ETV Bharat / state

President Murmu in Kolkata: 'নেশা মুক্ত বাংলা'র প্রচারে আজ কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু - মাই বেঙ্গল অ্যাডিকশন ফ্রি বেঙ্গল

বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গে পা রাখছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কলকাতায় দু'টি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন ৷ নেশা মুক্ত বাংলার প্রচারের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন দেশের প্রথম নাগরিক ৷

ETV Bharat
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
author img

By

Published : Aug 17, 2023, 9:10 AM IST

নয়াদিল্লি ও কলকাতা 17 অগস্ট: আজ বঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে তিনি কলকাতায় আসছেন ৷ এর আগে মার্চ মাসে বঙ্গ সফরে এসেছিলেন দেশের প্রথম নাগরিক ৷ এবার নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে পা রাখছেন তিনি ৷ বৃহস্পতিবার কলকাতায় নেশা মুক্ত ভারত অভিযানের আওতায় 'মাই বেঙ্গল, অ্যাডিকশন ফ্রি বেঙ্গল' শীর্ষক প্রচারের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এই অনুষ্ঠানের আয়োজক ব্রহ্মাকুমারী ৷ রাজভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা ৷

  • LAUNCH OF Y - 3024 (VINDHYAGIRI) ON 17 AUGUST 2023

    The sixth Project 17A Frigate will be launched by the President of India

    Project 17A ships have been designed in-house by Indian Navy’s Warship Design Bureau

    75% of orders for equipment & systems of Project 17A ships from… pic.twitter.com/jhtVftAHBN

    — PIB India (@PIB_India) August 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া বিন্ধ্যাগিরি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতীয় নৌবাহিনীর 17এ প্রজেক্টের অন্তর্গত ছ'নম্বর জাহাজ এই বিন্ধ্যাগিরি ৷ গার্ডেন রিচে শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এই অনুষ্ঠানে জাহাজের পথ চলার সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কর্ণাটকের পর্বত শৃঙ্গের নাম অনুসারে যুদ্ধ জাহাজের নামকরণ করা হয়েছে বিন্ধ্যাগিরি ৷ এই যুদ্ধজাহাজে অত্যাধুনিক অস্ত্র, সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে ৷ বিন্ধ্যাগিরির আগে আইএনএস বিন্ধ্যাগিরি যুদ্ধজাহাজ 1981 সালের 8 জুলাই থেকে 2012 সালের 12 জুন পর্যন্ত নৌবাহিনীর হয়ে কাজ করেছে ৷ এবার বিন্ধ্যাগিরির পথ চলা শুরু করবে ৷

প্রজেক্ট 17এ-র অধীনে এই জাহাজগুলির ডিজাইন ভারতের নিজস্ব ৷ যুদ্ধজাহাজের ডিজাইন প্রণেতা সংস্থা ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো বিন্ধ্যাগিরির ডিজাইন করেছে ৷ 'আত্মনির্ভর ভারত'-এর আওতায় তৈরি এই জাহাজটির 75 শতাংশ যন্ত্রপাতি দেশের নিজস্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি সরবরাহ করেছে ৷ বিন্ধ্যাগিরির আগে প্রজেক্ট 17এ-র প্রথম পাঁচটি জাহাজের পথ চলা শুরু হয়েছে 2019 থেকে 2022 সালের মধ্যে ৷

President Murmu in Kolkata
রাষ্ট্রপতির সফরসূচি

আরও পড়ুন: দেশকে বিপর্যয় থেকে বাঁচাতে সংবিধান রক্ষা করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতার

রাষ্ট্রপতি হওয়ার পর দ্রৌপদী মুর্মু প্রথমবার পশ্চিমবঙ্গে এসেছিলেন 27 মার্চ ৷ সেবার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গার্ড অফ হনার দেওয়া হয় ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেয় পশ্চিমবঙ্গ সরকার ৷

নয়াদিল্লি ও কলকাতা 17 অগস্ট: আজ বঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে তিনি কলকাতায় আসছেন ৷ এর আগে মার্চ মাসে বঙ্গ সফরে এসেছিলেন দেশের প্রথম নাগরিক ৷ এবার নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে পা রাখছেন তিনি ৷ বৃহস্পতিবার কলকাতায় নেশা মুক্ত ভারত অভিযানের আওতায় 'মাই বেঙ্গল, অ্যাডিকশন ফ্রি বেঙ্গল' শীর্ষক প্রচারের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এই অনুষ্ঠানের আয়োজক ব্রহ্মাকুমারী ৷ রাজভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা ৷

  • LAUNCH OF Y - 3024 (VINDHYAGIRI) ON 17 AUGUST 2023

    The sixth Project 17A Frigate will be launched by the President of India

    Project 17A ships have been designed in-house by Indian Navy’s Warship Design Bureau

    75% of orders for equipment & systems of Project 17A ships from… pic.twitter.com/jhtVftAHBN

    — PIB India (@PIB_India) August 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া বিন্ধ্যাগিরি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতীয় নৌবাহিনীর 17এ প্রজেক্টের অন্তর্গত ছ'নম্বর জাহাজ এই বিন্ধ্যাগিরি ৷ গার্ডেন রিচে শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এই অনুষ্ঠানে জাহাজের পথ চলার সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কর্ণাটকের পর্বত শৃঙ্গের নাম অনুসারে যুদ্ধ জাহাজের নামকরণ করা হয়েছে বিন্ধ্যাগিরি ৷ এই যুদ্ধজাহাজে অত্যাধুনিক অস্ত্র, সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে ৷ বিন্ধ্যাগিরির আগে আইএনএস বিন্ধ্যাগিরি যুদ্ধজাহাজ 1981 সালের 8 জুলাই থেকে 2012 সালের 12 জুন পর্যন্ত নৌবাহিনীর হয়ে কাজ করেছে ৷ এবার বিন্ধ্যাগিরির পথ চলা শুরু করবে ৷

প্রজেক্ট 17এ-র অধীনে এই জাহাজগুলির ডিজাইন ভারতের নিজস্ব ৷ যুদ্ধজাহাজের ডিজাইন প্রণেতা সংস্থা ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো বিন্ধ্যাগিরির ডিজাইন করেছে ৷ 'আত্মনির্ভর ভারত'-এর আওতায় তৈরি এই জাহাজটির 75 শতাংশ যন্ত্রপাতি দেশের নিজস্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি সরবরাহ করেছে ৷ বিন্ধ্যাগিরির আগে প্রজেক্ট 17এ-র প্রথম পাঁচটি জাহাজের পথ চলা শুরু হয়েছে 2019 থেকে 2022 সালের মধ্যে ৷

President Murmu in Kolkata
রাষ্ট্রপতির সফরসূচি

আরও পড়ুন: দেশকে বিপর্যয় থেকে বাঁচাতে সংবিধান রক্ষা করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতার

রাষ্ট্রপতি হওয়ার পর দ্রৌপদী মুর্মু প্রথমবার পশ্চিমবঙ্গে এসেছিলেন 27 মার্চ ৷ সেবার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গার্ড অফ হনার দেওয়া হয় ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেয় পশ্চিমবঙ্গ সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.