ETV Bharat / state

Prashant Kishor : ভবানীপুরের ভোটার তালিকায় নাম ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ! - ভোট দেবেন প্রশান্ত কিশোর

159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রকাশিত ভোটার তালিকায় রয়েছে প্রশান্ত কিশোরের নাম ৷ এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷ তালিকায় তাঁর নামে প্রকাশিত ঠিকানা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ৷

ভবানীপুরের ভোটার তালিকায় নাম তুলেছেন প্রশান্ত কিশোর
ভবানীপুরের ভোটার তালিকায় নাম তুলেছেন প্রশান্ত কিশোর
author img

By

Published : Sep 26, 2021, 7:00 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : ভবানীপুরের ভোটার ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) । স্বভাবতই ভোটার তালিকায় প্রকাশিত পিকে-র নাম, ছবি নিয়ে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে বিজেপি । টুইট করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি মিডিয়া ইন-চার্জ সপ্তর্ষি চৌধুরী ৷ সেখানে তালিকার ছবি পোস্ট করে লেখা, "অবশেষে প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার!! বাংলার মেয়ে কি তবে বহিরাগত ভোটার চায়!! জানতে চায় রাজ্যের মানুষ ৷" টুইটটি তৃণমূল কংগ্রসের নিজস্ব টুইটার হ্যান্ডেল এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ট্যাগ করা হয়েছে ৷

ভোটার তালিকায় দেখা যাচ্ছে, 222 নং ভোট কেন্দ্র সেন্ট হেলেন স্কুলে ভোট দেবেন পিকে । হঠাৎ কেন এই রাজ্যের ভোটার হলেন প্রশান্ত কিশোর ? এই প্রশ্নে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । তাহলে কি পিকে-র ভোটার তালিকায় নাম তোলার পিছনে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে ?

আরও পড়ুন : Mamata Banerjee : মোদি আমেরিকায়, অথচ কেন্দ্রের হিংসায় রোমে যেতে পারলাম না ; তোপ মমতার

সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় প্রশান্ত কিশোর 121 নম্বরের যে ঠিকানা ব্যবহার করেছেন, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের । 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে পিকে-র ছবি ৷ বয়স লেখা 44 বছর । তাঁর ভোটার সিরিয়াল নম্বর 905 ৷ এই বিষয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের চিফ ইলেকশন এজেন্ট সজল ঘোষও টুইট করেছেন ।

এই প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা তৃণমূলের সংস্কৃতি। এটা আমার জীবনে প্রথম লক্ষ্য করলাম । একজন চাকরি করতে এসে ভোটার তালিকায় নাম তুলছে। এটা সত্যি লজ্জাজনক ঘটনা । প্রশান্ত কিশোর বিহারের ভোটার । তা হলে এখানে কী ভাবে নাম তুললেন ? নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার ৷"

কলকাতা, 26 সেপ্টেম্বর : ভবানীপুরের ভোটার ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) । স্বভাবতই ভোটার তালিকায় প্রকাশিত পিকে-র নাম, ছবি নিয়ে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে বিজেপি । টুইট করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি মিডিয়া ইন-চার্জ সপ্তর্ষি চৌধুরী ৷ সেখানে তালিকার ছবি পোস্ট করে লেখা, "অবশেষে প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার!! বাংলার মেয়ে কি তবে বহিরাগত ভোটার চায়!! জানতে চায় রাজ্যের মানুষ ৷" টুইটটি তৃণমূল কংগ্রসের নিজস্ব টুইটার হ্যান্ডেল এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ট্যাগ করা হয়েছে ৷

ভোটার তালিকায় দেখা যাচ্ছে, 222 নং ভোট কেন্দ্র সেন্ট হেলেন স্কুলে ভোট দেবেন পিকে । হঠাৎ কেন এই রাজ্যের ভোটার হলেন প্রশান্ত কিশোর ? এই প্রশ্নে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । তাহলে কি পিকে-র ভোটার তালিকায় নাম তোলার পিছনে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে ?

আরও পড়ুন : Mamata Banerjee : মোদি আমেরিকায়, অথচ কেন্দ্রের হিংসায় রোমে যেতে পারলাম না ; তোপ মমতার

সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় প্রশান্ত কিশোর 121 নম্বরের যে ঠিকানা ব্যবহার করেছেন, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের । 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে পিকে-র ছবি ৷ বয়স লেখা 44 বছর । তাঁর ভোটার সিরিয়াল নম্বর 905 ৷ এই বিষয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের চিফ ইলেকশন এজেন্ট সজল ঘোষও টুইট করেছেন ।

এই প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা তৃণমূলের সংস্কৃতি। এটা আমার জীবনে প্রথম লক্ষ্য করলাম । একজন চাকরি করতে এসে ভোটার তালিকায় নাম তুলছে। এটা সত্যি লজ্জাজনক ঘটনা । প্রশান্ত কিশোর বিহারের ভোটার । তা হলে এখানে কী ভাবে নাম তুললেন ? নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.