ETV Bharat / state

ধুন্ধুমার তারাতলায় আটক বিজয়বর্গীয়, রেলের 'অসহযোগিতা'র দিকে আঙুল মমতার

author img

By

Published : Nov 26, 2020, 3:10 PM IST

Updated : Nov 26, 2020, 5:29 PM IST

প্রায় 200 -র বেশি BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের মারে একজন BJP কর্মীর মাথা ফেটে যায় বলে BJP সূত্রে খবর ।

Police clashed with BJP workers in Taratala
BJP কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি

কলকাতা, 26 নভেম্বর : তারাতলায় BJP কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি । মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে আজ কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে মিছিল করার কথাও ছিল । কিন্তু BJP কর্মীরা জমায়েত করতেই পুলিশ বাধা দেয় । প্রায় 200 -র বেশি BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের মারে একজন BJP কর্মীর মাথা ফেটে যায় বলে BJP সূত্রে খবর । যদিও মাঝেরহাট ব্রিজ-কাজের গতি নিয়ে রেলের 'অসহযোগিতা'র দিকে আঙুল তুলেছে তৃণমূল । প্রথমে অরূপ বিশ্বাস এবং পরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রেলের অসহযোগিতার জন্যই কাজ শেষ করতে এত সময় লাগছে ।

এরপর ঘটনাস্থানে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় পৌঁছালে তাঁকেও আটক করে কলকাতা পুলিশ । এরপর কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । কিছুক্ষণ আটক করে ছেড়ে দেওয়া হয় ।

BJP সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালায় । BJP-র একজন মহিলা মোর্চার কর্মী গুরুতর অসুস্থ । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এছাড়া যুব মোর্চার পাঁচ জন কর্মীও অসুস্থ । একজন BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে । পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে যার জেরে অনেক BJP কর্মী ও সমর্থক আহত হয় ।"

ধুন্ধুমার তারাতলা , আটক বিজয়বর্গীয়

এদিকে এ নিয়ে অরূপ বিশ্বাস বলেন, "রেলের অসহযেগিতায় ও কোরোনার কারণে ব্রিজের কাজে দেরি হয়েছে । আমি বিজয়বর্গীয়কেও প্রশ্ন করতে চাই বিহারের দুটি নবনির্মিত ব্রিজ এক মাসের মধ্যে কী করে ভেঙে যায় । আসলে BJP-র এই বিক্ষোভ লোক দেখানো ।"

কলকাতা, 26 নভেম্বর : তারাতলায় BJP কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি । মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে আজ কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে মিছিল করার কথাও ছিল । কিন্তু BJP কর্মীরা জমায়েত করতেই পুলিশ বাধা দেয় । প্রায় 200 -র বেশি BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের মারে একজন BJP কর্মীর মাথা ফেটে যায় বলে BJP সূত্রে খবর । যদিও মাঝেরহাট ব্রিজ-কাজের গতি নিয়ে রেলের 'অসহযোগিতা'র দিকে আঙুল তুলেছে তৃণমূল । প্রথমে অরূপ বিশ্বাস এবং পরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রেলের অসহযোগিতার জন্যই কাজ শেষ করতে এত সময় লাগছে ।

এরপর ঘটনাস্থানে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় পৌঁছালে তাঁকেও আটক করে কলকাতা পুলিশ । এরপর কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । কিছুক্ষণ আটক করে ছেড়ে দেওয়া হয় ।

BJP সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালায় । BJP-র একজন মহিলা মোর্চার কর্মী গুরুতর অসুস্থ । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এছাড়া যুব মোর্চার পাঁচ জন কর্মীও অসুস্থ । একজন BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে । পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে যার জেরে অনেক BJP কর্মী ও সমর্থক আহত হয় ।"

ধুন্ধুমার তারাতলা , আটক বিজয়বর্গীয়

এদিকে এ নিয়ে অরূপ বিশ্বাস বলেন, "রেলের অসহযেগিতায় ও কোরোনার কারণে ব্রিজের কাজে দেরি হয়েছে । আমি বিজয়বর্গীয়কেও প্রশ্ন করতে চাই বিহারের দুটি নবনির্মিত ব্রিজ এক মাসের মধ্যে কী করে ভেঙে যায় । আসলে BJP-র এই বিক্ষোভ লোক দেখানো ।"

Last Updated : Nov 26, 2020, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.