ETV Bharat / state

Polio Virus in Kolkata : 11 বছর পর ফের তিলোত্তমায় মিলল পোলিয়ো ভাইরাস, চিন্তায় পৌরনিগমের কর্তারা

মেটিয়াবুরুজ এলাকার নিকাশি নালায় ফের মিলল পোলিয়োর জীবাণু । এতেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম (Polio Virus detected in Kolkata Sewage Water) ।

Polio Virus in Kolkata News
কাউন্সিলর ও থানাকে পোলিয় রোগী খোঁজার নির্দেশ পৌর কর্তৃপক্ষের
author img

By

Published : Jun 16, 2022, 9:59 AM IST

Updated : Jun 16, 2022, 11:36 AM IST

কলকাতা, 16 জুন : ভারতে পোলিয়োর সর্বশেষ সংক্রমণের ঘটনা সামনে এসেছিল 13 জানুয়ারি, 2011 সালে । এ রাজ্যের হাওড়ায় সেই রোগীর পর দেশে আর কোনও পোলিয়ো-আক্রান্তের খোঁজ মেলেনি ৷ তারপর 27 মার্চ 2014, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে দেশকে পোলিয়ো মুক্ত ঘোষণা করা হয় । 8 বছর বাদে এ রাজ্যেরই মেটিয়াবুরুজ এলাকার নিকাশি নালায় ফের মিলল পোলিয়োর জীবাণু । এতেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম (Polio Virus detected in Kolkata Sewage Water) ।

ঘটনায় উদ্বিগ্ন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ খবর পাওয়ার পরেই তিনি নির্দেশ দেন, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের ও থানাকে এলাকায় কোনও পোলিও রোগী আছে কিনা খোঁজ করতে হবে । খোলা জায়গায় শৌচকর্ম যাতে না করা হয় সেবিষয়ও সচেতনতা প্রচার করতে হবে তাঁদের । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পৌরনিগমের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন-সহ আধিকারিকরা ৷

মেটিয়াবুরুজ-সহ ওই এলাকায় বিভিন্ন রোগের প্রতিষেধক নেওয়ার হার কম । বিষয়টি নজরে আসতেই মেয়র ফিরহাদ হাকিম, অতীন ঘোষ গিয়ে সচেতনতা প্রচার চালান । গোটা বিষয় পৌরনিগমের সেভাবে করণীয় না থাকলেও কেন এমন হয়েছে, তার উৎস সন্ধান করতে শুরু করেছেন আধিকারিকরা ।

শহরে পোলিয়োর জীবাণু মেলায় চিন্তায় পৌরনিগমের কর্তারা

আরও পড়ুন : তারিখ বিভ্রাটের জেরে বুস্টার ডোজ পেলেন না অতীন

অতীন ঘোষ বলেন, "কাউন্সিলর ও স্থানীয় থানাকে পোলিয়ো রোগী আছে কি না খুঁজে বের করতে নির্দেশ দিয়েছি । পাশাপাশি সচেতনতা প্রচারে জোর দিতে বলা হয়েছে ।'' যদিও বুধবারের জরুরি বৈঠকে পোলিয়োর জীবাণু মেলার অন্য একটি পথের উল্লেখ করেন শান্তনু সেন । পোলিয়ো ভ্যাকসিন থেকেও এই ধরনের নমুনা পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । সমস্ত মাথায় রেখেই অনুসন্ধানে নেমেছেন কলকাতা পৌরনিগমের আধিকারিকেরা ।

কলকাতা, 16 জুন : ভারতে পোলিয়োর সর্বশেষ সংক্রমণের ঘটনা সামনে এসেছিল 13 জানুয়ারি, 2011 সালে । এ রাজ্যের হাওড়ায় সেই রোগীর পর দেশে আর কোনও পোলিয়ো-আক্রান্তের খোঁজ মেলেনি ৷ তারপর 27 মার্চ 2014, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে দেশকে পোলিয়ো মুক্ত ঘোষণা করা হয় । 8 বছর বাদে এ রাজ্যেরই মেটিয়াবুরুজ এলাকার নিকাশি নালায় ফের মিলল পোলিয়োর জীবাণু । এতেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম (Polio Virus detected in Kolkata Sewage Water) ।

ঘটনায় উদ্বিগ্ন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ খবর পাওয়ার পরেই তিনি নির্দেশ দেন, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের ও থানাকে এলাকায় কোনও পোলিও রোগী আছে কিনা খোঁজ করতে হবে । খোলা জায়গায় শৌচকর্ম যাতে না করা হয় সেবিষয়ও সচেতনতা প্রচার করতে হবে তাঁদের । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পৌরনিগমের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন-সহ আধিকারিকরা ৷

মেটিয়াবুরুজ-সহ ওই এলাকায় বিভিন্ন রোগের প্রতিষেধক নেওয়ার হার কম । বিষয়টি নজরে আসতেই মেয়র ফিরহাদ হাকিম, অতীন ঘোষ গিয়ে সচেতনতা প্রচার চালান । গোটা বিষয় পৌরনিগমের সেভাবে করণীয় না থাকলেও কেন এমন হয়েছে, তার উৎস সন্ধান করতে শুরু করেছেন আধিকারিকরা ।

শহরে পোলিয়োর জীবাণু মেলায় চিন্তায় পৌরনিগমের কর্তারা

আরও পড়ুন : তারিখ বিভ্রাটের জেরে বুস্টার ডোজ পেলেন না অতীন

অতীন ঘোষ বলেন, "কাউন্সিলর ও স্থানীয় থানাকে পোলিয়ো রোগী আছে কি না খুঁজে বের করতে নির্দেশ দিয়েছি । পাশাপাশি সচেতনতা প্রচারে জোর দিতে বলা হয়েছে ।'' যদিও বুধবারের জরুরি বৈঠকে পোলিয়োর জীবাণু মেলার অন্য একটি পথের উল্লেখ করেন শান্তনু সেন । পোলিয়ো ভ্যাকসিন থেকেও এই ধরনের নমুনা পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । সমস্ত মাথায় রেখেই অনুসন্ধানে নেমেছেন কলকাতা পৌরনিগমের আধিকারিকেরা ।

Last Updated : Jun 16, 2022, 11:36 AM IST

For All Latest Updates

TAGGED:

Polio Virus
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.