ETV Bharat / state

বালিগঞ্জে স্পায়ের আড়ালে মধুচক্র ! বিদেশিনী সহ গ্রেপ্তার 8 - kolkata

শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা । কলকাতায় এখন তাই স্পায়ের রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকেই আনা হচ্ছে যুবতিদের । অনেকগুলিতে আবার আছে নেপালি যুবতিরা । এতদূর পর্যন্ত ঠিকই ছিল । কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া । সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে । আর তাতেই এল সাফল্য ।

বালিগঞ্জে স্পায়ের আড়ালে মধুচক্র
author img

By

Published : Jul 31, 2019, 1:30 PM IST

Updated : Jul 31, 2019, 2:00 PM IST

কলকাতা, ৩১ জুলাই : ঝাঁ চকচকে স্পা । নাম “দ্য থাই রিট্রিট" । তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর ! গোপন সূত্রে খবর পায় পুলিশ । গতরাতে সেখানে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার কর্মীরা । ঘটনায় দুই থাইল্যান্ডের যুবতি সহ গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে । ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।

শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা । কলকাতায় এখন তাই স্পায়ের রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকেই আনা হচ্ছে যুবতিদের । অনেকগুলিতে আবার আছে নেপালি যুবতিরা । এতদূর পর্যন্ত ঠিকই ছিল । কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া । সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে । আর তাতেই এল সাফল্য ।

Bully gunge
এই সেই স্পা

৫৬ শরৎ বোস রোড । কলকাতার অভিজাত এলাকা । এখানেই বেশ কিছুদিন ধরে চলছে “দ্য থাই রিট্রিট" নামে স্পা ও ম্যাসাজ পার্লারটি । নানা সোর্স মারফত কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পান, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর । গত রাতে সেখানে হানা দেয় পুলিশ । হাতেনাতে গ্রেপ্তার করা হয় থাইল্যান্ডের যুবতি সহ আরও এক যৌন কর্মীকে । তার মধ্যে দু'জন দুই কাস্টমারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সহ এক দালালকেও । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪,২০০ টাকাও । এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, ৩১ জুলাই : ঝাঁ চকচকে স্পা । নাম “দ্য থাই রিট্রিট" । তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর ! গোপন সূত্রে খবর পায় পুলিশ । গতরাতে সেখানে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার কর্মীরা । ঘটনায় দুই থাইল্যান্ডের যুবতি সহ গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে । ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।

শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা । কলকাতায় এখন তাই স্পায়ের রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকেই আনা হচ্ছে যুবতিদের । অনেকগুলিতে আবার আছে নেপালি যুবতিরা । এতদূর পর্যন্ত ঠিকই ছিল । কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া । সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে । আর তাতেই এল সাফল্য ।

Bully gunge
এই সেই স্পা

৫৬ শরৎ বোস রোড । কলকাতার অভিজাত এলাকা । এখানেই বেশ কিছুদিন ধরে চলছে “দ্য থাই রিট্রিট" নামে স্পা ও ম্যাসাজ পার্লারটি । নানা সোর্স মারফত কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পান, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর । গত রাতে সেখানে হানা দেয় পুলিশ । হাতেনাতে গ্রেপ্তার করা হয় থাইল্যান্ডের যুবতি সহ আরও এক যৌন কর্মীকে । তার মধ্যে দু'জন দুই কাস্টমারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সহ এক দালালকেও । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪,২০০ টাকাও । এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কলকাতা, ৩১ জুলাই: ঝাঁ চকচকে স্পা। নাম “দ্য থাই রিট্রিট"। তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর! গোপন সূত্রে খবর পায় পুলিশ। গতরাতে সেখানে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং শাখার কর্মীরা। ঘটনায় দুই থাইল্যান্ডের যুবতী সহ গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে।Body:শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা। কলকাতায় এখন তাই স্পায়ের রমরমা। থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায়। এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি। তথ্য বলছে, এই পার্লার গুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকেই আনা হচ্ছে যুবতীদের। অনেকগুলিতে আবার আছে নেপালী যুবতীরা। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশীরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া। সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে। আর তাতেই এল সাফল্য। Conclusion:৫৬ শরৎ বোস রোড। কলকাতার অভিজাত এলাকা। এখানেই বেশ কিছুদিন ধরে চলছে “দ্য থাই রিট্রিট" নামে স্পা ও ম্যাসাজ পার্লারটি। নানা সোর্স মারফত কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পায়, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর। গত রাতে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় থাইল্যান্ডের যুবতী সহ আরও এক সেক্স ওয়ার্কারকে। তার মধ্যে দুজন দুই কাস্টমারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সহ এক দালালকেও। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে দেহ ব্যবসার ২৪,২০০ টাকাও। এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
Last Updated : Jul 31, 2019, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.