ETV Bharat / state

Rowning in Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে রোয়িং শুরুর আগে বোট নামিয়ে চলল দূষণ পরীক্ষা - Preparations for the start of rowing

ফের রোয়িং শুরু হচ্ছে রবীন্দ্র সরোবরে(Rowning in Rabindra Sarobar)৷ তার আগে পেট্রলচালিত বোট দিয়ে চলল জল পরীক্ষা ৷

Etv Bharat
রবীন্দ্র সরোবরে রোয়িং শুরুর প্রস্তুতি
author img

By

Published : Oct 20, 2022, 10:42 AM IST

কলকাতা, 20 অক্টোবর: পেট্রলচালিত বোট জলদূষণের জন্য কতটা ক্ষতিকারক, রবীন্দ্র সরোবরে তার মূল্যায়ন হয়ে গেল বুধবার ৷ রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির সদস্যদের উপস্থিতিতে এদিন সকালে পেট্রলচালিত বোর্ট ভাসানো হয় জলে । উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদের আধিকারিক ও কেএমডিএর প্রতিনিধিরা(Preparations for the Start of Rowing in Rabindra Sarobar)। সেই মূল্যায়নের ভিত্তিতে খুব শীঘ্রই রবীন্দ্র সরোবরে রোয়িং শুরু হবে বলে সূত্রের দাবি ।

ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন সঙ্গে সরোবরের তিনটি ক্লাব যুক্ত । তারা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)কে ইতিমধ্যেই দশটি চিঠি দিয়েছে । যাতে দ্রুত সরোবরে রোয়িং শুরু করা যায় । যা গত 22 মে থেকে বন্ধ রয়েছে । কারণ, 21 মে রোয়িং করার সময় ঝড়ের কবলে পড়ে দুই তরুণের মৃত্যু হয় । অভিযোগ, সেদিন পেট্রলচালিত উদ্ধারকারী বোট না থাকায় ওই দুই তরুণকে তড়িঘড়ি উদ্ধার করা সম্ভব হয়নি । কারণ, ব্যাটারিচালিত উদ্ধারকারী বোট দ্রুত উদ্ধারকার্যে সমর্থ যোগ্য নয় । তাই, পুনরায় রবীন্দ্র সরোবরে রোয়িং শুরু করতে সমস্ত রকম পরিকাঠামো নিখুঁত রাখতে চাইছে প্রশাসন । তারই অঙ্গ হিসেবে ব্যাটারিচালিত উদ্ধারকারী বোটের পরিবর্তে পেট্রলচালিত বোট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কেএমডিএর এক আধিকারিক জানান, পেট্রলচালিত বোট ব্যবহারের আগে এবং পরে জলের অবস্থা পরীক্ষা করা হবে । বোট থেকে নির্গত শব্দের মাত্রাও পরিমাপ করা হবে । ফলাফল সন্তোষজনক হলে অনুমতি দেওয়া হবে ।

এই বিষয়ে রবীন্দ্র সরোবর লেক ক্লাবের সেক্রেটারি সুব্রত গুহ বলেন, "জাতীয় রোয়িং ইভেন্টটি শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ তবে এমন কোনও জায়গা নেই যেখানে আমাদের রোয়াররা ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে । তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব রোয়িং আবার শুরু করতে চাই । আমরা কলকাতা পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেছি ।" উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রোয়িং প্র্যাক্টিস না হওয়ায় আহমেদাবাদে সদ্য সমাপ্ত জাতীয় গেমসে, বাংলার রোয়াররা খারাপ পারফরম্যান্স করেছে ।

কলকাতা, 20 অক্টোবর: পেট্রলচালিত বোট জলদূষণের জন্য কতটা ক্ষতিকারক, রবীন্দ্র সরোবরে তার মূল্যায়ন হয়ে গেল বুধবার ৷ রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির সদস্যদের উপস্থিতিতে এদিন সকালে পেট্রলচালিত বোর্ট ভাসানো হয় জলে । উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদের আধিকারিক ও কেএমডিএর প্রতিনিধিরা(Preparations for the Start of Rowing in Rabindra Sarobar)। সেই মূল্যায়নের ভিত্তিতে খুব শীঘ্রই রবীন্দ্র সরোবরে রোয়িং শুরু হবে বলে সূত্রের দাবি ।

ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন সঙ্গে সরোবরের তিনটি ক্লাব যুক্ত । তারা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)কে ইতিমধ্যেই দশটি চিঠি দিয়েছে । যাতে দ্রুত সরোবরে রোয়িং শুরু করা যায় । যা গত 22 মে থেকে বন্ধ রয়েছে । কারণ, 21 মে রোয়িং করার সময় ঝড়ের কবলে পড়ে দুই তরুণের মৃত্যু হয় । অভিযোগ, সেদিন পেট্রলচালিত উদ্ধারকারী বোট না থাকায় ওই দুই তরুণকে তড়িঘড়ি উদ্ধার করা সম্ভব হয়নি । কারণ, ব্যাটারিচালিত উদ্ধারকারী বোট দ্রুত উদ্ধারকার্যে সমর্থ যোগ্য নয় । তাই, পুনরায় রবীন্দ্র সরোবরে রোয়িং শুরু করতে সমস্ত রকম পরিকাঠামো নিখুঁত রাখতে চাইছে প্রশাসন । তারই অঙ্গ হিসেবে ব্যাটারিচালিত উদ্ধারকারী বোটের পরিবর্তে পেট্রলচালিত বোট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কেএমডিএর এক আধিকারিক জানান, পেট্রলচালিত বোট ব্যবহারের আগে এবং পরে জলের অবস্থা পরীক্ষা করা হবে । বোট থেকে নির্গত শব্দের মাত্রাও পরিমাপ করা হবে । ফলাফল সন্তোষজনক হলে অনুমতি দেওয়া হবে ।

এই বিষয়ে রবীন্দ্র সরোবর লেক ক্লাবের সেক্রেটারি সুব্রত গুহ বলেন, "জাতীয় রোয়িং ইভেন্টটি শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ তবে এমন কোনও জায়গা নেই যেখানে আমাদের রোয়াররা ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে । তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব রোয়িং আবার শুরু করতে চাই । আমরা কলকাতা পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেছি ।" উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রোয়িং প্র্যাক্টিস না হওয়ায় আহমেদাবাদে সদ্য সমাপ্ত জাতীয় গেমসে, বাংলার রোয়াররা খারাপ পারফরম্যান্স করেছে ।

আরও পড়ুন : রোয়িং ক্লাবে রাখতে হবে পেট্রলচালিত উদ্ধারকারী বোট, নির্দেশ মেয়রের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.