ETV Bharat / state

রেস্তরাঁর আড়ালে জুয়ার আসরের অভিযোগ, গ্রেপ্তার আরসালান কর্তা - কলকাতা

কলকাতার মোট তিনটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরসালান রেস্তরাঁর মালিক আখতার পারভেজকে ৷ এই ঘটনায় মোট 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

জুয়া
author img

By

Published : Sep 28, 2019, 11:44 PM IST

Updated : Sep 29, 2019, 10:20 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : কলকাতার কয়েকটি রেস্তরাঁয় লুকিয়ে চলছে জুয়ার আসর ৷ সূত্র মারফত খবর পেয়েছিল গোয়েন্দা বিভাগ ৷ জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলে জুয়ার আসর ৷ মোট তিনটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে দু'টিতে সাফল্য পেয়েছে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে আরসালান রেস্তরাঁর মালিক আখতার পারভেজ়-সহ 14 জনকে ৷

যে রেস্তরাঁয় জুয়ার আসর বসেছিল সেটির মালিক নাকি আরসালান কর্তা আখতার। তিনিও পোকার বোর্ডে ছিলেন । খেলছিলেন জুয়া । তখন সেখানে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা। প্রথমে আখতার সহ কয়েকজনকে আটক করা হয়েছে ৷ পরে গ্রেপ্তার করা হয় ৷

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, ক্যামাক স্ট্রিট এলাকায় তিনটি রেস্তরাঁয় পোকার বোর্ড চলছিল বলে খবর ছিল। সেই সূত্রেই অভিযান চালানো হয় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ এ ক্যামাক স্ট্রিটের ফ্রেন্ডস ক্লাব থেকে সাত জন এবং ২০৯ এ এজেসি বোস রোডে লিও ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় আরও সাত জনকে ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : কলকাতার কয়েকটি রেস্তরাঁয় লুকিয়ে চলছে জুয়ার আসর ৷ সূত্র মারফত খবর পেয়েছিল গোয়েন্দা বিভাগ ৷ জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলে জুয়ার আসর ৷ মোট তিনটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে দু'টিতে সাফল্য পেয়েছে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে আরসালান রেস্তরাঁর মালিক আখতার পারভেজ়-সহ 14 জনকে ৷

যে রেস্তরাঁয় জুয়ার আসর বসেছিল সেটির মালিক নাকি আরসালান কর্তা আখতার। তিনিও পোকার বোর্ডে ছিলেন । খেলছিলেন জুয়া । তখন সেখানে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা। প্রথমে আখতার সহ কয়েকজনকে আটক করা হয়েছে ৷ পরে গ্রেপ্তার করা হয় ৷

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, ক্যামাক স্ট্রিট এলাকায় তিনটি রেস্তরাঁয় পোকার বোর্ড চলছিল বলে খবর ছিল। সেই সূত্রেই অভিযান চালানো হয় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ এ ক্যামাক স্ট্রিটের ফ্রেন্ডস ক্লাব থেকে সাত জন এবং ২০৯ এ এজেসি বোস রোডে লিও ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় আরও সাত জনকে ৷

Intro:কলকাতা, 28 সেপ্টেম্বর: কলকাতার বেশ কয়েকটি বেশ রেস্তোরাঁয় চলছে জুয়ার আসর। সোর্স মারফত খবর পেয়েছিল গোয়েন্দা বিভাগ। জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলছে জুয়া। মোট তিনটি রেস্তোরাঁয় হানা দিয়ে দুটিতে সাফল্য পেয়েছে পুলিশ। আটক করা হয়েছে আর্সানাল রেস্তোরাঁর মালিক আখতার পারভেজকে। কাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়।
Body:আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। Conclusion:
Last Updated : Sep 29, 2019, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.