ETV Bharat / state

মহানগরের বুকে 30 হাজার টাকায় বিক্রি 23 দিনের সদ্যোজাত ! গ্রেফতার শিশুর দাদু-সহ 2 - সদ্যোজাত বিক্রি

Step mother allegedly sells new born: কয়েক হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত শিশুকন্যাকে বিক্রির অভিযোগ উঠল তারই দাদু এবং সৎ দিদিমার বিরুদ্ধে ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

ETV Bharat
সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা ও সৎ মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 12:40 PM IST

Updated : Dec 14, 2023, 1:04 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: সদ্যোজাত শিশুকন্যার বয়স মাত্র 23 দিন ৷ সেই শিশুকেই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল নিজেরই দাদু এবং সৎ দিদিমার বিরুদ্ধে ৷ খাস কলকাতায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ৷ ইতিমধ্যে পুলিশ সদ্যোজাতের নিজের দাদু ও সৎ দিদিমাকে গ্রেফতার করেছে ৷ ওই সদ্যোজাতকে 30 হাজার টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ অভিযুক্তদের গ্রেফতারির পাশাপাশি সদ্যোজাতকে একটি নির্জন জায়গা থেকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করেছে পুলিশ ৷

গত 12 ডিসেম্বর মধ্যরাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার বানতলা বাজারের কাছে খাল ব্রিজে ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 120বি ক্রিমিনাল কন্সপিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ ৷

কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিড়াল ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এই ঘটনায় আমরা খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে ওই অভিযুক্তদের গ্রেফতার করি ৷ মূলত আনন্দপুর এলাকায় একটি শিশু বিক্রির চক্র এর আগেও ধরা পড়েছিল ৷ খুব সম্ভবত এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্তরা ৷ আজ ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ৷"

আনন্দপুর থানা সূত্রের খবর, 12 ডিসেম্বর রাতে ওই এলাকার বাসিন্দা নিলাম কুমারী থানায় এসে জানান, তাঁর সদ্যোজাতকে বিক্রি করা হচ্ছে ৷ ওই যুবতীর বয়স 19 বছর ৷ তিনি জানান, তাঁর বাবা চুন্নু দাস এবং সৎ মা অলকা সরদার 30 হাজার টাকার বিনিময়ে তাঁর সদ্যোজাত শিশুকন্যাকে বিক্রি করে দিচ্ছে ৷ সদ্যোজাতের বয়স মাত্র 23 দিন ৷ এই অভিযোগ পাওয়ার পরেই তদন্তকারী পুলিশ আধিকারিকরা সক্রিয় হন ৷ পুলিশের নেতৃত্বে একটি বিশাল দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৷

এরপর একটি নির্জন জায়গা থেকে অভিযুক্ত চুন্নি দাস এবং তার স্ত্রী অলকা সরদারকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ ৷ শিশু বিক্রির ঘটনায় এর আগে শিখা মুখোপাধ্যায়, পূর্ণিমা মণ্ডল, চৈতালি চক্রবর্তীকে এর আগে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তারাও শহরে শিশু পাচার চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল ৷ পুলিশ সূত্রে খবর, বেশ কিছু আইভিএফ সেন্টারে শিশু জন্মের নেপথ্যে চালানো হয় শিশু বিক্রির চক্র ৷ খুব সম্ভবত এই আইভিএফ সেন্টারগুলির সঙ্গে যুক্ত রয়েছে শিশুর পাচার চক্রের বড় বড় মাথা ৷

আরও পড়ুন: মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা

কলকাতা, 14 ডিসেম্বর: সদ্যোজাত শিশুকন্যার বয়স মাত্র 23 দিন ৷ সেই শিশুকেই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল নিজেরই দাদু এবং সৎ দিদিমার বিরুদ্ধে ৷ খাস কলকাতায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ৷ ইতিমধ্যে পুলিশ সদ্যোজাতের নিজের দাদু ও সৎ দিদিমাকে গ্রেফতার করেছে ৷ ওই সদ্যোজাতকে 30 হাজার টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ অভিযুক্তদের গ্রেফতারির পাশাপাশি সদ্যোজাতকে একটি নির্জন জায়গা থেকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করেছে পুলিশ ৷

গত 12 ডিসেম্বর মধ্যরাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার বানতলা বাজারের কাছে খাল ব্রিজে ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 120বি ক্রিমিনাল কন্সপিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ ৷

কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিড়াল ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এই ঘটনায় আমরা খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে ওই অভিযুক্তদের গ্রেফতার করি ৷ মূলত আনন্দপুর এলাকায় একটি শিশু বিক্রির চক্র এর আগেও ধরা পড়েছিল ৷ খুব সম্ভবত এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্তরা ৷ আজ ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ৷"

আনন্দপুর থানা সূত্রের খবর, 12 ডিসেম্বর রাতে ওই এলাকার বাসিন্দা নিলাম কুমারী থানায় এসে জানান, তাঁর সদ্যোজাতকে বিক্রি করা হচ্ছে ৷ ওই যুবতীর বয়স 19 বছর ৷ তিনি জানান, তাঁর বাবা চুন্নু দাস এবং সৎ মা অলকা সরদার 30 হাজার টাকার বিনিময়ে তাঁর সদ্যোজাত শিশুকন্যাকে বিক্রি করে দিচ্ছে ৷ সদ্যোজাতের বয়স মাত্র 23 দিন ৷ এই অভিযোগ পাওয়ার পরেই তদন্তকারী পুলিশ আধিকারিকরা সক্রিয় হন ৷ পুলিশের নেতৃত্বে একটি বিশাল দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৷

এরপর একটি নির্জন জায়গা থেকে অভিযুক্ত চুন্নি দাস এবং তার স্ত্রী অলকা সরদারকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ ৷ শিশু বিক্রির ঘটনায় এর আগে শিখা মুখোপাধ্যায়, পূর্ণিমা মণ্ডল, চৈতালি চক্রবর্তীকে এর আগে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তারাও শহরে শিশু পাচার চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল ৷ পুলিশ সূত্রে খবর, বেশ কিছু আইভিএফ সেন্টারে শিশু জন্মের নেপথ্যে চালানো হয় শিশু বিক্রির চক্র ৷ খুব সম্ভবত এই আইভিএফ সেন্টারগুলির সঙ্গে যুক্ত রয়েছে শিশুর পাচার চক্রের বড় বড় মাথা ৷

আরও পড়ুন: মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা

Last Updated : Dec 14, 2023, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.