ETV Bharat / state

রোদে প্রচার কাকলির, ছাতা ধরল পুলিশ - congress

লেকটাউনে প্রচার করছিলেন বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। সেখানেই তাঁর মাথায় ছাতা ধরলেন এক পুলিশকর্মী।

কাকলি ঘোষদস্তিদার
author img

By

Published : Apr 13, 2019, 9:06 PM IST

বিধাননগর, 13 এপ্রিল : লেকটাউনে প্রচার করছিলেন বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। পাছে রোদ লেগে যায়, তাই প্রার্থীকে রোদ থেকে বাঁচাতে এবার তাঁর মাথায় ছাতা ধরলেন এক পুলিশকর্মী। সেই ছাতাও আবার তৃণমূলের প্রতীক চিহ্ন সম্বলিত। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। বিরোধীদের তোপ, পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বানিয়ে ফেলেছে তৃণমূল। প্রশ্ন উঠছে, এভাবে রাজনৈতিক প্রচারে তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা ছাতা কি হাতে নিতে পারে পুলিশ ?

লেকটাউন অঞ্চলে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করেন মন্ত্রী সুজিত বসু। সেই মিছিলের সামনে একটি হুডখোলা গাড়িতে কাকলি ঘোষ দস্তিদারের মাথায় ছাতা ধরতে দেখা যায় এক পুলিশকর্মীকে। সেই ছাতা আবার তৃণমূলের প্রতীক চিহ্ন সম্বলিত। কাকলি ঘোষ দস্তিদারের বিপরীতে BJP প্রার্থী হয়েছেন মৃণালকান্তি দেবনাথ। মৃণালবাবু বলেন, "একজন প্রার্থী, তাঁর মাথায় যদি পুলিশ ছাতা ধরে এটা আমার কাছে বেআইনি মনে হয়। পুলিশ মানে প্রশাসক। প্রশাসক সাহায্য করতে পারে তাই বলে ছাতা মাথায় ধরবে ! গণতন্ত্রে এই রকম ঘটনা আগে দেখেনি। এমন কী শুনিওনি। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন।"

বিধাননগর, 13 এপ্রিল : লেকটাউনে প্রচার করছিলেন বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। পাছে রোদ লেগে যায়, তাই প্রার্থীকে রোদ থেকে বাঁচাতে এবার তাঁর মাথায় ছাতা ধরলেন এক পুলিশকর্মী। সেই ছাতাও আবার তৃণমূলের প্রতীক চিহ্ন সম্বলিত। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। বিরোধীদের তোপ, পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বানিয়ে ফেলেছে তৃণমূল। প্রশ্ন উঠছে, এভাবে রাজনৈতিক প্রচারে তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা ছাতা কি হাতে নিতে পারে পুলিশ ?

লেকটাউন অঞ্চলে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করেন মন্ত্রী সুজিত বসু। সেই মিছিলের সামনে একটি হুডখোলা গাড়িতে কাকলি ঘোষ দস্তিদারের মাথায় ছাতা ধরতে দেখা যায় এক পুলিশকর্মীকে। সেই ছাতা আবার তৃণমূলের প্রতীক চিহ্ন সম্বলিত। কাকলি ঘোষ দস্তিদারের বিপরীতে BJP প্রার্থী হয়েছেন মৃণালকান্তি দেবনাথ। মৃণালবাবু বলেন, "একজন প্রার্থী, তাঁর মাথায় যদি পুলিশ ছাতা ধরে এটা আমার কাছে বেআইনি মনে হয়। পুলিশ মানে প্রশাসক। প্রশাসক সাহায্য করতে পারে তাই বলে ছাতা মাথায় ধরবে ! গণতন্ত্রে এই রকম ঘটনা আগে দেখেনি। এমন কী শুনিওনি। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন।"

Intro:সৌগত রায়ের সমর্থনে বিরাটি তে মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার মহিলা কর্মীরা মিছিলে পা মেলায়। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


Body:তিনি বলেন দমদম থেকে সৌগত রায়ের জয় নিশ্চিত। মহিলা পুরুষ বয়স নির্বিশেষে সৌগত রায়ের সমর্থনে নেমেছে। বিরাটি পাঠান পুর মোড় থেকে মহাজাতি অব্দি প্রায় দুই কিলোমিটার মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা ও পুরুষ। মহাজাতি মাঠে এদিন মিছিল শেষে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সেই সভায় বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য সৌগত রায় প্রমূখ।


Conclusion:গতকাল দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য এর উপর হামলা করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই মিছিলে হামলা চালায় । এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গতকাল আমি অযোধ্যায় ছিলাম সেখানেই খবর পেয়েছি খোঁজ নিয়ে দেখছি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.