ETV Bharat / state

মাদককাণ্ডে গ্রেফতার রাকেশের সঙ্গী সুরজ

কয়েকদিন আগে মাদক পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় পামেলা গোস্বামীকে। তারপর গ্রেপ্তার হয় রাকেশ সিং। রাকেশকে পালাতে সাহায্য় করায় এবার গ্রেফতার করা হল রাকেশের সঙ্গী সুরজ কুমার সিংকে। ঘটনার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

author img

By

Published : Mar 1, 2021, 10:07 AM IST

police arrested Suraj kumar singh in drug case
লালবাজার

কলকাতা, 1 মার্চ : মাদককাণ্ডে এবার গ্রেফতার করা হল রাকেশ সিংয়ের সঙ্গী সুরজ কুমার সিংকে। গতরাতে ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এর আগে ওই ঘটনায় গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও রাকেশ সিংকে।

গোটা ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানিয়েছেন, ধৃত সুরজের কাছ থেকে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হতে পারে।

আরও পড়ুন- মাদক মামলায় এবার অনুপম ও শঙ্কুদেবকে নোটিস

কেন গ্রেফতার করা হল সুরজকে?

পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্তে লালবাজারে ডেকে পাঠানো হয় রাকেশ সিংকে। কিন্তু রাকেশ লালবাজারে না গিয়ে পালিয়ে যান। তাঁকে এবং ঘটনার অপর এক অভিযুক্ত অমৃত সিংকে পালাতে সাহায্য় করেছিল সুরজ। পুলিশের কাছে খবর, সুরজের স্কুটিতে করেই বাড়ি থেকে পালায় রাকেশ। সেকারণেই গ্রেফতার করা হয় সুরজকে।

আরও পড়ুন-রাকেশকে নাগালে পেতে অপারেশন কীভাবে?

তাকে গ্রেফতার করা হতে পারে ভেবে লুকিয়েছিল সুরজ। কিন্তু ফোনের লোকেশন ট্র্য়াক করেই তার সন্ধান পাওয়া যায়। ধৃতদের জেরা করে মাদক পাচারকাণ্ডে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা, 1 মার্চ : মাদককাণ্ডে এবার গ্রেফতার করা হল রাকেশ সিংয়ের সঙ্গী সুরজ কুমার সিংকে। গতরাতে ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এর আগে ওই ঘটনায় গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও রাকেশ সিংকে।

গোটা ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানিয়েছেন, ধৃত সুরজের কাছ থেকে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হতে পারে।

আরও পড়ুন- মাদক মামলায় এবার অনুপম ও শঙ্কুদেবকে নোটিস

কেন গ্রেফতার করা হল সুরজকে?

পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্তে লালবাজারে ডেকে পাঠানো হয় রাকেশ সিংকে। কিন্তু রাকেশ লালবাজারে না গিয়ে পালিয়ে যান। তাঁকে এবং ঘটনার অপর এক অভিযুক্ত অমৃত সিংকে পালাতে সাহায্য় করেছিল সুরজ। পুলিশের কাছে খবর, সুরজের স্কুটিতে করেই বাড়ি থেকে পালায় রাকেশ। সেকারণেই গ্রেফতার করা হয় সুরজকে।

আরও পড়ুন-রাকেশকে নাগালে পেতে অপারেশন কীভাবে?

তাকে গ্রেফতার করা হতে পারে ভেবে লুকিয়েছিল সুরজ। কিন্তু ফোনের লোকেশন ট্র্য়াক করেই তার সন্ধান পাওয়া যায়। ধৃতদের জেরা করে মাদক পাচারকাণ্ডে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.