ETV Bharat / state

Panchayat Elections 2023: সুপ্রিম ধাক্কায় কমিশনের ঘাড়ে দায় ঠেলল তৃণমূল, বিরোধীরা গণতন্ত্রের জয় দেখছে - সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবারই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ আদালতের রায়কে গণতন্ত্রের জয় হিসেবেই দেখছে বিরোধীরা ৷ তবে তৃণমূল এই নিয়ে দায় চাপিয়েছে কমিশনের উপরই ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 20, 2023, 5:02 PM IST

Updated : Jun 20, 2023, 5:39 PM IST

কলকাতা, 20 জুন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট । বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি মিশ্রার বেঞ্চ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে মনে করলেন না । যা নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে । শাসক দল তৃণমূল এতদিন কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করলেও এখন নির্বাচন কমিশনের ঘাড়েই দায় ঠেলল ।

অন্যদিক, বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষের জয় দেখছে । মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বিজেপি লড়ছে লড়বে মুরলিধর সেন লেনের নেতাদের বক্তব্য । কংগ্রেসের বক্তব্য, এই জয় মানুষের । ভয় কাটিয়ে ভোট দিতে বুথমুখী হবেন সাধারণ মানুষ । যদিও তৃণমূল নেতারা বলছে, সারা বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছে তৃণমূল । তাই, গার্ডের চিন্তা করে না তৃণমূল ।

এ দিন শীর্ষ আদালত বলেছে, রাজ্য নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান ৷ তারা কেন সুপ্রিম কোর্টে আবেদন করল, এই নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিও প্রশ্ন তুলেছে । আপনাদের নিরপেক্ষতা প্রশ্ন চিহ্নের মুখে আপনারা কেন এসেছেন, এই কথা বলে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে রাজ্য নির্বাচন কমিশনকে । এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট বলে যে কেন্দ্রীয় বাহিনী থাকলে তো আখেরে লাভ রাজ্য নির্বাচন কমিশনের ৷ তাহলে শান্তি অবাধ এবং নিরপেক্ষ ভোট করতে সাহায্য পাবে রাজ্য কমিশন ।

এ দিন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে মামার বাড়ির আবদার করতে গিয়েছিল দু’টি কেসের বিরুদ্ধে ৷ সেই দু’টি কেসই খারিজ হয়ে গিয়েছে । মানুষের পঞ্চায়েত ৷ যাঁদের মানুষই বেছে আনতে পারে সেই ব্যবস্থা উচ্চ আদালত করে দিয়েছে ৷’’

সেই জন্য শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, 11 জুলাই শেষ ব্যালট কাউন্টিং না হওয়া পর্যন্ত কোথাও কোথায় কী অশান্তি হচ্ছে, তা নিয়ে অতন্দ্র প্রহরাই থাকবেন শুভেন্দু অধিকারী নিজেই । আর 11 জুলাই পর্যন্ত কোথাও কোন আইন মানা না হলে প্রত্যেকদিন কোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কি পর্যাপ্ত পুলিশ নেই, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মমতার সরকার

এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ঋজু ঘোষাল বলেন, "পশ্চিমবঙ্গ আজ আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে । একদল ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে । অন্যদিকে সাধারণ মানুষ একজোট হয়ে এই সন্ত্রাস প্রতিরোধ করতে চাইছে । তাই, এই জয় মানুষের । শাসক দল তৃণমূল সাধারণ মানুষের মনে যে সন্ত্রাস ও ভয়ের সৃষ্টি করেছিল, সেসব উপেক্ষা করে নিশ্চিন্তে হতে পারবে । কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটগ্রহণের নির্দেশ দেওয়ায় শীর্ষ আদালকে ধন্যবাদ ।"

যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের প্রতিনিধি আমি নই । এক্ষেত্রে এই রায় নিয়ে তাদের বক্তব্য সম্পর্কে আমি বলতে পারব না । শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের বিরোধিতা করে আদালতে যায়নি । এক্ষেত্রে দলের প্রতিনিধি হিসেবে বলতে পারি তৃণমূল কংগ্রেস হল সেই ছাত্র সারা বছর পড়াশোনা করার পর পরীক্ষার দিন ৷ এটা নিয়ে চিন্তিত থাকে না যে পরীক্ষার হলে পর্যবেক্ষক বা পাহারাদার কে হবে । সে জানে তার প্রস্তুতি ভীষণ ভালো । তাই যিনি পরীক্ষার পর্যবেক্ষক হোন তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব ভালো হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস মমতা বন্দোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে নিয়ে 365 দিন মানুষের পাশে থেকে কাজ করে । সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আশা করে নির্বাচনের দিনে মানুষ ও তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে । এই বিষয়টা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি । আসানসোলের উপনির্বাচনে দেখেছি । সাতটা বাই ইলেকশনে দেখেছি । ওগুলোও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে । তা সত্ত্বেও বাংলার মানুষ বলে দিয়েছে তাদের সমর্থন কাদের সঙ্গে রয়েছে ।"

অন্যদিকে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, আট জনের হত্য়া হয়েছেন ৷ সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় একেবারে যথাযথ ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে গণতন্ত্র সঠিকভাবে মর্যাদা পাবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন

কলকাতা, 20 জুন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট । বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি মিশ্রার বেঞ্চ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে মনে করলেন না । যা নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে । শাসক দল তৃণমূল এতদিন কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করলেও এখন নির্বাচন কমিশনের ঘাড়েই দায় ঠেলল ।

অন্যদিক, বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষের জয় দেখছে । মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বিজেপি লড়ছে লড়বে মুরলিধর সেন লেনের নেতাদের বক্তব্য । কংগ্রেসের বক্তব্য, এই জয় মানুষের । ভয় কাটিয়ে ভোট দিতে বুথমুখী হবেন সাধারণ মানুষ । যদিও তৃণমূল নেতারা বলছে, সারা বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছে তৃণমূল । তাই, গার্ডের চিন্তা করে না তৃণমূল ।

এ দিন শীর্ষ আদালত বলেছে, রাজ্য নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান ৷ তারা কেন সুপ্রিম কোর্টে আবেদন করল, এই নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিও প্রশ্ন তুলেছে । আপনাদের নিরপেক্ষতা প্রশ্ন চিহ্নের মুখে আপনারা কেন এসেছেন, এই কথা বলে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে রাজ্য নির্বাচন কমিশনকে । এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট বলে যে কেন্দ্রীয় বাহিনী থাকলে তো আখেরে লাভ রাজ্য নির্বাচন কমিশনের ৷ তাহলে শান্তি অবাধ এবং নিরপেক্ষ ভোট করতে সাহায্য পাবে রাজ্য কমিশন ।

এ দিন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে মামার বাড়ির আবদার করতে গিয়েছিল দু’টি কেসের বিরুদ্ধে ৷ সেই দু’টি কেসই খারিজ হয়ে গিয়েছে । মানুষের পঞ্চায়েত ৷ যাঁদের মানুষই বেছে আনতে পারে সেই ব্যবস্থা উচ্চ আদালত করে দিয়েছে ৷’’

সেই জন্য শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, 11 জুলাই শেষ ব্যালট কাউন্টিং না হওয়া পর্যন্ত কোথাও কোথায় কী অশান্তি হচ্ছে, তা নিয়ে অতন্দ্র প্রহরাই থাকবেন শুভেন্দু অধিকারী নিজেই । আর 11 জুলাই পর্যন্ত কোথাও কোন আইন মানা না হলে প্রত্যেকদিন কোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কি পর্যাপ্ত পুলিশ নেই, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মমতার সরকার

এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ঋজু ঘোষাল বলেন, "পশ্চিমবঙ্গ আজ আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে । একদল ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে । অন্যদিকে সাধারণ মানুষ একজোট হয়ে এই সন্ত্রাস প্রতিরোধ করতে চাইছে । তাই, এই জয় মানুষের । শাসক দল তৃণমূল সাধারণ মানুষের মনে যে সন্ত্রাস ও ভয়ের সৃষ্টি করেছিল, সেসব উপেক্ষা করে নিশ্চিন্তে হতে পারবে । কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটগ্রহণের নির্দেশ দেওয়ায় শীর্ষ আদালকে ধন্যবাদ ।"

যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের প্রতিনিধি আমি নই । এক্ষেত্রে এই রায় নিয়ে তাদের বক্তব্য সম্পর্কে আমি বলতে পারব না । শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের বিরোধিতা করে আদালতে যায়নি । এক্ষেত্রে দলের প্রতিনিধি হিসেবে বলতে পারি তৃণমূল কংগ্রেস হল সেই ছাত্র সারা বছর পড়াশোনা করার পর পরীক্ষার দিন ৷ এটা নিয়ে চিন্তিত থাকে না যে পরীক্ষার হলে পর্যবেক্ষক বা পাহারাদার কে হবে । সে জানে তার প্রস্তুতি ভীষণ ভালো । তাই যিনি পরীক্ষার পর্যবেক্ষক হোন তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব ভালো হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস মমতা বন্দোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে নিয়ে 365 দিন মানুষের পাশে থেকে কাজ করে । সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আশা করে নির্বাচনের দিনে মানুষ ও তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে । এই বিষয়টা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি । আসানসোলের উপনির্বাচনে দেখেছি । সাতটা বাই ইলেকশনে দেখেছি । ওগুলোও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে । তা সত্ত্বেও বাংলার মানুষ বলে দিয়েছে তাদের সমর্থন কাদের সঙ্গে রয়েছে ।"

অন্যদিকে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, আট জনের হত্য়া হয়েছেন ৷ সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় একেবারে যথাযথ ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে গণতন্ত্র সঠিকভাবে মর্যাদা পাবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন

Last Updated : Jun 20, 2023, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.