ETV Bharat / state

Politics Over NIA Probe: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ ঘিরে শুরু রাজনৈতিক তরজা - কুণাল ঘোষ

রামনবমীর অশান্তির ঘটনায় বৃহস্পতিবার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই সরগরম রাজ্য রাজনীতি ৷ টুইটে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

BJP TMC comments on Ram Navami Incident
রামনবমী
author img

By

Published : Apr 27, 2023, 2:30 PM IST

কলকাতা, 27 এপ্রিল: রামনবমীতে অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আর এই নিয়েই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছে । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পর টুইট করে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন । বিরোধী দলনেতা তাঁর টুইটে লিখেছেন, "বাংলার রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় এনআইএ তদন্ত দিয়ে মানুষের আস্থা আবার ফেরাল সংবিধানের অভিভাবক । এনআইএ তদন্ত এড়াতে রাজ্য সরকারের কীর্তি ধরে ফেলেছে মাননীয় হাইকোর্ট । হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত । ভয়ের থেকে বড় হোক আপনাদের প্রতি বিশ্বাস ।"

  • The Guardian of the Constitution instilled confidence in the public once again by directing @NIA_India probe into the attacks and disturbances concerning the Ram Nabami processions in West Bengal. The Hon’ble High Court at Calcutta has once again pointed out the mischief of the… pic.twitter.com/wm03484yGo

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের হেড তথা দলের গুরুত্বপূর্ণ নেতা অমিত মালব্যও । তিনি লিখেছেন, "ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের পর রামনবমীতে হিংসার ঘটনা ঘটেছিল । যদিও হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনও ধরনের অশান্তি হয়নি । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন ।"

  • Let us not forget that communal violence broke out on Ramanavami after Mamata Banerjee delivered a provocative speech. She then absolved the minority community of transgression, prejudicing the law enforcement agencies. However, no violence was reported on Hanumanotsav, after… https://t.co/hi0z4M9DUJ

    — Amit Malviya (@amitmalviya) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও । তিনি লিখেছেন, "রামনবমীতে এনআইএ । সেন্ট্রাল এজেন্সি বিজেপিকে আড়াল করে । মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল । বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো তারপর এনআইএর প্রবেশের মঞ্চ করে দাও । বিজেপি শাসিত রাজ্যগুলি এনআইএ দেখতে পায় না । যেমন এফআইআর নেমড শুভেন্দু বিজেপিতে যাওয়ায় সিবিআই এরেস্ট করে না "।

  • রামনবমী NIA.

    Central Agency BJP কে আড়াল করে। মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল।

    বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো, তারপর NIAর প্রবেশের মঞ্চ করে দাও। বিজেপি শাসিত রাজ্যগুলি NIA দেখতে পায় না।

    যেমন CBI FIR Named শুভেন্দু BJP তে যাওয়ায় CBI arrest করে না।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছিল হাওড়ার শিবপুর এবং উত্তরবঙ্গের ডালখোলা । শিবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই হুগলির রিষড়ায় উত্তেজনা ছড়ায় । সেই ঘটনায় এ দিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমীর দিন হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন । নির্দেশে বলা হয়েছে, যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত থানাকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি কেন্দ্রীয় সংস্থাকে দিতে হবে ৷

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 27 এপ্রিল: রামনবমীতে অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আর এই নিয়েই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছে । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পর টুইট করে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন । বিরোধী দলনেতা তাঁর টুইটে লিখেছেন, "বাংলার রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় এনআইএ তদন্ত দিয়ে মানুষের আস্থা আবার ফেরাল সংবিধানের অভিভাবক । এনআইএ তদন্ত এড়াতে রাজ্য সরকারের কীর্তি ধরে ফেলেছে মাননীয় হাইকোর্ট । হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত । ভয়ের থেকে বড় হোক আপনাদের প্রতি বিশ্বাস ।"

  • The Guardian of the Constitution instilled confidence in the public once again by directing @NIA_India probe into the attacks and disturbances concerning the Ram Nabami processions in West Bengal. The Hon’ble High Court at Calcutta has once again pointed out the mischief of the… pic.twitter.com/wm03484yGo

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের হেড তথা দলের গুরুত্বপূর্ণ নেতা অমিত মালব্যও । তিনি লিখেছেন, "ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের পর রামনবমীতে হিংসার ঘটনা ঘটেছিল । যদিও হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনও ধরনের অশান্তি হয়নি । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন ।"

  • Let us not forget that communal violence broke out on Ramanavami after Mamata Banerjee delivered a provocative speech. She then absolved the minority community of transgression, prejudicing the law enforcement agencies. However, no violence was reported on Hanumanotsav, after… https://t.co/hi0z4M9DUJ

    — Amit Malviya (@amitmalviya) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও । তিনি লিখেছেন, "রামনবমীতে এনআইএ । সেন্ট্রাল এজেন্সি বিজেপিকে আড়াল করে । মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল । বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো তারপর এনআইএর প্রবেশের মঞ্চ করে দাও । বিজেপি শাসিত রাজ্যগুলি এনআইএ দেখতে পায় না । যেমন এফআইআর নেমড শুভেন্দু বিজেপিতে যাওয়ায় সিবিআই এরেস্ট করে না "।

  • রামনবমী NIA.

    Central Agency BJP কে আড়াল করে। মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল।

    বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো, তারপর NIAর প্রবেশের মঞ্চ করে দাও। বিজেপি শাসিত রাজ্যগুলি NIA দেখতে পায় না।

    যেমন CBI FIR Named শুভেন্দু BJP তে যাওয়ায় CBI arrest করে না।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছিল হাওড়ার শিবপুর এবং উত্তরবঙ্গের ডালখোলা । শিবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই হুগলির রিষড়ায় উত্তেজনা ছড়ায় । সেই ঘটনায় এ দিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমীর দিন হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন । নির্দেশে বলা হয়েছে, যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত থানাকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি কেন্দ্রীয় সংস্থাকে দিতে হবে ৷

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.