কলকাতা, 23 ফেব্রুয়ারি : রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকল পুলিশ। দীর্ঘক্ষণ পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। দাঁড় করিয়ে রাখা হয় বাড়ির বাইরে। তারপর বিকেল 5টা নাগাদ পুলিশকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়।
মাদক পাচার কাণ্ডে নাম জড়ায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের। তাঁকে লালবাজারে ডেকে পাঠায় পুলিশ। কিন্তু বিশেষ কাজে রাজ্য়ের বাইরে যাওয়ায় তিনি লালবাজারে যেতে পারবেন না বলে জনিয়ে দেন। কিন্তু দুপুর 2টো নাগাদ রাকেশ সিংয়ের বাড়িতে পৌঁছায় প্রচুর পুলিশ। সেখানে তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয় রাকেশের ছেলে। রীতিমতো তর্ক করতে থাকেন তিনি। অবশেষে 5টা নাগাদ ভিতরে ঢুকতে পারে পুলিশ। নিয়ে যাওয়া হয় ছেনি, হাতুড়ি।
এদিকে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার আরজি জানিয়েছিলেন রাকেশ সিং। সেই আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রাকেশের ওই আবেদন খারিজ করে দেন। তদন্তকারী অফিসারদের সাথে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে রাকেশ সিংকে।