ETV Bharat / state

Bansdroni Shootout Case : বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় অস্ত্র-সহ ধৃত 3 - বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় গ্রেফতার 3

মঙ্গলবার সকালে বাঁশদ্রোণী এলাকায় শুট আউটের ঘটনা ঘটে (Bansdroni Shootout Case) ।

Bansdroni Shootou incident
বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় অস্ত্র সহ ধৃত 3
author img

By

Published : Apr 19, 2022, 10:46 PM IST

Updated : Apr 19, 2022, 11:05 PM IST

কলকাতা, 19 এপ্রিল : বাঁশদ্রোণী এলাকায় শুট আউটের ঘটনায় গ্রেফতার 3 (police arrests three anti socials) । এই তিনজনকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নাম শেখ সাহিদ, অরিজিৎ পোদ্দার ও শম্ভু সর্দার । ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ মঙ্গলবার সকালে বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুরে সিন্ডিকেটকে কেন্দ্র করে দুই ইমারতি ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে । এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন : হাসনাবাদে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রৌঢ়ের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

রিজেন্ট পার্ক এবং ব্রহ্মপুর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এই তিন দুষ্কৃতীকে এদিন গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ ধৃতদের প্রত্যেকের নাম রয়েছে এফআইআরে ৷ ইতিমধ্যেই তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা । বুধবার তাদেরকে আদালতে পেশ করা হবে ৷

কলকাতা, 19 এপ্রিল : বাঁশদ্রোণী এলাকায় শুট আউটের ঘটনায় গ্রেফতার 3 (police arrests three anti socials) । এই তিনজনকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নাম শেখ সাহিদ, অরিজিৎ পোদ্দার ও শম্ভু সর্দার । ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ মঙ্গলবার সকালে বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুরে সিন্ডিকেটকে কেন্দ্র করে দুই ইমারতি ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে । এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন : হাসনাবাদে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রৌঢ়ের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

রিজেন্ট পার্ক এবং ব্রহ্মপুর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এই তিন দুষ্কৃতীকে এদিন গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ ধৃতদের প্রত্যেকের নাম রয়েছে এফআইআরে ৷ ইতিমধ্যেই তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা । বুধবার তাদেরকে আদালতে পেশ করা হবে ৷

Last Updated : Apr 19, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.