ETV Bharat / state

দেশে যোগ্য সরকার থাকায় নিঃসংশয়ে রায় শীর্ষ আদালতের, মন্তব্য দিলীপের - dilip ghosh press meet

"আমাদের দলের সর্বভারতীয় নের্তৃত্ব সবাই এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে BJP-র তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে ৷ সেই সঙ্গে মন্দির নির্মাণের জন্য যে হাজার হাজার মানুষ বলিদান দিয়েছেন তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি ৷ আমরা আশা করব রাম মন্দির নির্মাণ নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল সেই আশা পূরণ হবে ৷" সাংবাদিক বৈঠকে বললেন দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ
author img

By

Published : Nov 10, 2019, 5:33 AM IST

Updated : Nov 10, 2019, 6:18 AM IST

কলকতা, 10 নভেম্বর: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ । সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। শত শত রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য লড়াই করেছেন । স্বাধীনতার পরও সেই লড়াই চলেছিল । এটি একটি ঐতিহাসিক বিষয় ৷ সুপ্রিম কোর্টের এই রায়কে আমি সম্মান জানাচ্ছি । দেশের জনসাধারণ এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । এই রায় শুনে আমরা খুশী ৷"

তিনি আরও বলেন, "আমাদের দলের সর্বভারতীয় নের্তৃত্ব সবাই এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে BJP-র তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে ৷ আমরা আশা করব রাম মন্দির নির্মাণ নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল সেই আশা পূরণ হবে ৷ BJP নৈতিক দিক দিয়ে এই রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছে এবং আমাদের বহু কর্মীও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন ৷ সেই কারণে আমাদের কাছে এটি গৌরবের মুহূর্ত ৷ ভারতের সংস্কৃতির পরম্পরার প্রতীক রাম ৷ তাঁর মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে আবার গৌরব যাত্রা শুরু হবে ৷"

এই রায়ের ফলে ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ । বলেন, " এই রায়ের ফলে একটা সুন্দর ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে ৷ একতার পরিবেশ তৈরি হয়েছে ৷ এটা BJP-র কাছে আরও গৌরবের কারণ এখন কেন্দ্রে BJP সরকার রয়েছে ৷ এই রায় আরও আগে আসতে পারত । কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারেনি । রায়ের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা কী হবে সেই নিয়ে সংশয় ছিল । কিন্তু এখন যোগ্য সরকার রয়েছে । আইন-শৃঙ্খলাকেও সুষ্ঠুভাবে পর্যালোচনা করতে পারবে এই সরকার । কোনও উত্তেজনা তৈরি হলে তাকে সামলাতে পারবে । সেজন্য সুপ্রিমকোর্ট এই রায় দিয়েছে । সব পক্ষকে বিচারপতিরা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন ৷ বেশ কয়েকদিন ধরে এই ইশুতে সারা দেশজুড়ে একটা গুঞ্জন চলছিল । এটা কাশ্মীর ইশুর থেকেও বড় সমস্যা ছিল । আগামীদিনে মন্দির নির্মাণ হবে ৷ মুসলিম সমাজ চাইলে তাঁদের মসজিদ বানাতে পারবেন ৷ সরকার তার জন্য জায়গা দেবে ৷ আমার মনে হয় একটা পুরোনো বিবাদের ঠিকঠাক সমাধান হল ৷"

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

সুপ্রিম কোর্টের এই রায় কি আখেরে BJP-র পক্ষে লাভ হল? এর উত্তরে তিনি বলেন, "BJP লাভ-ক্ষতির অঙ্ক বিচার করে কোনও কাজ করে না । তবে BJP দীর্ঘদিন ধরে এই ইশুতে আন্দোলন করে গেছে । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর একটা প্রভাব পড়বে ।"

কলকতা, 10 নভেম্বর: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ । সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। শত শত রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য লড়াই করেছেন । স্বাধীনতার পরও সেই লড়াই চলেছিল । এটি একটি ঐতিহাসিক বিষয় ৷ সুপ্রিম কোর্টের এই রায়কে আমি সম্মান জানাচ্ছি । দেশের জনসাধারণ এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । এই রায় শুনে আমরা খুশী ৷"

তিনি আরও বলেন, "আমাদের দলের সর্বভারতীয় নের্তৃত্ব সবাই এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে BJP-র তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে ৷ আমরা আশা করব রাম মন্দির নির্মাণ নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল সেই আশা পূরণ হবে ৷ BJP নৈতিক দিক দিয়ে এই রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছে এবং আমাদের বহু কর্মীও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন ৷ সেই কারণে আমাদের কাছে এটি গৌরবের মুহূর্ত ৷ ভারতের সংস্কৃতির পরম্পরার প্রতীক রাম ৷ তাঁর মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে আবার গৌরব যাত্রা শুরু হবে ৷"

এই রায়ের ফলে ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ । বলেন, " এই রায়ের ফলে একটা সুন্দর ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে ৷ একতার পরিবেশ তৈরি হয়েছে ৷ এটা BJP-র কাছে আরও গৌরবের কারণ এখন কেন্দ্রে BJP সরকার রয়েছে ৷ এই রায় আরও আগে আসতে পারত । কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারেনি । রায়ের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা কী হবে সেই নিয়ে সংশয় ছিল । কিন্তু এখন যোগ্য সরকার রয়েছে । আইন-শৃঙ্খলাকেও সুষ্ঠুভাবে পর্যালোচনা করতে পারবে এই সরকার । কোনও উত্তেজনা তৈরি হলে তাকে সামলাতে পারবে । সেজন্য সুপ্রিমকোর্ট এই রায় দিয়েছে । সব পক্ষকে বিচারপতিরা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন ৷ বেশ কয়েকদিন ধরে এই ইশুতে সারা দেশজুড়ে একটা গুঞ্জন চলছিল । এটা কাশ্মীর ইশুর থেকেও বড় সমস্যা ছিল । আগামীদিনে মন্দির নির্মাণ হবে ৷ মুসলিম সমাজ চাইলে তাঁদের মসজিদ বানাতে পারবেন ৷ সরকার তার জন্য জায়গা দেবে ৷ আমার মনে হয় একটা পুরোনো বিবাদের ঠিকঠাক সমাধান হল ৷"

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

সুপ্রিম কোর্টের এই রায় কি আখেরে BJP-র পক্ষে লাভ হল? এর উত্তরে তিনি বলেন, "BJP লাভ-ক্ষতির অঙ্ক বিচার করে কোনও কাজ করে না । তবে BJP দীর্ঘদিন ধরে এই ইশুতে আন্দোলন করে গেছে । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর একটা প্রভাব পড়বে ।"

Intro:কলকতা: আজ সুপ্রিম কোর্টের রায় বিজেপির নৈতিক জয় হয়েছে। বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সুপ্রিম কোর্টের রায় কে আমরা স্বাগত জানাচ্ছি। আজ একটি ঐতিহাসিক নির্ণয় হয়েছে। তাই দেশবাসীকে স্বাগত জানাচ্ছি। শত শত রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য লড়াই করেছে। হাজার হাজার মানুষ বলিদান দিয়েছেন ধর্মের জন্য। রামের জন্ম। স্বাধীনতার পরও সেই লড়াই চলেছিল। এটি একটি ঐতিহাসিক বিষয়। সুপ্রিম কোর্টের এই রায় কে আমি সম্মান জানাচ্ছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই রায় থেকে আমরা খুশী। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি জানালেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, আজ সুপ্রিম কোর্টের এই রায় আমাদের কাছে একটা গৌরবের বিষয়। এই রায়টা আরো আগে আসতে পারতো। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারেনি। কারণ এই রায়ের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা কি হবে। কিন্তু এখন একটা যোগ্য সরকার আছে। আইন-শৃঙ্খলা কেও সুষ্ঠুভাবে পর্যালোচনা করতে পারবে। কোন উত্তেজনা তৈরি হলে তাকে সামলাতে পারবে। সেজন্য তারা এই রায় দিয়েছেন। সমস্ত পক্ষকে তারা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন করেছেন। বেশ কয়েকদিন ধরে এই ইস্যুতে সারা ভারত বর্ষ জুড়ে একটা গুঞ্জন চলছিল। এটা কাশ্মীর ইস্যুর থেকেও একটা বড় সমস্যা ছিল। সেটিও সমাধান হলো।


সুপ্রিম কোর্টের এই রায় কি আখেরে বিজেপির লাভ হল? বিজেপি লাভ ক্ষতির অংক বিচার করে কোন কাজ করে না। তবে বিজেপি দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আন্দোলন করে গিয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর একটা প্রভাব পড়বে।





রাম মন্দির ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রীদের কাছে কড়া নির্দেশ দিয়েছেন এই ইস্যুতে সংবাদমাধ্যমের কাছে কোন মন্তব্য করা যাবে না। এই বিষয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভারতবর্ষে সাংস্কৃতিক পরম্পরা কোন বিষয় থাকলে তৃণমূল চুপ করে থাকে। কারণ তৃণমূল সব জায়গায় ভোটের হিসাব করেন। পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইক, পুলওয়ামা ঘটনা, কাশ্মীরে 370 প্রত্যাহার এই বিষয়গুলিতে তৃণমূল মৌন ছিলেন। তৃণমূল রাজনীতি করে ভোট ব্যাংকের স্বার্থে। আর আমরা রাজনীতি করি দেশের স্বার্থে।




Body:story


Conclusion:story
Last Updated : Nov 10, 2019, 6:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.