ETV Bharat / state

ওত পেতে গোয়েন্দারা, ট্রেন থেকে নামতেই পাকড়াও জালনোট পাচারকারী - malda

জালনোট সহ এক পাচারকারীকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করল পুলিশ। নাম সাহাবুল শেখ । বাড়ি মালদার কালিয়াচকে । তার কাছ থেকে আড়াই লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ।

সাহাবুল শেখ
author img

By

Published : Apr 19, 2019, 12:18 PM IST

Updated : Apr 19, 2019, 12:31 PM IST

কলকাতা, ১৯ এপ্রিল : ট্রানজ়িট পয়েন্ট ছিল কলকাতা । জালনোট পাচারের "রেড করিডর" মালদা থেকে তা আনা হয় কলকাতায় । শহরে হাজির হয় ভিন রাজ্যের জালনোট চক্রীরা । তারপর তা ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে । সঙ্গে কলকাতাতেও জালনোট চক্রের কার্যপ্রণালী এটাই । আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে জালনোট চক্রের এক চক্রীকেও ।

STF সূত্রে খবর, গত রাত নটা নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে আসে সাহাবুল শেখ। বাড়ি মালদার কালিয়াচকে। খবর ছিল পুলিশের কাছে। জানা যায়, জালনোট নিয়ে শহরে ঢুকেছে সাহাবুল। ওত পেতে ছিল পুলিশ। ট্রেন শিয়ালদায় পৌঁছাতেই তাকে আটক করেন STF-এর গোয়েন্দারা। উদ্ধার হয় আড়াই লাখ টাকার জালনোট।

পুলিশ সূত্রে খবর, মালদার বৈষ্ণবনগরের দীপক মণ্ডল ওরফে ভোলা এবং জয় মণ্ডল এই চক্রের অন্যতম পাণ্ডা। কলকাতা শহরে জালনোট ছড়িয়ে দেওয়া ছিল তাদের লক্ষ্য। গত ৯ মার্চ বউবাজার থানা এলাকার চাঁদনিচকে জালনোটের হাত বদলের ছক ছিল তাদের। খবর পেয়ে চাঁদনিচক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে STF-এর গোয়েন্দারা। উদ্ধার হয় ৮ লাখ টাকার জালনোট। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যায়। তাদেরই একজন সাহাবুল। তাকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

কলকাতা, ১৯ এপ্রিল : ট্রানজ়িট পয়েন্ট ছিল কলকাতা । জালনোট পাচারের "রেড করিডর" মালদা থেকে তা আনা হয় কলকাতায় । শহরে হাজির হয় ভিন রাজ্যের জালনোট চক্রীরা । তারপর তা ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে । সঙ্গে কলকাতাতেও জালনোট চক্রের কার্যপ্রণালী এটাই । আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে জালনোট চক্রের এক চক্রীকেও ।

STF সূত্রে খবর, গত রাত নটা নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে আসে সাহাবুল শেখ। বাড়ি মালদার কালিয়াচকে। খবর ছিল পুলিশের কাছে। জানা যায়, জালনোট নিয়ে শহরে ঢুকেছে সাহাবুল। ওত পেতে ছিল পুলিশ। ট্রেন শিয়ালদায় পৌঁছাতেই তাকে আটক করেন STF-এর গোয়েন্দারা। উদ্ধার হয় আড়াই লাখ টাকার জালনোট।

পুলিশ সূত্রে খবর, মালদার বৈষ্ণবনগরের দীপক মণ্ডল ওরফে ভোলা এবং জয় মণ্ডল এই চক্রের অন্যতম পাণ্ডা। কলকাতা শহরে জালনোট ছড়িয়ে দেওয়া ছিল তাদের লক্ষ্য। গত ৯ মার্চ বউবাজার থানা এলাকার চাঁদনিচকে জালনোটের হাত বদলের ছক ছিল তাদের। খবর পেয়ে চাঁদনিচক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে STF-এর গোয়েন্দারা। উদ্ধার হয় ৮ লাখ টাকার জালনোট। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যায়। তাদেরই একজন সাহাবুল। তাকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

Intro:কলকাতা, ১৯ এপ্রিল: ট্রানজিট পয়েন্ট ছিল কলকাতা। জাল নোট পাচারের “ রেড করিডর" মালদা থেকে তা আনা হয় কলকাতায়। শহরে হাজির হয় ভিন রাজ্যের জাল নোট চক্রীরা। তারপর তা ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে। সঙ্গে কলকাতাতেও জালনোট চক্রের কার্যপ্রণালী এটাই। আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে এমনই জাল নোট চক্রের এক চক্রীকে।
Body:STF সূত্রে খবর, গত রাত নটা নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে আসে সাহাবুল শেখ। বাড়ি মালদার কালিয়াচকে। খবর ছিল পুলিশের কাছে। জানা যায়, জাল নোট নিয়ে শহরের ঢুকেছে সাহাবুল। ওত পেতে ছিল পুলিশ। ট্রেনে শিয়ালদায় পৌঁছতেই তাকে আটক করে STF এর গোয়েন্দারা। উদ্ধার হয় আড়াই লাখ টাকার জাল নোট।
Conclusion:পুলিশ সূত্রে খবর, মালদার বৈষ্ণবনগরের দীপক মন্ডল ওরফে ভোলা এবং জয় মন্ডল এই চক্রের অন্যতম পাণ্ডা। তাদের লক্ষ্য ছিল কলকাতা শহরে জাল নোট ছড়িয়ে দেওয়া। গত ৯ মার্চ বউবাজার থানা এলাকার চাঁদনীচকে জাল নোটের হাত বদলের ছক ছিল তাদের। খবর ছিল কলকাতা পুলিশের কাছে। সেইমতো সাদা পোশাকে অপেক্ষা করছিলেন STF এর গোয়েন্দারা। হাতেনাতে জাল নোট পাচার চক্রের ওই দুই চক্রীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় ৮ লাখ টাকার জাল নোট। তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যায়। তাদেরই একজন সাহাবুল। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে লালবাজার সূত্রে খবর।

Last Updated : Apr 19, 2019, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.