কলকাতা, 4 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনা চলার মধ্যেই বদল হল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার । যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা । মাত্র পাঁচ মাসের মধ্যেই বদলি হলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল কুমার যাদব । তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হলেন হাওড়ার ডেপুটি কমিশনার প্রবীণ প্রকাশ ।
ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর দলে ফেরার আশা ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা । রবিবার শুভেন্দু মুখ খুলতে পারেন বলে খবর । তার আগে প্রাক্তন পরিবহনমন্ত্রীর খাসতালুক বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে রদবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের । রাজনৈতিক মহলের ধারণা, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার জন্যই সরতে হল তাঁকে ।
আরও পড়ুন : ফের পূর্ব মেদিনীপুরের SP বদল, দায়িত্ব নিচ্ছেন সুনীল কুমার যাদব
জুলাই মাসে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বভার পেয়েছিলেন আইপিএস সুনীল কুমার যাদব । মাত্র পাঁচ মাসের মধ্যেই বদলি হতে হল । পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার করা হল প্রবীণ প্রকাশকে । জলপাইগুড়ি জেলার দেবগ্রামের ব়্যাফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট পদে বদলি করা হল সুনীল কুমার যাদবকে । কলকাতার যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে এটাকে রুটিন বদলি বলে আখ্যা দেওয়া হয়েছে ।