কলকাতা, 28 সেপ্টেম্বর : কলকাতার কয়েকটি রেস্তরাঁয় লুকিয়ে চলছে জুয়ার আসর ৷ সূত্র মারফত খবর পেয়েছিল গোয়েন্দা বিভাগ ৷ জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলে জুয়ার আসর ৷ মোট তিনটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে দু'টিতে সাফল্য পেয়েছে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে আরসালান রেস্তরাঁর মালিক আখতার পারভেজ়-সহ 14 জনকে ৷
যে রেস্তরাঁয় জুয়ার আসর বসেছিল সেটির মালিক নাকি আরসালান কর্তা আখতার। তিনিও পোকার বোর্ডে ছিলেন । খেলছিলেন জুয়া । তখন সেখানে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা। প্রথমে আখতার সহ কয়েকজনকে আটক করা হয়েছে ৷ পরে গ্রেপ্তার করা হয় ৷
এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, ক্যামাক স্ট্রিট এলাকায় তিনটি রেস্তরাঁয় পোকার বোর্ড চলছিল বলে খবর ছিল। সেই সূত্রেই অভিযান চালানো হয় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ এ ক্যামাক স্ট্রিটের ফ্রেন্ডস ক্লাব থেকে সাত জন এবং ২০৯ এ এজেসি বোস রোডে লিও ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় আরও সাত জনকে ৷