ETV Bharat / state

বেলেঘাটায় ভাঙল বাড়ির একাংশ, মৃত বৃদ্ধা - কলকাতায় পুরোনো বাড়ি ভাঙন

ভারী বর্ষণের জেরে বেলেঘাটায় বাড়ির একাংশ ভেঙে পড়ল ৷ মৃত এক বৃদ্ধা ৷ অপরজন চিকিৎসাধীনে রয়েছে ৷

a-house-collapsed-in-kolkata-1-died
ভারী বর্ষণের জেরে বাড়ি ভেঙে পড়ল কলকাতায়
author img

By

Published : Aug 27, 2020, 9:32 AM IST

Updated : Aug 27, 2020, 10:54 AM IST

বেলেঘাটা, 27 অগাস্ট : রাতভর চলেছে টানা বৃষ্টি ৷ আর তার জেরে আজ সকালে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ ৷ মৃত 1 ৷ গুরুতর জখম হয়েছে 1 জন ৷ 55F বেলেঘাটা মেনরোডের ঘটনা ৷ মৃতের নাম প্রতিমা সাহা (70) ৷

জানা গেছে, বাড়িটি বহুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল ৷ প্রবল বৃষ্টির জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়ে ৷ ধ্বংসস্তূপে আটকে পড়ে 2 জন ৷ মা ও ছেলে ৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীতে ৷ দমকল বাহিনীর সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজে নামে ৷

বেলেঘাটায় দেড়শ বছরের একটি বাড়ির একাংশে ভাঙন ৷ দেখুন ভিডিয়ো...

দমকল বাহিনীর আধিকারিকদের মতে, এই বাড়িটি প্রায় খুব কম করে 150 বছরের পুরোনো ৷ প্রাথমিক অনুমান, প্রবল বর্ষণের জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে ৷ বাড়িটিতে 3 জন থাকতেন ৷ একজন পিছনের দিকের অংশে থাকেন ৷ সেই দিকে কোনও সমস্যা হয়নি ৷ বাড়িটির সামনের অংশ ভেঙে পড়েছে ৷ ধ্বংসস্তূপ থেকে দু'জনকে উদ্ধার করে NRS হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সেখানে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন ৷ অপরজন চিকিৎসাধীনে রয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

বেলেঘাটা, 27 অগাস্ট : রাতভর চলেছে টানা বৃষ্টি ৷ আর তার জেরে আজ সকালে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ ৷ মৃত 1 ৷ গুরুতর জখম হয়েছে 1 জন ৷ 55F বেলেঘাটা মেনরোডের ঘটনা ৷ মৃতের নাম প্রতিমা সাহা (70) ৷

জানা গেছে, বাড়িটি বহুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল ৷ প্রবল বৃষ্টির জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়ে ৷ ধ্বংসস্তূপে আটকে পড়ে 2 জন ৷ মা ও ছেলে ৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীতে ৷ দমকল বাহিনীর সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজে নামে ৷

বেলেঘাটায় দেড়শ বছরের একটি বাড়ির একাংশে ভাঙন ৷ দেখুন ভিডিয়ো...

দমকল বাহিনীর আধিকারিকদের মতে, এই বাড়িটি প্রায় খুব কম করে 150 বছরের পুরোনো ৷ প্রাথমিক অনুমান, প্রবল বর্ষণের জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে ৷ বাড়িটিতে 3 জন থাকতেন ৷ একজন পিছনের দিকের অংশে থাকেন ৷ সেই দিকে কোনও সমস্যা হয়নি ৷ বাড়িটির সামনের অংশ ভেঙে পড়েছে ৷ ধ্বংসস্তূপ থেকে দু'জনকে উদ্ধার করে NRS হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সেখানে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন ৷ অপরজন চিকিৎসাধীনে রয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Aug 27, 2020, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.