ETV Bharat / state

মাস্ক-স্যানিটাইজ়ার বিলি সাংসদের দেহরক্ষীর

ডিউটি থেকে ফেরার পথে গতকাল SSKM হাসপাতালে গিয়ে বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজ়ার বিলি করলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী বাপন দাস ৷

police man distributed free mask soap and sanitizer at SSKM hospital
বিনামূল্যে মাস্ক বিলি করলেন পুলিশকর্মী
author img

By

Published : Aug 21, 2020, 12:59 PM IST

Updated : Aug 21, 2020, 2:19 PM IST

কলকাতা, 21 অগাস্ট : পেশায় পুলিশের একজন কর্মী হলেও নেশায় তিনি একজন সমাজকর্মী । কম বয়স থেকেই মানুষের জন্য কিছু করার নেশা তাঁর । উত্তরবঙ্গে থাকার সময়ও তাঁকে এই ভূমিকায় দেখা গিয়েছে । এবার কলকাতায় SSKM হাসপাতালে বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজ়ার বিলি করলেন স্পেশাল ব্রাঞ্চের এই পুলিশকর্মী ।

নাম বাপন দাস ৷ বর্তমানে দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী হিসাবে কর্মরত । অনেক কম বয়স থেকেই মানুষের জন্য কিছু করার নেশা তাঁর । কর্মসূত্রে কলকাতায় থাকলেও তিনি শিলিগুড়ির বাসিন্দা । COVID-19-এর কারণে লকডাউনের জেরে 74 দিন তাঁর উদ্যোগে শিলিগুড়িতে দুঃস্থ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল । শিলিগুড়িতে এই উদ্যোগ তিনি শুরু করেছিলেন । তাঁর এই উদ্যোগে সামিল হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ । যখনই ছুটি থাকে তখনই মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন । সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ।

বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজ়ার বিলি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী বাপন দাসের

কলকাতার জন্য কিছু করার ইচ্ছা ছিল তাঁর । গতকাল ডিউটি থেকে ফেরার পথে চলে যান SSKM হাসপাতালে । দুপুরে সেখানে প্রায় 100 জনের হাতে বিনামূল্যে মাস্ক তুলে দেন ৷ পাশাপাশি কাউকে সাবান, কাউকে হ্যান্ড স্যানিটাইজ়ারও বিলি করেন । হাসপাতালে কর্তব্যরত কয়েকজন পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী বিনামূল্যে তাঁর কাছ থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজ়ার নিয়েছেন ।

কলকাতায় চিকিৎসা করাতে এসে রোগীর পরিজনরা যাতে থাকতে পারেন, তারজন্য একটি বাড়ির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁর । কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই পুলিশকর্মীর প্রশ্ন, "আর্মির কেউ যেমন গর্ব করে বলতে পারেন যে তিনি আর্মি । পুলিশ হিসাবে কেন গর্ব করে বলা যায় না, আমি একজন পুলিশকর্মী?"

কলকাতা, 21 অগাস্ট : পেশায় পুলিশের একজন কর্মী হলেও নেশায় তিনি একজন সমাজকর্মী । কম বয়স থেকেই মানুষের জন্য কিছু করার নেশা তাঁর । উত্তরবঙ্গে থাকার সময়ও তাঁকে এই ভূমিকায় দেখা গিয়েছে । এবার কলকাতায় SSKM হাসপাতালে বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজ়ার বিলি করলেন স্পেশাল ব্রাঞ্চের এই পুলিশকর্মী ।

নাম বাপন দাস ৷ বর্তমানে দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী হিসাবে কর্মরত । অনেক কম বয়স থেকেই মানুষের জন্য কিছু করার নেশা তাঁর । কর্মসূত্রে কলকাতায় থাকলেও তিনি শিলিগুড়ির বাসিন্দা । COVID-19-এর কারণে লকডাউনের জেরে 74 দিন তাঁর উদ্যোগে শিলিগুড়িতে দুঃস্থ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল । শিলিগুড়িতে এই উদ্যোগ তিনি শুরু করেছিলেন । তাঁর এই উদ্যোগে সামিল হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ । যখনই ছুটি থাকে তখনই মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন । সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ।

বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজ়ার বিলি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী বাপন দাসের

কলকাতার জন্য কিছু করার ইচ্ছা ছিল তাঁর । গতকাল ডিউটি থেকে ফেরার পথে চলে যান SSKM হাসপাতালে । দুপুরে সেখানে প্রায় 100 জনের হাতে বিনামূল্যে মাস্ক তুলে দেন ৷ পাশাপাশি কাউকে সাবান, কাউকে হ্যান্ড স্যানিটাইজ়ারও বিলি করেন । হাসপাতালে কর্তব্যরত কয়েকজন পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী বিনামূল্যে তাঁর কাছ থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজ়ার নিয়েছেন ।

কলকাতায় চিকিৎসা করাতে এসে রোগীর পরিজনরা যাতে থাকতে পারেন, তারজন্য একটি বাড়ির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁর । কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই পুলিশকর্মীর প্রশ্ন, "আর্মির কেউ যেমন গর্ব করে বলতে পারেন যে তিনি আর্মি । পুলিশ হিসাবে কেন গর্ব করে বলা যায় না, আমি একজন পুলিশকর্মী?"

Last Updated : Aug 21, 2020, 2:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.