কলকাতা, 15 মে : অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায় যাবতীয় সন্দেহের তির এবার তাঁর পুরুষ সঙ্গীর দিকে । ইতিমধ্যেই মৃতা অভিনেত্রীর লিভ-ইন পার্টনারের সঙ্গে কথা বলছেন গোয়েন্দারা (Mysterious death of Actress Pallavi Dey)।
জানা গিয়েছে, ঘটনার দিন ওই অভিনেত্রী তাঁর লিভ-ইন পার্টনারের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন ৷ শেষ কয়েক মিনিটে তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়েছিল কিনা তা জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে থেকে এক যুবকের সঙ্গে পল্লবী দে-র সম্পর্ক গড়ে ওঠে । প্রথমাবস্থায় তাঁরা হাওড়ায় থাকলেও পরবর্তীকালে তাঁরা কলকাতায় গলফার গাঙ্গুলি বাগান এলাকায় চলে আসেন । এদিন সকালে ওই যুবক পল্লবীর ঘর থেকে বেরিয়ে সিগারেট খেতে গিয়েছিলেন । তাঁর দাবি, সিগারেট খেয়ে ঘরে ঢুকতেই তিনি দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে পল্লবী ৷ আর এখানেই যাবতীয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের কাছে ।
আরও পড়ুন : 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ
প্রশ্ন যখনই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় তাঁর পুরুষ সঙ্গী দেখতে পেলেন, সেই সময় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করতে এত বিলম্ব কেন করলেন? পাশাপাশি শেষ কয়েক মিনিটে এমনকী হয়েছিল যে ঘরের বাইরে কয়েক মিনিটের জন্য তিনি বেরোতেই পল্লবী এই কাণ্ড ঘটালেন? তবে কি তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল?
ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা পল্লবীর ফেসবুক প্রোফাইল লক করেছেন । ফেসবুক প্রোফাইল লক করতেই তাঁরা দেখতে পান 2021 সালের 19 জুলাই তাঁর সম্পর্কে স্ট্যাটাস ছিল 'ইন এ রিলেশনশিপ' । অর্থাৎ বছর খানেক আগে সম্পর্কের কথা জনসমক্ষে এনেছিলেন অভিনেত্রী ৷