ETV Bharat / state

APC Memorial: সংস্কারের কাজ শেষ তবু 'অবহেলিত' আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থল - prafulla chandra memorial is yet to be inaugurated

গঙ্গার ধারে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থলের সংস্কারের কাজ শেষ হয়েছে বছর দেড়েক আগে ৷ তারপর থেকে আর কেউ খোঁজও রাখেনি ৷ হয়নি উদ্বোধনও (APC Memorial in Kolkata) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 6, 2022, 7:59 AM IST

Updated : Sep 6, 2022, 9:42 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: নিমতলা মহাশ্মশানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সমাধিস্থল সংস্কার হয়েছে প্রায় 50 লক্ষ টাকা খরচ করে । দেড় বছর আগে সেই কাজ শেষও হয়ে গিয়েছে ৷ তবে উদ্বোধন হয়নি । আচার্য প্রফুল্লচন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্য়ে এই পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Acharya Prafulla Chandra Memorial waiting for inauguration in Nimtala Crematorium) ৷ পাশাপাশি শ্মশানযাত্রীরা যাতে এখানে বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থাও থাকবে এখানে ।

স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় জানালেন, উদ্বোধন কবে হবে, তা তাঁর জানা নেই । তিনি বললেন, "স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ এটা বলতে পারবেন ।" দ্রুত উদ্বোধনের জন্য মেয়র, ডেপুটি মেয়রকে জানাবেন তিনি ৷

পুরনো নিমতলা শ্মশানের রেস্ট রুমের পাশেই এই সমাধিস্থলটি অবস্থিত । আপাতততা তালা বন্ধ। ভিতরে ঝাঁচকচকে বাগান থেকে শুরু করে টাইলস বসানো চলার পথ- সবই আছে । গঙ্গাপাড়ের দিকটা লোহার রেলিং দিয়ে ঘেরা । আর তার মাঝেই আছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থল । তবে এখন চলার পথে আবর্জনা জমেছে । চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশ থেকে শুরু করে রঙের কৌটো ।

নিমতলা মহাশ্মশানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থল

আরও পড়ুন: দিল্লির ঐতিহাসিক রাজপথের নতুন নাম কর্তব্যপথ !

2014 সালে নিমতলায় নতুন ইলেকট্রিক চুল্লির উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখনই তাঁর চোখে পড়ে জরাজীর্ণ অবস্থায় থাকা ওই বেদিটি । দ্রুত সেটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে । কিন্তু সেই সময় সমাধিস্থলের সামনেই ছিল একটি বাড়ি । কাউন্সিলরদের উদ্যোগে সেই সমস্যার সমাধান হয় । সংস্কারও শেষ হয়ে যায় ।

এত কিছু হলেও সমাধিস্থলটির উদ্বোধন এখনও হল না কেন ? উত্তরে কাউন্সিলর বলেন, "এখনও উদ্বোধন কেন হল না, এর উত্তর আমি জানি না । জানেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । কারণ ওই সমাধিস্থল আমার ওয়ার্ডে হলেও শ্মশানের ভিতরে । তাই বিষয়টি স্বাস্থ্য বিভাগের হাতে । ডেপুটি মেয়রের হাতেই এই বিভাগ । মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কার হয়েছে দেড় বছর হল । আমি বহুবার কর্পোরেশন কর্তৃপক্ষকে বিষয়টি বলেছি । মেয়র ফিরহাদ হাকিম, অতীন ঘোষ সবাইকে বলেছি ।"

আরও পড়ুন: ননসেন্স মুখ্যমন্ত্রীর দরকার নেই, মমতাকে কটাক্ষ সুকান্তর

কলকাতা, 6 সেপ্টেম্বর: নিমতলা মহাশ্মশানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সমাধিস্থল সংস্কার হয়েছে প্রায় 50 লক্ষ টাকা খরচ করে । দেড় বছর আগে সেই কাজ শেষও হয়ে গিয়েছে ৷ তবে উদ্বোধন হয়নি । আচার্য প্রফুল্লচন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্য়ে এই পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Acharya Prafulla Chandra Memorial waiting for inauguration in Nimtala Crematorium) ৷ পাশাপাশি শ্মশানযাত্রীরা যাতে এখানে বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থাও থাকবে এখানে ।

স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় জানালেন, উদ্বোধন কবে হবে, তা তাঁর জানা নেই । তিনি বললেন, "স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ এটা বলতে পারবেন ।" দ্রুত উদ্বোধনের জন্য মেয়র, ডেপুটি মেয়রকে জানাবেন তিনি ৷

পুরনো নিমতলা শ্মশানের রেস্ট রুমের পাশেই এই সমাধিস্থলটি অবস্থিত । আপাতততা তালা বন্ধ। ভিতরে ঝাঁচকচকে বাগান থেকে শুরু করে টাইলস বসানো চলার পথ- সবই আছে । গঙ্গাপাড়ের দিকটা লোহার রেলিং দিয়ে ঘেরা । আর তার মাঝেই আছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থল । তবে এখন চলার পথে আবর্জনা জমেছে । চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশ থেকে শুরু করে রঙের কৌটো ।

নিমতলা মহাশ্মশানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থল

আরও পড়ুন: দিল্লির ঐতিহাসিক রাজপথের নতুন নাম কর্তব্যপথ !

2014 সালে নিমতলায় নতুন ইলেকট্রিক চুল্লির উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখনই তাঁর চোখে পড়ে জরাজীর্ণ অবস্থায় থাকা ওই বেদিটি । দ্রুত সেটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে । কিন্তু সেই সময় সমাধিস্থলের সামনেই ছিল একটি বাড়ি । কাউন্সিলরদের উদ্যোগে সেই সমস্যার সমাধান হয় । সংস্কারও শেষ হয়ে যায় ।

এত কিছু হলেও সমাধিস্থলটির উদ্বোধন এখনও হল না কেন ? উত্তরে কাউন্সিলর বলেন, "এখনও উদ্বোধন কেন হল না, এর উত্তর আমি জানি না । জানেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । কারণ ওই সমাধিস্থল আমার ওয়ার্ডে হলেও শ্মশানের ভিতরে । তাই বিষয়টি স্বাস্থ্য বিভাগের হাতে । ডেপুটি মেয়রের হাতেই এই বিভাগ । মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কার হয়েছে দেড় বছর হল । আমি বহুবার কর্পোরেশন কর্তৃপক্ষকে বিষয়টি বলেছি । মেয়র ফিরহাদ হাকিম, অতীন ঘোষ সবাইকে বলেছি ।"

আরও পড়ুন: ননসেন্স মুখ্যমন্ত্রীর দরকার নেই, মমতাকে কটাক্ষ সুকান্তর

Last Updated : Sep 6, 2022, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.