ETV Bharat / bharat

বায়ু সেনার এয়ার-শোয়ে ব্যাপক ভিড়ে নিহত 4, অসুস্থ বহু - INDIAN AIR FORCE

চেন্নাই মেরিনা বিচে ভারতীয় বায়ুসেনার এয়ার-শো চালাকালীন ব্যাপক ভিড়ের জেরে মৃত্যু হল চার জনের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Four Dead Amidst Massive Crowds
এয়ার-শো চলাকালীন মর্মান্তিক পরিণতি (ইটিভি ভারত)

চেন্নাই, 6 অক্টোবর: চেন্নাইয়ের মেরিনা বিচে ভারতীয় বায়ু সেনার এয়ার-শো চলাকালীন মর্মান্তিক পরিণতি ৷ জমকালো উৎসবের সমাপ্তি হল কার্যত হৃদয়বিদারক ছবির মধ্য দিয়ে ৷ প্রবল ভিড়ের জেরে এক প্রৌঢ়-সহ চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বায়ু সেনার রোমাঞ্চকর পারফরম্যান্স থাকলেও, অভিযোগ জল বা প্রাথমিক চিকিৎসার মতো কোনও সুযোগ-সুবিধা ছিল না ৷ যার জেরে অনেকেই প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে পড়েন ৷ কমবেশি প্রায় 230 জনেরও বেশি মানুষ অজ্ঞান হয়ে পড়ে। তার মধ্যেই 4 জনের প্রাণ গিয়েছে।

জন,কর্তিকেয়ন, শ্রীনিবাসন এবং দীনেশ কুমার চার জনেই অসুস্থ হয়ে পড়েন ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীনই তাঁদের মৃত্যু হয় বলে খবর। ইভেন্ট ম্যানেজমেন্টের সমালোচনায় সরব হয়েছেন স্থানীয়রা ৷ এই ধরনের ব্যাপক ভিড় হবে জেনেও ন্যুনতম পরিকল্পনার অভাবের দিকেও ইঙ্গিত করেছেন অনেকেই। সরকারি তরফে ব্যবস্থাপনার অভাব ছিল বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, 15 লক্ষেরও বেশি লোক বায়ু সেনার এয়ার-শো দেখতে জড়ো হয়েছিল মেরিনা বিচে ৷ যার জেরে মেরিনা বিচ সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ব্যাপক যানজট দেখা দেয় ৷ ট্রাফিক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ অনেকে বাধ্য হয়ে মেট্রো স্টেশন বা রেল স্টেশনে পৌঁছনোর জন্য মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হয়েছেন। আর এই ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলিও সময়মত পৌঁছতে পারেনি বলেই খবর ৷ ভিড় এতটাই হয়েছিল যে, চেন্নাই পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও জরুরি পরিষেবাগুলিকে সচল রাখা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে ৷

বায়ু সেনার এয়ার-শো দেখে চেন্নাইবাসী গর্বিত বোধ করেছেন তাতে সন্দেহের অবকাশ নেই ৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ না করতে পারার জন্য ব্যবস্থাপনার দিকেই আঙুল তোলা হয়েছে ৷ জেরে সরকারের অপ্রস্তুততার দিকেও আঙুল তুলেছে সাধারণ মানুষ।

চেন্নাই, 6 অক্টোবর: চেন্নাইয়ের মেরিনা বিচে ভারতীয় বায়ু সেনার এয়ার-শো চলাকালীন মর্মান্তিক পরিণতি ৷ জমকালো উৎসবের সমাপ্তি হল কার্যত হৃদয়বিদারক ছবির মধ্য দিয়ে ৷ প্রবল ভিড়ের জেরে এক প্রৌঢ়-সহ চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বায়ু সেনার রোমাঞ্চকর পারফরম্যান্স থাকলেও, অভিযোগ জল বা প্রাথমিক চিকিৎসার মতো কোনও সুযোগ-সুবিধা ছিল না ৷ যার জেরে অনেকেই প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে পড়েন ৷ কমবেশি প্রায় 230 জনেরও বেশি মানুষ অজ্ঞান হয়ে পড়ে। তার মধ্যেই 4 জনের প্রাণ গিয়েছে।

জন,কর্তিকেয়ন, শ্রীনিবাসন এবং দীনেশ কুমার চার জনেই অসুস্থ হয়ে পড়েন ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীনই তাঁদের মৃত্যু হয় বলে খবর। ইভেন্ট ম্যানেজমেন্টের সমালোচনায় সরব হয়েছেন স্থানীয়রা ৷ এই ধরনের ব্যাপক ভিড় হবে জেনেও ন্যুনতম পরিকল্পনার অভাবের দিকেও ইঙ্গিত করেছেন অনেকেই। সরকারি তরফে ব্যবস্থাপনার অভাব ছিল বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, 15 লক্ষেরও বেশি লোক বায়ু সেনার এয়ার-শো দেখতে জড়ো হয়েছিল মেরিনা বিচে ৷ যার জেরে মেরিনা বিচ সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ব্যাপক যানজট দেখা দেয় ৷ ট্রাফিক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ অনেকে বাধ্য হয়ে মেট্রো স্টেশন বা রেল স্টেশনে পৌঁছনোর জন্য মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হয়েছেন। আর এই ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলিও সময়মত পৌঁছতে পারেনি বলেই খবর ৷ ভিড় এতটাই হয়েছিল যে, চেন্নাই পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও জরুরি পরিষেবাগুলিকে সচল রাখা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে ৷

বায়ু সেনার এয়ার-শো দেখে চেন্নাইবাসী গর্বিত বোধ করেছেন তাতে সন্দেহের অবকাশ নেই ৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ না করতে পারার জন্য ব্যবস্থাপনার দিকেই আঙুল তোলা হয়েছে ৷ জেরে সরকারের অপ্রস্তুততার দিকেও আঙুল তুলেছে সাধারণ মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.