ETV Bharat / state

দুর্গানগরে অর্জুন সিং-এর মিছিল আটকাল পুলিশ - Police stopped BJP rally

গত সপ্তাহে দুর্গানগরেই BJP-র "চায়ে পে চর্চা" অনুষ্ঠানে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ । তারই প্রতিবাদে আজ সকালে দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয় ।

Durganagar
দুর্গানগরে অর্জুন সিং-এর মিছিল আটকাল পুলিশ
author img

By

Published : Aug 30, 2020, 1:42 PM IST

Updated : Aug 30, 2020, 2:09 PM IST

কলকাতা , 30 অগাস্ট : নিমতায় BJP-র মিছিল আটকাল পুলিশ । আজ নিমতার দুর্গানগর থেকে সাংসদ অর্জুন সিংয়ের মিছিল ছিল । সেই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তা আটকে দেয় । এর প্রতিবাদে সেখানেই অবস্থান-বিক্ষোভ করছেন BJP সাংসদ অর্জুন সিং সহ কয়েকশো BJP কর্মী সমর্থক ।

গত সপ্তাহে দুর্গানগরেই BJP-র "চায়ে পে চর্চা"-য় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ । এমনকী BJP সমর্থকদের নাকি মারধরও করা হয় । ফলে বাতিল করতে হয় সেই কর্মসূচি । এরই প্রতিবাদে আজ সকালে দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয় । এই নিয়ে BJP কর্মী-সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । এরপরই অবস্থান-বিক্ষোভ শুরু করে BJP ।

শুনে নিন BJP সাংসদ অর্জুন সিং-এর বক্তব্য

পুলিশের আচরণে ক্ষুব্ধ অর্জুন সিং বলেন, "মাত্র ছয় মাসের জন্য আছে এই সরকার । দুর্গাপুজোর বিসর্জনের পর এই সরকারের বিসর্জন নিশ্চিত । বাংলার ছাত্র-যুবক , কৃষক , মহিলা সমাজের কথা ভেবে আন্দোলনের শক্তি বাঁচিয়ে রাখতে হবে । এই লড়াই গণরোষে পরিণত হবে । সেই ধৈর্য্য রাখতে হবে । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করার জন্য তৈরি হয়ে আছে । "

কলকাতা , 30 অগাস্ট : নিমতায় BJP-র মিছিল আটকাল পুলিশ । আজ নিমতার দুর্গানগর থেকে সাংসদ অর্জুন সিংয়ের মিছিল ছিল । সেই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তা আটকে দেয় । এর প্রতিবাদে সেখানেই অবস্থান-বিক্ষোভ করছেন BJP সাংসদ অর্জুন সিং সহ কয়েকশো BJP কর্মী সমর্থক ।

গত সপ্তাহে দুর্গানগরেই BJP-র "চায়ে পে চর্চা"-য় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ । এমনকী BJP সমর্থকদের নাকি মারধরও করা হয় । ফলে বাতিল করতে হয় সেই কর্মসূচি । এরই প্রতিবাদে আজ সকালে দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয় । এই নিয়ে BJP কর্মী-সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । এরপরই অবস্থান-বিক্ষোভ শুরু করে BJP ।

শুনে নিন BJP সাংসদ অর্জুন সিং-এর বক্তব্য

পুলিশের আচরণে ক্ষুব্ধ অর্জুন সিং বলেন, "মাত্র ছয় মাসের জন্য আছে এই সরকার । দুর্গাপুজোর বিসর্জনের পর এই সরকারের বিসর্জন নিশ্চিত । বাংলার ছাত্র-যুবক , কৃষক , মহিলা সমাজের কথা ভেবে আন্দোলনের শক্তি বাঁচিয়ে রাখতে হবে । এই লড়াই গণরোষে পরিণত হবে । সেই ধৈর্য্য রাখতে হবে । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করার জন্য তৈরি হয়ে আছে । "

Last Updated : Aug 30, 2020, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.