কলকাতা, 13 জানুয়ারি : কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্ণ হল । সেই জন্য আয়োজিত হয়েছিল অনুষ্ঠান । উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী । অথচ সেখানে ঢুকতে পারল না পোর্ট ট্রাস্টের কর্মীরাই ।
গতকাল পোর্ট ট্রাস্টের 150 বছর উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অথচ সেখানে ঢুকতে পারল না পোর্ট ট্রাস্টের কর্মীরাই । শুধু তাই নয়, প্রবেশপত্র থাকা সত্ত্বেও ঢুকতে পারেনি অনেকেই । অনুষ্ঠানে আমন্ত্রিত পোর্ট ট্রাস্টের এক কর্মী জানান, নেতাজি ইন্ডোরে জায়গা নেই । তাই ঢুকতে দিচ্ছে না । আবার হাইকোর্টের এক কর্মী অভিযোগ করেন, মুখ দেখে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হচ্ছে ।
এই ঘটনায় নেতাজি ইন্ডোরের মূল গেটে ক্ষোভ দেখায় অতিথিরা । নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । পরে বাধ্য হয়ে অনুষ্ঠানে ঢুকতে না পেরে ফিরে যায় তারা ।