কলকাতা, 27 জানুয়ারি : শহরে ফের বাড়ছে তাপমাত্রা । তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামীকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে । পরশু থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছ ।
উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা । এর জেরে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে বৃষ্টি শুরু হয়েছে । আজ সন্ধ্যা থেকে পঞ্জাব,হরিয়ানা,দিল্লি,রাজস্থান ও উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল থেকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি হতে পারে । আজ সন্ধ্যার পর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পং ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে । বুধবার থেকে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবারও কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আপাতত শহরের আকাশ পরিষ্কার । হালকা শীতের আমেজ রয়েছে । 3-5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দু' ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ, সর্বনিম্ন 43 শতাংশ ।