কলকাতা, 29 ডিসেম্বর: রাত পোহালেই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । তবে প্রধানমন্ত্রী আসার জন্য বৃহস্পতিবার গান্ধিমূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ ফাঁকা করতে বলল ময়দান পুলিশ(Police Ordered SLST Job Candidates to Vacate the Dharna Stage for Arrival of PM Modi)।
পুলিশের থেকে নির্দেশ আসার পরই বৈঠকে বসেন চাকরিপ্রার্থীরা ৷ সেখানেই তাঁরা ঠিক করেন প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে তাঁরা শুক্রবার ধরনা মঞ্চ ফাঁকা করে দেবেন ৷ একই সঙ্গে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ধরনায় বসেছিলেন তাঁদের কাছে পুলিশি নির্দেশ যাওয়ার পর তাঁরাও ধরনা মঞ্চ ফাঁকা করার কথা মেনে নেন ৷
আরও পড়ুন : শুধু বন্দে ভারতের উদ্বোধন নয়, বাংলাকে প্রায় 8 হাজার কোটির প্রকল্প দেবেন মোদি
দুর্গাপুজোর কার্নিভাল হোক কিংবা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সবেতেই নিরাপত্তার জন্য নিজেদের জায়গা ছাড়তে হয় রাজ্যের যোগ্য হবু শিক্ষকদের । এবারও তার অন্যথা হল না । গান্ধিমূর্তির পাদদেশে প্রায় 700 দিন চাকরির দাবি নিয়ে রাস্তায় অবস্থানরত নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে ওই স্থান ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন । ই-মেলের মাধ্যমে ময়দান থানার পুলিশ জানিয়েছে, 30 ডিসেম্বর গান্ধিমূর্তির পাদদেশে আন্দোলন বন্ধ রাখতে হবে ।
প্রসঙ্গত, দুর্গাপুজোর কার্নিভালের সময়ও নিরাপত্তার কারণ দেখিয়ে ওই এলাকা ফাঁকা রাখতে বলা হয় চাকরিপ্রার্থীদের । ওই ধরনা মঞ্চের একটু দূরেই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত প্রাথমিক, আপার প্রাইমারি, গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা । ওই দিন তাঁদেরকেও বসতে মানা করা হয়েছিল এবং এই দুই ধরনা মঞ্চই সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় ।
আরও পড়ুন : ইটিভি ভারতের খবরের জের, বন্দে ভারত থামবে শুনে খুশির হাওয়া বোলপুরে