বিধাননগর, 13 এপ্রিল : লেকটাউনে প্রচার করছিলেন বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। পাছে রোদ লেগে যায়, তাই প্রার্থীকে রোদ থেকে বাঁচাতে এবার তাঁর মাথায় ছাতা ধরলেন এক পুলিশকর্মী। সেই ছাতাও আবার তৃণমূলের প্রতীক চিহ্ন সম্বলিত। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। বিরোধীদের তোপ, পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বানিয়ে ফেলেছে তৃণমূল। প্রশ্ন উঠছে, এভাবে রাজনৈতিক প্রচারে তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা ছাতা কি হাতে নিতে পারে পুলিশ ?
লেকটাউন অঞ্চলে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করেন মন্ত্রী সুজিত বসু। সেই মিছিলের সামনে একটি হুডখোলা গাড়িতে কাকলি ঘোষ দস্তিদারের মাথায় ছাতা ধরতে দেখা যায় এক পুলিশকর্মীকে। সেই ছাতা আবার তৃণমূলের প্রতীক চিহ্ন সম্বলিত। কাকলি ঘোষ দস্তিদারের বিপরীতে BJP প্রার্থী হয়েছেন মৃণালকান্তি দেবনাথ। মৃণালবাবু বলেন, "একজন প্রার্থী, তাঁর মাথায় যদি পুলিশ ছাতা ধরে এটা আমার কাছে বেআইনি মনে হয়। পুলিশ মানে প্রশাসক। প্রশাসক সাহায্য করতে পারে তাই বলে ছাতা মাথায় ধরবে ! গণতন্ত্রে এই রকম ঘটনা আগে দেখেনি। এমন কী শুনিওনি। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন।"