ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে কালীপুজোর প্রস্তুতি শুরু উত্তর কলকাতায় - কলকাতার খবর

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বোরো চেয়ারম্যান স্মিতা বক্সি । তিনি বলেন, এবছর সবরকম বিধিনিষেধ মেনে পুজো করা হবে । এবছর দর্শনার্থীদের অনেক বেশি সচেতন হতে হবে ।

Preparations for Kali Pujo
কালী পুজোর প্রস্তুতি
author img

By

Published : Oct 29, 2020, 7:56 PM IST

Updated : Oct 29, 2020, 8:08 PM IST

কলকাতা, 29 অক্টোবর : দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি । কলকাতা শহর ও শহরতলিতে কয়েকটি বড় পুজো হয় । তার মধ্যে উত্তর কলকাতার গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজো অন্যতম । কোরোনা পরিস্থিতির মাঝে নিয়মবিধি মেনে এবছরও কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা । প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পুজোর উদ্বোধন করেন ।

আজ খুঁটি পুজো হয়ে গেল সেখানে । এই পুজোর অন্যতম উদ্যোক্তা জয় বক্সী বলেন, প্রত্যেক বছর সাড়ম্বরে কালীপুজো হলেও এবছর জৌলুস কমিয়ে পুজোর ব্যবস্থা করা হবে । প্রতিবছরের মতো এবছরও থিম থাকবে । তবে প্রতিমার উচ্চতা কমানো হচ্ছে । সেই সঙ্গে খোলামেলা মণ্ডপ তৈরি করা হবে । যাতে দূর থেকে মানুষ প্রতিমা দর্শন করে চলে যেতে পারে । ভিড় এড়াতে সবরকম ব্যবস্থা নেবে পুজো কমিটি । মণ্ডপের প্রবেশপথে স্যানিটাইজ়ার টানেল গেট বসানো হবে । এছাড়াও সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে এ বছর ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বোরো চেয়ারম্যান স্মিতা বক্সি । তিনি বলেন, এবছর সবরকম বিধিনিষেধ মেনে পুজো করা হবে । এবছর দর্শকদের অনেক বেশি সচেতন হতে হবে । প্রত্যেকেই যাতে মাস্ক পরে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখে, সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।

কোরোনা পরিস্থিতিতে কালীপুজোর প্রস্তুতি শুরু উত্তর কলকাতায়

প্রতিবছর এই পুজোতে অন্নকূট হয় । কিন্তু এবছর কোরোনা পরিস্থিতির জন্য অন্নকূট অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে । তার বদলে এলাকার বাসিন্দাদের বাড়িতে ভোগ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

কলকাতা, 29 অক্টোবর : দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি । কলকাতা শহর ও শহরতলিতে কয়েকটি বড় পুজো হয় । তার মধ্যে উত্তর কলকাতার গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজো অন্যতম । কোরোনা পরিস্থিতির মাঝে নিয়মবিধি মেনে এবছরও কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা । প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পুজোর উদ্বোধন করেন ।

আজ খুঁটি পুজো হয়ে গেল সেখানে । এই পুজোর অন্যতম উদ্যোক্তা জয় বক্সী বলেন, প্রত্যেক বছর সাড়ম্বরে কালীপুজো হলেও এবছর জৌলুস কমিয়ে পুজোর ব্যবস্থা করা হবে । প্রতিবছরের মতো এবছরও থিম থাকবে । তবে প্রতিমার উচ্চতা কমানো হচ্ছে । সেই সঙ্গে খোলামেলা মণ্ডপ তৈরি করা হবে । যাতে দূর থেকে মানুষ প্রতিমা দর্শন করে চলে যেতে পারে । ভিড় এড়াতে সবরকম ব্যবস্থা নেবে পুজো কমিটি । মণ্ডপের প্রবেশপথে স্যানিটাইজ়ার টানেল গেট বসানো হবে । এছাড়াও সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে এ বছর ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বোরো চেয়ারম্যান স্মিতা বক্সি । তিনি বলেন, এবছর সবরকম বিধিনিষেধ মেনে পুজো করা হবে । এবছর দর্শকদের অনেক বেশি সচেতন হতে হবে । প্রত্যেকেই যাতে মাস্ক পরে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখে, সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।

কোরোনা পরিস্থিতিতে কালীপুজোর প্রস্তুতি শুরু উত্তর কলকাতায়

প্রতিবছর এই পুজোতে অন্নকূট হয় । কিন্তু এবছর কোরোনা পরিস্থিতির জন্য অন্নকূট অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে । তার বদলে এলাকার বাসিন্দাদের বাড়িতে ভোগ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

Last Updated : Oct 29, 2020, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.