ETV Bharat / state

Post poll Violence : দিল্লিতে মোমবাতি মিছিল শহিদ পরিবারগুলির, উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি

বিচারের দাবিতে পাতিয়ালা হাউস কোর্ট থেকে তিলক মার্গ পর্যন্ত মিছিলে পা মেলান শহিদ পরিবারগুলি ৷ এর পাশাপাশি ইন্ডিয়া গেটের কাছে বাংলা বাঁচাও স্লোগান তোলেন তাঁরা ৷ ওঠে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি (Victims family members demand Prez Rule in WB) ৷

author img

By

Published : Apr 29, 2022, 11:08 PM IST

Post poll Violence
Post poll Violence

নয়াদিল্লি, 29 এপ্রিল : সুদূর দিল্লিতে বাংলা বাঁচানোর ডাক ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারগুলির ৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে 10 সদস্যের আইনজীবীর একটি প্রতিনিধিদল এই পরিবারগুলির হয়ে স্মারকলিপি তুলে দেন ৷ রাষ্ট্রপতির কাছে শহিদ পরিবারগুলির ন্যায়বিচারের দাবি করেন তাঁরা ৷ এরপর বিকেলের দিকে মোমবাতি মিছিলে সামিল হয় শহিদদের পরিবারগুলি ৷ বিচারের দাবিতে পাতিয়ালা হাউস কোর্ট থেকে তিলক মার্গ পর্যন্ত মিছিলে পা মেলান তাঁরা ৷ এর পাশাপাশি ইন্ডিয়া গেটের কাছে 'বাংলা বাঁচাও' স্লোগান তোলেন তাঁরা ৷ ওঠে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি (Victims family members demand Prez Rule in WB) ৷

মঙ্গলবার ওই পরিবারগুলিকে নিয়ে কলকাতা থেকে দিল্লি নিয়ে যায় বিজেপি ৷ এই 17টি শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, বীরভূমের শহিদ পরিবারের সদস্য সেন্টু বাগদী, কাঞ্চননগর গকুলতলার নারায়ণ দে, বর্ধমানের সোম হাঁসদা । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই ৷ এমনকী ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । এবার ইস্যু নিয়ে জাতীয়স্তরে সরব হল গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : Bengal BJP : শাহী-সফরের জন্যই কি কেন্দ্রীয় নির্দেশে বঙ্গ বিজেপিতে ঐক্যের ছবি ?

এই বিষয়ে শহিদ পরিবারের সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, "এই প্রতিবাদের পর পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার পরও আমরা বেঁচে থাকব কিনা জানি না । আমার ভাইয়ের বয়স ছিল মাত্র 35 বছর । বিজেপি কর্মী বলেই তাঁকে হত্যা করা হয়েছে । পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে ৷" শ্যামনগরের বাসিন্দা সুমিত্রা মণ্ডল বলেন, ওরা আমার শাশুড়িকে খুন করেছে ৷ বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীরা লাঠি দিয়ে মেরে ফেলেছে ৷ আমরা বিচার চাই ৷"

নয়াদিল্লি, 29 এপ্রিল : সুদূর দিল্লিতে বাংলা বাঁচানোর ডাক ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারগুলির ৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে 10 সদস্যের আইনজীবীর একটি প্রতিনিধিদল এই পরিবারগুলির হয়ে স্মারকলিপি তুলে দেন ৷ রাষ্ট্রপতির কাছে শহিদ পরিবারগুলির ন্যায়বিচারের দাবি করেন তাঁরা ৷ এরপর বিকেলের দিকে মোমবাতি মিছিলে সামিল হয় শহিদদের পরিবারগুলি ৷ বিচারের দাবিতে পাতিয়ালা হাউস কোর্ট থেকে তিলক মার্গ পর্যন্ত মিছিলে পা মেলান তাঁরা ৷ এর পাশাপাশি ইন্ডিয়া গেটের কাছে 'বাংলা বাঁচাও' স্লোগান তোলেন তাঁরা ৷ ওঠে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি (Victims family members demand Prez Rule in WB) ৷

মঙ্গলবার ওই পরিবারগুলিকে নিয়ে কলকাতা থেকে দিল্লি নিয়ে যায় বিজেপি ৷ এই 17টি শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, বীরভূমের শহিদ পরিবারের সদস্য সেন্টু বাগদী, কাঞ্চননগর গকুলতলার নারায়ণ দে, বর্ধমানের সোম হাঁসদা । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই ৷ এমনকী ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । এবার ইস্যু নিয়ে জাতীয়স্তরে সরব হল গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : Bengal BJP : শাহী-সফরের জন্যই কি কেন্দ্রীয় নির্দেশে বঙ্গ বিজেপিতে ঐক্যের ছবি ?

এই বিষয়ে শহিদ পরিবারের সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, "এই প্রতিবাদের পর পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার পরও আমরা বেঁচে থাকব কিনা জানি না । আমার ভাইয়ের বয়স ছিল মাত্র 35 বছর । বিজেপি কর্মী বলেই তাঁকে হত্যা করা হয়েছে । পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে ৷" শ্যামনগরের বাসিন্দা সুমিত্রা মণ্ডল বলেন, ওরা আমার শাশুড়িকে খুন করেছে ৷ বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীরা লাঠি দিয়ে মেরে ফেলেছে ৷ আমরা বিচার চাই ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.