ETV Bharat / state

এবার কোরোনায় আক্রান্ত জোড়াসাঁকো থানার এক অফিসার - covid-19

লকডাউন বজায় রাখার জন্য ওই অফিসার যথেষ্ট পরিশ্রম করছিলেন । এর মাঝে দিন চারেক আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । এরপর সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ।

এবার কোরোনায় আক্রান্ত জোড়াসাঁকো থানার পুলিশকর্মী
এবার কোরোনায় আক্রান্ত জোড়াসাঁকো থানার পুলিশকর্মী
author img

By

Published : May 7, 2020, 10:26 PM IST

কলকাতা, 7 মে: দুই অঙ্কে পৌঁছে গেল কলকাতা পুলিশে কোরোনা আক্রান্তের সংখ্যা । এতে চিন্তায় পড়েছে লালবাজার । পার্ক স্ট্রিট থানার পর এবার জোড়াসাঁকো থানার পুলিশ অফিসারের কোরোনায় আক্রান্ত হলেন ।

পুলিশ সূত্রে খবর, লকডাউন বজায় রাখার জন্য ওই অফিসার যথেষ্ট পরিশ্রম করছিলেন । এর মাঝে দিন চারেক আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । প্রথমে জ্বর ও পরে সর্দি, কাশি শুরু হয় । দেরি না করে তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । তারপর ভরতি হন বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে । গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । শেষ কয়েকদিন জোড়াসাঁকো থানার কোন কোন অফিসার তাঁর সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । সেইসব পুলিশকর্মীদের কোয়ারানটিনে পাঠানো হবে বলে লালবাজার সূত্রে খবর । ইতিমধ্যেই জোড়াসাঁকো থানা স‍্যানিটইজ় করা হয়েছে ।

তবে শুধুমাত্র কলকাতায় নয়, গোটা দেশে 900-র উপর পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে ছ'জনের মৃত্যু হয়েছে । তবে কলকাতায় যেভাবে পরপর পুলিশ কর্মীদের কোরোনা আক্রান্ত হওয়ার খবর আসছে তা পদস্থ কর্তাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

কলকাতা, 7 মে: দুই অঙ্কে পৌঁছে গেল কলকাতা পুলিশে কোরোনা আক্রান্তের সংখ্যা । এতে চিন্তায় পড়েছে লালবাজার । পার্ক স্ট্রিট থানার পর এবার জোড়াসাঁকো থানার পুলিশ অফিসারের কোরোনায় আক্রান্ত হলেন ।

পুলিশ সূত্রে খবর, লকডাউন বজায় রাখার জন্য ওই অফিসার যথেষ্ট পরিশ্রম করছিলেন । এর মাঝে দিন চারেক আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । প্রথমে জ্বর ও পরে সর্দি, কাশি শুরু হয় । দেরি না করে তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । তারপর ভরতি হন বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে । গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । শেষ কয়েকদিন জোড়াসাঁকো থানার কোন কোন অফিসার তাঁর সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । সেইসব পুলিশকর্মীদের কোয়ারানটিনে পাঠানো হবে বলে লালবাজার সূত্রে খবর । ইতিমধ্যেই জোড়াসাঁকো থানা স‍্যানিটইজ় করা হয়েছে ।

তবে শুধুমাত্র কলকাতায় নয়, গোটা দেশে 900-র উপর পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে ছ'জনের মৃত্যু হয়েছে । তবে কলকাতায় যেভাবে পরপর পুলিশ কর্মীদের কোরোনা আক্রান্ত হওয়ার খবর আসছে তা পদস্থ কর্তাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.