কলকাতা, 13 মার্চ : কর্মজীবনে বিশেষ অবদানের জন্য পুলিশকর্মী এবং আধিকারিকদের প্রতি বছর পুলিশ মেডেল দেন রাষ্ট্রপতি । 2016 সাল থেকে এই পুরস্কারপ্রদান স্থগিত থাকার পর এবার একেবারে তিনবছরের মেডেল একবারে দেওয়া হচ্ছে । এতে পুলিশ বিভাগে বিশেষ অবদানের জন্য নাম রয়েছে কলকাতা পুলিশ কমশনার অনুজ শর্মার । কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ মিলিয়ে তালিকায় নাম রয়েছে মোট 53 জনের ।
উল্লেখযোগ্য অবদানের জন্য 2016 সালে ডিস্টিংগুইশ সার্ভিস মেডেল পুরষ্কারে মনোনীত হয়েছেন অনুজ শর্মা, IPS- IGP, HQ ও শ্রী সিদ্ধান্ত গুপ্তা, IPS IGP । মনোনীত হয়েছেন গাঙ্গেশ্বর সিং, IPS, ADG, IB WB এবং জয়ন্ত কুমার বসু, IPS, স্পেশাল, কলকাতা পুলিশ । এই একই সালে মেরিটরিয়াস সার্ভিস মেডেলের জন্য মনোনিত হয়েছেন বাস্তব বৈদ্য, IPS কলকাতা পুলিশ, সেন্ট্রাল ডিভিশন, সুজয়কুমার চন্দ, IPS, DC, ওয়ারলেস, কলকাতা পুলিশ, মানসকুমার বণিক, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ, কলকাতা পুলিশ, দেবব্রত দাস, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, নুরুল আবসার, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, সুমন মুখোপাধ্যায়, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, পবিত্রকুমার মুখোপাধ্যায়, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, দেবজিৎ ভট্টাচার্য, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, চিত্রদীপ পাণ্ডে, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ । রাজীব গঙ্গোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ, কলকাতা পুলিশ, কাজ়ি আবদুল কাদের, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ, কলকাতা । বোধায়ন রায়, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ, কলকাতা, সুব্রত ভট্টাচার্য, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ । শুভেন্দু বারিক, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ । সুদর্শনা দাস,ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, বকুলরানি মিত্র, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, গোলাম হোসেন, সাব-ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, প্রদীপ সরকার, পুলিশ চালক, কলকাতা পুলিশ ।
2017 সালে ডিস্টিংগুইশ সার্ভিস মেডেল পুরস্কারে মনোনীত হয়েছেন চম্পক ভট্টাচার্য, IPS, Jt.CP । এই একই বছরে মেরিটোরিয়াস সার্ভিস মেডেলের জন্য মনোনীত হয়েছেন বিশ্বজিৎ ঘোষাল, ইনস্পেক্টর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, কলকাতা পুলিশ । শান্তনু চট্টোপাধ্যায়, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ, মহম্মদ ওয়াইলুল ইসলাম,ইনস্পেক্টর, কলকাতা পুলিশ ও লক্ষ্মীনারায়ণ পান, ইনস্পেক্টর, কলকাতা পুলিশ ।
প্রত্যেককে আগামী এপ্রিল মাসের শেষের দিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মানিত এই পুরস্কারে সম্মানিত করবেন বলে জানা গেছে ।