কলকাতা, 26 সেপ্টেম্বর : তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু, তারপর এক বছরের বেশি কেটে গেলেও থমকে ছিল প্রাথমিক TET-এর নিয়োগ ৷ তাতে ক্ষুব্ধ বিচারপতি আজ প্রাথমিক শিক্ষা সংসদের সচিব রত্না চক্রবর্তী বাগচিকে আদালতে হাজিরা দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ আর তার আগেরদিনই সক্রিয় হল সংসদ ৷ 2014 সালের প্রাথমিক TET-এর ভুল প্রশ্ন মামলায় 175 জন আবেদনকারীর OMR শিটের পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করল তারা ৷
2014 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 2015 সালের 11 অক্টোবর প্রাথমিক TET-এর পরীক্ষা হয়েছিল ৷ কিন্তু, ওই পরীক্ষায় বাংলার একটি ও সাইকোলজির পাঁচটি প্রশ্নের উত্তর OMR শিটে ভুল দেওয়া ছিল বলে হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ এরপর গত বছরের 3 অক্টোবর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দেন, 6টি প্রশ্নের উত্তর ভুল ছিল ৷ যে প্রার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের পুরো নম্বর দিতে হবে ও যোগ্য বিবেচিত হলে নিয়ম মেনে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে ৷ পরে সেই রায়ের বিরুদ্ধে রাজ্যের তরফে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানানো হয় ৷ পরে সুপ্রিম কোর্ট ঘুরে মামলাটি ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আসে ৷ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ ৷ খারিজ করে দেওয়া হয় রাজ্যের আর্জি ৷ এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় টালবাহানার অভিযোগ তুলে ফের হাইকোর্টে যান চাকরিপ্রার্থীরা ৷ প্রাথমিক শিক্ষা সংসদ হাইকোর্টের রায় মানছে না বলে দাবি করেন তাঁরা ৷ চলতি বছরের 14 অগাস্ট প্রাইমারি শিক্ষা পর্ষদের সচিবের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ৷ হাইকোর্টের নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে রুল জারি করে 19 সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত ৷ সেদিন হাইকোর্টে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা সংসদের সচিব ৷ আজ (26 সেপ্টেম্বর) তাঁকে আদালতে হাজিরা দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷ জানাতে বলেছিলেন, কীভাবে কাজ করছে সংসদ ৷
এই সংক্রান্ত আরও খবর : প্রাথমিক TET-এর ভুল প্রশ্ন মামলায় দ্রুত নিয়োগের নির্দেশ হাইকোর্টের
এরপর গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে ফলাফল প্রকাশের বিষয়ে জানায় সংসদ ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "প্রশ্নের উত্তর ভুল মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের 2018 সালের 3 অক্টোবরের নির্দেশ মেনে 2014 সালের টিচার এলিজিবিলিটি টেস্ট (TET),যার পরীক্ষা 2015 সালের 11 অক্টোবর হয়েছিল, তার সঙ্গে যুক্ত 175 জন মামলাকারী পরীক্ষার্থীর OMR শিট পূনর্মূল্যায়ন করে ফলাফল সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হল ।" সন্ধ্যা সাড়ে সাতটা থেকেই ফল জানার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে । শীঘ্রই উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনের বিষয়ে নিয়ম মেনে বিজ্ঞপ্তি জারি করে হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে ৷