কলকাতা, ২৯ অক্টোবর: কালীপুজোর (Kali Puja) পর ছট পুজোতেও (Chhath Puja) কড়া পদক্ষেপ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Pollution Control Board) । শুক্রবার রাতে রাজ্যের প্রতিটি পুলিশ কমিশনারেট, পুলিশ সুপার ও জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে । দূষণ রোধে 24 ঘণ্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে । জল দূষণ ও শব্দ দূষণ রোধ করে কীভাবে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভাবে ছট পুজো করা যায়, তার গাইডলাইনও এক প্রকার বলে দেওয়া হয়েছে । কোনও প্রকার ডিজে বাজানো যাবে না বলে জানানো হয়েছে । একই ভাবে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত মাত্র দু’ঘণ্টার জন্য একমাত্র সবুজ বাজি (Green Crackers) পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে । তেমনই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
শুক্রবার রাতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পাঠানো নির্দেশিকায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে । সেখানে জানানো হয়েছে, প্রশাসন নির্ধারিত জলাশয়ে ছট পুজো সম্পন্ন করতে হবে । বর্জ্য ব্যবস্থাপনাতেও নজরদারি চালাতে হবে । পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা করতে হবে । জলে কোনও প্রকার ফুল ফেলা যাবে না । পুজোর সামগ্রী বহনে কোনও প্রকার থার্মোকলের পাতা-প্লেট কিংবা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা যাবে না । পুণ্যার্থীদের পাশাপাশি এবিষয়ে স্থানীয় পুলিশ-প্রশাসনকে কড়া নজরদারির কথা বলা হয়েছে । না হলে আইনত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
দূষণ রোধে বড় নদী কিংবা জলাশয়ের পাশে কৃত্রিম জলাশয় তৈরি করে পুজোর কাজ সম্পন্ন করা যেতে পারে । এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিশেষভাবে উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে । দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের জারি করা নির্দেশের 4 ও 5 নম্বর কলামে শব্দ দূষণ ও বায়ু দূষণেও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে । কড়াকড়িভাবে বলা হয়েছে পুজোর কয়েকদিনে কোনোভাবেই ডিজে বাজানো যাবে না । ফাটানো যাবে না কোনও প্রকার শব্দবাজি । শুধুমাত্র সবুজ বাজি পোড়ানো যেতে পারে । তাও আবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। উল্লিখিত নির্দেশাবলী পালন ও নজরদারির কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: ছট পূজার তারিখ ও পূজার তাৎপর্য