    — Narendra Modi (@narendramodi) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন । তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে । সরকার ও স্বশাসিত সংস্থাগুলি প্রতি বছর চেষ্টা করে নার্সিং পরিষেবার আরও বিকাশ ঘটাতে । প্রতিটি দেশ নিজের নিজের মত করে পালন করে এই দিনটি । ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এদিন যেমন মোমবাতি জ্বালানো হয় । আমেরিকায় একটি দিন নয়, নার্সদের উদ্দেশে নিবেদিত হয় একটা গোটা সপ্তাহ ।

কলকাতা, 12 মে :আজ 12 মে, আন্তর্জাতিক নার্স দিবস ৷ সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি পালন করে বিশ্ব । আজকের দিনে নার্সদের টুইট করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আন্তর্জাতিক নার্স দিবস এমন একটি দিন, যেদিন কঠিন পরিশ্রম করা নার্সদের শ্রদ্ধা জানানো হয় ৷ তাঁরাই এখন কোভিড -19 -এ প্যানডেমিকে সামনের সারির যোদ্ধা ৷ সুস্থ ভারতের প্রতি তাদের কর্তব্যবোধ, মমত্ববোধ এবং প্রতিশ্রুতি দৃষ্টান্তমূলক ।’’

  • International Nurses Day is a day to express gratitude to the hardworking nursing staff, who is at the forefront of fighting COVID-19. Their sense of duty, compassion and commitment towards a healthy India is exemplary.

    — Narendra Modi (@narendramodi) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন । তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে । সরকার ও স্বশাসিত সংস্থাগুলি প্রতি বছর চেষ্টা করে নার্সিং পরিষেবার আরও বিকাশ ঘটাতে । প্রতিটি দেশ নিজের নিজের মত করে পালন করে এই দিনটি । ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এদিন যেমন মোমবাতি জ্বালানো হয় । আমেরিকায় একটি দিন নয়, নার্সদের উদ্দেশে নিবেদিত হয় একটা গোটা সপ্তাহ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.