ETV Bharat / state

Student Death in Jadavpur University: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যু, আটক 3 আবাসিক

যাদবপুর বিশ্ববিদ্যলয়ের পড়ুয়ার স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে সন্দেহভাজন তিনজন সিনিয়র পড়ুয়াকে আটক করল পুলিশ ৷ ডিভিশনাল ডিসির নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল এই তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছেন ।

ETV Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Aug 10, 2023, 6:29 PM IST

কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় সন্দেহজনক তিন পডুয়াকে বৃহস্পতিবার দুপুরে আটক করল পুলিশ ৷ অভিরূপ ঝা, মহম্মদ আরিফ, আসিফ আনসারিকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কালিতা । তাঁর নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল এই তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছেন ।

লাল বাজার সূত্রে খবর, প্রথম পর্যায়ে এই তিন ছাত্রকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে । পরে তাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে, সেই বক্তব্যের বয়ান রেকর্ড করবেন তদন্তকারী আধিকারিকরা । এই তিন ছাত্র মৃত স্বপ্নদীপের হোস্টেলে আবাসিক ৷ সংশ্লিষ্ট হোস্টেলে তারা বেশ প্রভাবশালী বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনার নেপথ্যে ব়্যাগিংয়ের কোনও ঘটনা রয়েছে কিনা তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা । মৃত পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা । '

আরও পডু়ন: স্বপ্নদীপের মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ, প্রশ্নের মুখে যাদবপুর

জানা গিয়েছে, স্বপ্নদীপ কুন্ডু নামে প্রথম বর্ষের ওই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র ৷ তবে সে বেশি হোস্টেলে থাকত না। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷ কিন্তু গত দু’দিন ধরে সে সংশ্লিষ্ট হোস্টেলের কোনও এক বন্ধুর গেস্ট হিসেবে সেখানে দিন কাটাতো । প্রশ্ন উঠেছে , কেন ভাড়া বাড়ি ছেড়ে হোস্টেলে ওই বন্ধুর কাছে যেত স্বপ্নদীপ ? নাকি তাকে সেখানে যেতে কেউ বাধ্য করা হত ? গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : ভরতি হয়েছিলেন দু'দিন আগেই, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু

বুধবার রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় স্বপ্নদীপের । পরিবারের অভিযোগ, ব়্যাগিংয়ের কারণেই মৃত্যু হয়েছে তাঁদের ছেলের। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় ৷ নিছকই আত্মহত্যা নাকি ব়্যাগিংয়ের কারণেই স্বপ্নদীপ চিরতরে শেষ, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তাকরীরা ৷ এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান হোমিসাইড বিভাগের আধিকারিকরাও ৷

কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় সন্দেহজনক তিন পডুয়াকে বৃহস্পতিবার দুপুরে আটক করল পুলিশ ৷ অভিরূপ ঝা, মহম্মদ আরিফ, আসিফ আনসারিকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কালিতা । তাঁর নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল এই তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছেন ।

লাল বাজার সূত্রে খবর, প্রথম পর্যায়ে এই তিন ছাত্রকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে । পরে তাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে, সেই বক্তব্যের বয়ান রেকর্ড করবেন তদন্তকারী আধিকারিকরা । এই তিন ছাত্র মৃত স্বপ্নদীপের হোস্টেলে আবাসিক ৷ সংশ্লিষ্ট হোস্টেলে তারা বেশ প্রভাবশালী বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনার নেপথ্যে ব়্যাগিংয়ের কোনও ঘটনা রয়েছে কিনা তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা । মৃত পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা । '

আরও পডু়ন: স্বপ্নদীপের মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ, প্রশ্নের মুখে যাদবপুর

জানা গিয়েছে, স্বপ্নদীপ কুন্ডু নামে প্রথম বর্ষের ওই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র ৷ তবে সে বেশি হোস্টেলে থাকত না। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷ কিন্তু গত দু’দিন ধরে সে সংশ্লিষ্ট হোস্টেলের কোনও এক বন্ধুর গেস্ট হিসেবে সেখানে দিন কাটাতো । প্রশ্ন উঠেছে , কেন ভাড়া বাড়ি ছেড়ে হোস্টেলে ওই বন্ধুর কাছে যেত স্বপ্নদীপ ? নাকি তাকে সেখানে যেতে কেউ বাধ্য করা হত ? গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : ভরতি হয়েছিলেন দু'দিন আগেই, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু

বুধবার রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় স্বপ্নদীপের । পরিবারের অভিযোগ, ব়্যাগিংয়ের কারণেই মৃত্যু হয়েছে তাঁদের ছেলের। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় ৷ নিছকই আত্মহত্যা নাকি ব়্যাগিংয়ের কারণেই স্বপ্নদীপ চিরতরে শেষ, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তাকরীরা ৷ এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান হোমিসাইড বিভাগের আধিকারিকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.